বিনোদন প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়িকা আঁচল আবার সক্রিয় হচ্ছেন অভিনয়ে। ২০১১ সালে রাজু আহমেদের ‘ভুল’ ও মাসুদ কায়নাতের ‘বেইলি রোড’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন খুলনার এ অভিনেত্রী। এ পর্যন্ত দুই ডজন ছবিতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অনেক সম্ভাবনা থাকলেও গত কয়েক বছরে তাঁর উপস্থিতি অনেক কমে গিয়েছিল। আঁচল অভিনীত নতুন ছবির খবর পাওয়া যাচ্ছিল না বললেই চলে।
তবে নিজের দুঃসময় কাটিয়ে আঁচল আবার উড়ছেন আগের মতোই। এর মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করলেন। এখন শুটিং করছেন ‘করপোরেট’ ওয়েব ফিল্মের। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। বানাচ্ছেন ফরিদুল হাসান। নির্মাতা বলেন, ‘করপোরেট জগতের দুর্নীতি আর অন্ধকার দিক নিয়ে তৈরি হয়েছে এ ছবির গল্প।’
আঁচল জানিয়েছেন, এ ছবিতে তিনি গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন করপোরেট ব্যক্তিত্ব। নামী অফিসে কাজ করেন। প্রথম দিকে নোংরা রাজনীতির শিকার হন। তবে ধীরে ধীরে করপোরেট কালচারে অভ্যস্ত হয়ে যান। পেয়ে যান সাফল্য।
এ ছবিতে আঁচলের নায়ক হিসেবে আছেন জিয়াউল রোশান। বর্তমানে ‘করপোরেট’ ছবির শুটিং চলছে ঢাকার একটি বস্তিতে। ঢাকার আরও কিছু লোকেশনে শুটিং শেষ করে ‘করপোরেট’ টিম যাবে কুমিল্লায়। সেখানে হবে বাকি অংশের কাজ। এর আগে ডিপজলের সঙ্গে ‘ঘরভাঙা সংসার’ ছবির শুটিং শেষ করেছেন আঁচল।
কিছুদিন ধরে আঁচলের প্রেম, বিয়ে, বাগদান নিয়ে গুঞ্জন চলছে। গায়ক সৈয়দ অমির সঙ্গে গোপনে ঘর বেঁধেছেন–এমন খবর এখন আলোচনার কেন্দ্রে। তবে আঁচল জানালেন, বিয়ে-বাগদান কোনোটি-ই হয়নি। তাঁরা প্রেম করছেন। তবে পারিবারিকভাবে কথা হয়ে আছে। সুবিধাজনক সময়ে বিয়ের কাজটা সেরে নেবেন তাঁরা।
আঁচল বলেন, ‘অমির মা আমাকে খুব পছন্দ করেন। তাঁর পরিবারের অন্য সবারও পছন্দের মানুষ আমি। বিয়ে তো গোপনে করার কিছু নেই। আমরা প্রেম করছি, ক্রাইম তো করছি না।’
চিত্রনায়িকা আঁচল আবার সক্রিয় হচ্ছেন অভিনয়ে। ২০১১ সালে রাজু আহমেদের ‘ভুল’ ও মাসুদ কায়নাতের ‘বেইলি রোড’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন খুলনার এ অভিনেত্রী। এ পর্যন্ত দুই ডজন ছবিতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অনেক সম্ভাবনা থাকলেও গত কয়েক বছরে তাঁর উপস্থিতি অনেক কমে গিয়েছিল। আঁচল অভিনীত নতুন ছবির খবর পাওয়া যাচ্ছিল না বললেই চলে।
তবে নিজের দুঃসময় কাটিয়ে আঁচল আবার উড়ছেন আগের মতোই। এর মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করলেন। এখন শুটিং করছেন ‘করপোরেট’ ওয়েব ফিল্মের। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। বানাচ্ছেন ফরিদুল হাসান। নির্মাতা বলেন, ‘করপোরেট জগতের দুর্নীতি আর অন্ধকার দিক নিয়ে তৈরি হয়েছে এ ছবির গল্প।’
আঁচল জানিয়েছেন, এ ছবিতে তিনি গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন করপোরেট ব্যক্তিত্ব। নামী অফিসে কাজ করেন। প্রথম দিকে নোংরা রাজনীতির শিকার হন। তবে ধীরে ধীরে করপোরেট কালচারে অভ্যস্ত হয়ে যান। পেয়ে যান সাফল্য।
এ ছবিতে আঁচলের নায়ক হিসেবে আছেন জিয়াউল রোশান। বর্তমানে ‘করপোরেট’ ছবির শুটিং চলছে ঢাকার একটি বস্তিতে। ঢাকার আরও কিছু লোকেশনে শুটিং শেষ করে ‘করপোরেট’ টিম যাবে কুমিল্লায়। সেখানে হবে বাকি অংশের কাজ। এর আগে ডিপজলের সঙ্গে ‘ঘরভাঙা সংসার’ ছবির শুটিং শেষ করেছেন আঁচল।
কিছুদিন ধরে আঁচলের প্রেম, বিয়ে, বাগদান নিয়ে গুঞ্জন চলছে। গায়ক সৈয়দ অমির সঙ্গে গোপনে ঘর বেঁধেছেন–এমন খবর এখন আলোচনার কেন্দ্রে। তবে আঁচল জানালেন, বিয়ে-বাগদান কোনোটি-ই হয়নি। তাঁরা প্রেম করছেন। তবে পারিবারিকভাবে কথা হয়ে আছে। সুবিধাজনক সময়ে বিয়ের কাজটা সেরে নেবেন তাঁরা।
আঁচল বলেন, ‘অমির মা আমাকে খুব পছন্দ করেন। তাঁর পরিবারের অন্য সবারও পছন্দের মানুষ আমি। বিয়ে তো গোপনে করার কিছু নেই। আমরা প্রেম করছি, ক্রাইম তো করছি না।’
ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
৩১ মিনিট আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
২ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
৫ ঘণ্টা আগে‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ...
৫ ঘণ্টা আগে