অনলাইন ডেস্ক
বলিউডে পা রাখার পর থেকেই একের পর পর এক সম্পর্কে জড়িয়েছেন সইফকন্যা সারা আলী খান। কখনো সুশান্ত সিং রাজপুত, কখনো বা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের খবর প্রকাশ্যে আসে। আবারও গুঞ্জন রটেছে, নতুন প্রেমে মজেছেন এই অভিনেত্রী। তবে এবার কোনো অভিনেতা নয়, বিজেপি নেতার ছেলেকেই মন দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ‘প্রেমিককে’ সঙ্গে নিয়েই রাজস্থানে ছুটি কাটাচ্ছেন সারা আলী খান। আর সোশ্যাল মিডিয়ায় সেই ট্রিপের ছবিই এখন ভাইরাল।
সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। তিনি পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে। বাবা রাজনীতিবিদ হলেও অর্জুন ফ্যাশন জগতের পরিচিত মুখ। বিজ্ঞাপনে তাঁর ভালো নাম-ডাক রয়েছে।
অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে অভিনেত্রীকে কেদারনাথে পুজো দিতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ও ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। এ নিয়েই নতুন প্রেমের গুঞ্জন শুরু। এর পরে এবার রাজস্থান ট্রিপ গুঞ্জনের নতুন মাত্রা যোগ করেছে।
কেদারনাথ দিয়েই ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন সারা। তবে মুসলিম ধর্মাবলম্বী হয়েও দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন এই নবাবকন্য়া। এ নিয়ে কটু কথা শুনতে হয়েছে তাঁকে। বলিউডে তারকা সন্তানরা হাইপ্রোফাইল পার্টি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে গ্ল্যামারস জীবনযাপনে ব্যস্ত থাকেন। সেখানে সারা আলী খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে অসমের কামাখ্যা সবখানেই গিয়েছেন এই অভিনেত্রী।
বলিউডে পা রাখার পর থেকেই একের পর পর এক সম্পর্কে জড়িয়েছেন সইফকন্যা সারা আলী খান। কখনো সুশান্ত সিং রাজপুত, কখনো বা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের খবর প্রকাশ্যে আসে। আবারও গুঞ্জন রটেছে, নতুন প্রেমে মজেছেন এই অভিনেত্রী। তবে এবার কোনো অভিনেতা নয়, বিজেপি নেতার ছেলেকেই মন দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ‘প্রেমিককে’ সঙ্গে নিয়েই রাজস্থানে ছুটি কাটাচ্ছেন সারা আলী খান। আর সোশ্যাল মিডিয়ায় সেই ট্রিপের ছবিই এখন ভাইরাল।
সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। তিনি পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে। বাবা রাজনীতিবিদ হলেও অর্জুন ফ্যাশন জগতের পরিচিত মুখ। বিজ্ঞাপনে তাঁর ভালো নাম-ডাক রয়েছে।
অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে অভিনেত্রীকে কেদারনাথে পুজো দিতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ও ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। এ নিয়েই নতুন প্রেমের গুঞ্জন শুরু। এর পরে এবার রাজস্থান ট্রিপ গুঞ্জনের নতুন মাত্রা যোগ করেছে।
কেদারনাথ দিয়েই ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন সারা। তবে মুসলিম ধর্মাবলম্বী হয়েও দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন এই নবাবকন্য়া। এ নিয়ে কটু কথা শুনতে হয়েছে তাঁকে। বলিউডে তারকা সন্তানরা হাইপ্রোফাইল পার্টি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে গ্ল্যামারস জীবনযাপনে ব্যস্ত থাকেন। সেখানে সারা আলী খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে অসমের কামাখ্যা সবখানেই গিয়েছেন এই অভিনেত্রী।
নিজেকে শুধু গানেই আটকে রাখেননি সংগীতশিল্পী সাবরিনা পড়শী। হয়েছেন রেডিও জকি, করেছেন অভিনয়ও। এবার নতুন আরও এক পরিচয়ে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক পেজে খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন পড়শী। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘কুক উইদ পড়শী’।
৪২ মিনিট আগেপর্দায় বিদ্যা বালানের অভিনয় দেখে মুগ্ধ হন দর্শক, আর বিদ্যাকে মুগ্ধ করে অভিনয়। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ইদানীং কোন কোন সিনেমা-সিরিজ ভালো লেগেছে তাঁর। এসব কনটেন্ট দেখার জন্য ভক্তদেরও পরামর্শ দিলেন তিনি।
১ ঘণ্টা আগেএকঝাঁক কিশোরের স্কুলজীবন, শৈশবের দুষ্টুমি ও বন্ধুত্বের গল্পে মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপাইন’। প্রচার হয়েছিল ইউটিউবে। অভিনয় করেছিলেন প্রত্যয় হিরন, মাখনুন সুলতানা মাহিমা, রাশেদ আমরান, বাপ্পী আশরাফ প্রমুখ।
১ ঘণ্টা আগে১৯৯৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘প্রেমের সমাধি’। মুক্তির ২৯ বছর পর আলোচনায় এ সিনেমার ‘চাচা হেনা কোথায়’ সংলাপটি। ছেলে-বুড়ো সবাই মেতেছেন এই ট্রেন্ডে। এমনকি ঈদের পোশাক, নাটক কিংবা গান—সব জায়গায় ছড়িয়ে পড়েছে হেনা।
১ ঘণ্টা আগে