বিনোদন ডেস্ক
সালমান খান ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির কাজ চলাকালীনই মহেশ জানতে পারেন তিনি ক্যানসার আক্রান্ত। তবে সে সময় মহেশ সবাইকে কথাটা জানাননি। অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকারকে সম্প্রতি কথা বলতে শোনা গেল ক্যানসার নিয়ে। ‘অন্তিম’ ছবির শুটিং চলাকালীন মরণরোগের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। ছবির শুটিং শেষ করে সার্জারি করান তিনি। তবে, এখন তিনি ক্যানসারমুক্ত। আর গর্বের সঙ্গে তা ঘোষণা করলেন পরিচালক।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ বলেন, ‘অন্তিম-র শেষ দিকের শুটিং চলছে তখন, জানতে পারি আমি ক্যানসার আক্রান্ত। কিন্তু আজ আমি পুরোপুরি সুস্থ। আমি অনেক ভাগ্যবান যে কেমোথেরাপি আমার ওপর সেভাবে প্রভাব ফেলতে পারেনি। শুটিংয়ের সময়েই আমার কেমো চলছিল। তারপর সার্জারি করা হয়। হয়তো আমার কাজের প্রতি ভালোবাসাই আমাকে উৎসাহ দিয়েছিল শুটিং চালিয়ে নিয়ে যেতে। আমার ক্যানসার আছে শুনেও আমি ততটা ভয় পাইনি। বরং আমি ভাবতাম, এমন অনেকে আছে যাঁরা ক্যানসারকে হারিয়ে দিয়েছে। সেসব মানুষদের গল্প শুনে উৎসাহ পেতাম নতুনভাবে জীবন চালানোর।’
‘কাঁটে’, ‘দাবাং’, ‘মুসাফির’, ‘জিন্দা’, ‘স্লামডগ মিলিওনেয়ার’, ‘বাস্তব’-র মতো ছবিতে অভিনয় করেছেন মহেশ মঞ্জরেকর। আগামী মাসে মুক্তি পাবে সালমান খান ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবি। এই ছবির ট্রেলার উন্মুক্ত অনুষ্ঠানেই নিজের ক্যানসার আক্রান্ত হওয়া নিয়ে কথা বলেন তিনি। সালমান খান তখন বলেন, ‘শুটিং চলাকালে আমাদের কাউকে কিছু জানায়নি। কাজ শেষ হলেই নিজের অপারেশন করিয়ে নেয়। তখন জানতে পারি। কাজটা তিনি মোটেও ভালো করেননি। আমরা তার এত কাছের মানুষ তাঁর এই দুঃসময়ের কথা জানতে পারিনি। তবে মহেশ শক্ত মানুষ, হয়তো চাননি আমরা সহানভূতি দেখাই।’
সালমানের সঙ্গে মহেশের হৃদ্যতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘দাবাং ৩’-তে তাঁরা একসাথে কাজ করেছেন।
সালমান খান ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির কাজ চলাকালীনই মহেশ জানতে পারেন তিনি ক্যানসার আক্রান্ত। তবে সে সময় মহেশ সবাইকে কথাটা জানাননি। অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকারকে সম্প্রতি কথা বলতে শোনা গেল ক্যানসার নিয়ে। ‘অন্তিম’ ছবির শুটিং চলাকালীন মরণরোগের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। ছবির শুটিং শেষ করে সার্জারি করান তিনি। তবে, এখন তিনি ক্যানসারমুক্ত। আর গর্বের সঙ্গে তা ঘোষণা করলেন পরিচালক।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ বলেন, ‘অন্তিম-র শেষ দিকের শুটিং চলছে তখন, জানতে পারি আমি ক্যানসার আক্রান্ত। কিন্তু আজ আমি পুরোপুরি সুস্থ। আমি অনেক ভাগ্যবান যে কেমোথেরাপি আমার ওপর সেভাবে প্রভাব ফেলতে পারেনি। শুটিংয়ের সময়েই আমার কেমো চলছিল। তারপর সার্জারি করা হয়। হয়তো আমার কাজের প্রতি ভালোবাসাই আমাকে উৎসাহ দিয়েছিল শুটিং চালিয়ে নিয়ে যেতে। আমার ক্যানসার আছে শুনেও আমি ততটা ভয় পাইনি। বরং আমি ভাবতাম, এমন অনেকে আছে যাঁরা ক্যানসারকে হারিয়ে দিয়েছে। সেসব মানুষদের গল্প শুনে উৎসাহ পেতাম নতুনভাবে জীবন চালানোর।’
‘কাঁটে’, ‘দাবাং’, ‘মুসাফির’, ‘জিন্দা’, ‘স্লামডগ মিলিওনেয়ার’, ‘বাস্তব’-র মতো ছবিতে অভিনয় করেছেন মহেশ মঞ্জরেকর। আগামী মাসে মুক্তি পাবে সালমান খান ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবি। এই ছবির ট্রেলার উন্মুক্ত অনুষ্ঠানেই নিজের ক্যানসার আক্রান্ত হওয়া নিয়ে কথা বলেন তিনি। সালমান খান তখন বলেন, ‘শুটিং চলাকালে আমাদের কাউকে কিছু জানায়নি। কাজ শেষ হলেই নিজের অপারেশন করিয়ে নেয়। তখন জানতে পারি। কাজটা তিনি মোটেও ভালো করেননি। আমরা তার এত কাছের মানুষ তাঁর এই দুঃসময়ের কথা জানতে পারিনি। তবে মহেশ শক্ত মানুষ, হয়তো চাননি আমরা সহানভূতি দেখাই।’
সালমানের সঙ্গে মহেশের হৃদ্যতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘দাবাং ৩’-তে তাঁরা একসাথে কাজ করেছেন।
আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’ এর অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। পামেলা বাক হলিউড অভিনেতা ডেভিড হাসেলহফের স্ত্রী...
৪ ঘণ্টা আগেপ্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
১১ ঘণ্টা আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
১১ ঘণ্টা আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
১১ ঘণ্টা আগে