বিনোদন ডেস্ক
ইন্দোরের এক বাসিন্দা পুলিশে অভিযোগ জানিয়েছেন ভিকি কৌশলের নামে। কিছুদিন আগেই সেখানে শুটিং করতে গিয়েছিলেন ভিকি আর সারা। একটা ছবিও ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছিল ইন্দোরের রাস্তায় মোটরবাইক চালাচ্ছেন অভিনেতা। আর পেছনে আছেন সাইফ আলী খানের মেয়ে সারা।
গাড়ির অবৈধ নম্বরপ্লেট ব্যবহার করার অভিযোগ এনেছেন ওই বাসিন্দা। জয় সিং যাদব নামের ওই ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শুটিংয়ে গাড়ির জন্য যে নম্বর ব্যবহার করা হয়েছে, তা আমার। আমি জানি না সিনেমার টিমের কাছে এই খবর আছে কি না, তবে এটা বেআইনি। আমার অনুমতি নিয়ে তাঁদের ওই নম্বরপ্লেট ব্যবহার করা উচিত ছিল। আমি এই নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছি। আশা করি খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’
ইন্দোরের এক পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘হ্যাঁ, আমাদের কাছে এ রকম অভিযোগ জমা পড়েছে। আমরা দেখব অবৈধভাবে নম্বরপ্লেটটি ব্যবহার করা হয়েছিল কি না! মোটরবাইক অ্যাক্ট অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। যদি সিনেমার টিম বর্তমানে ইন্দেরোই থাকে, তবে তাদেরকে এই নিয়ে জিজ্ঞাসাবাদও করা হবে।’
মাঝে বেশ কিছুদিন ইন্দোরে শুটিং করেছে এই জুটি। ছবির নাম এখনো সামনে না আনা হলেও মনে করা হচ্ছে, লক্ষ্মণ উতেকরের পরিচালনায় কোনো রোমান্টিক ড্রামার কাজ চলছে। এই প্রথম জুটি বাঁধতে চলেছেন সারা আলি খান ও ভিকি কৌশল।
ইন্দোরের এক বাসিন্দা পুলিশে অভিযোগ জানিয়েছেন ভিকি কৌশলের নামে। কিছুদিন আগেই সেখানে শুটিং করতে গিয়েছিলেন ভিকি আর সারা। একটা ছবিও ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছিল ইন্দোরের রাস্তায় মোটরবাইক চালাচ্ছেন অভিনেতা। আর পেছনে আছেন সাইফ আলী খানের মেয়ে সারা।
গাড়ির অবৈধ নম্বরপ্লেট ব্যবহার করার অভিযোগ এনেছেন ওই বাসিন্দা। জয় সিং যাদব নামের ওই ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শুটিংয়ে গাড়ির জন্য যে নম্বর ব্যবহার করা হয়েছে, তা আমার। আমি জানি না সিনেমার টিমের কাছে এই খবর আছে কি না, তবে এটা বেআইনি। আমার অনুমতি নিয়ে তাঁদের ওই নম্বরপ্লেট ব্যবহার করা উচিত ছিল। আমি এই নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছি। আশা করি খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’
ইন্দোরের এক পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘হ্যাঁ, আমাদের কাছে এ রকম অভিযোগ জমা পড়েছে। আমরা দেখব অবৈধভাবে নম্বরপ্লেটটি ব্যবহার করা হয়েছিল কি না! মোটরবাইক অ্যাক্ট অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। যদি সিনেমার টিম বর্তমানে ইন্দেরোই থাকে, তবে তাদেরকে এই নিয়ে জিজ্ঞাসাবাদও করা হবে।’
মাঝে বেশ কিছুদিন ইন্দোরে শুটিং করেছে এই জুটি। ছবির নাম এখনো সামনে না আনা হলেও মনে করা হচ্ছে, লক্ষ্মণ উতেকরের পরিচালনায় কোনো রোমান্টিক ড্রামার কাজ চলছে। এই প্রথম জুটি বাঁধতে চলেছেন সারা আলি খান ও ভিকি কৌশল।
একের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সইফ আলি খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
১ ঘণ্টা আগেবলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
৩ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৪ ঘণ্টা আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
৪ ঘণ্টা আগে