বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের নির্মাতা গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমুখ।
মানুষের বাক্স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে গোলাম রাব্বানী তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা আনটাং। এরই মধ্যে সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে, প্রশংসা কুড়িয়েছে। যেসব উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে, তার মধ্যে রয়েছে হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইনডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব ইত্যাদি।
আনটাং সিনেমার মিউজিক ও সাউন্ড করেছেন আকিব শাওন ও বাউলা নাজমুল। একটি গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ সাগর। চিত্রগ্রহণে ছিলেন রয় সন্দীপ। প্রোডাকশন ডিজাইন করেছেন সানজিদ মাহমুদ।
এর আগে গোলাম রাব্বানী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে এই নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামক দুটি সিনেমা। গত বছর মুক্তি পেয়েছে গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’, মুক্তির অপেক্ষায় আছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রঙবাজার’। দুটি সিনেমাই পরিচালনা করেছেন রাশিদ পলাশ।
ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের নির্মাতা গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমুখ।
মানুষের বাক্স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে গোলাম রাব্বানী তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা আনটাং। এরই মধ্যে সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে, প্রশংসা কুড়িয়েছে। যেসব উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে, তার মধ্যে রয়েছে হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইনডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব ইত্যাদি।
আনটাং সিনেমার মিউজিক ও সাউন্ড করেছেন আকিব শাওন ও বাউলা নাজমুল। একটি গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ সাগর। চিত্রগ্রহণে ছিলেন রয় সন্দীপ। প্রোডাকশন ডিজাইন করেছেন সানজিদ মাহমুদ।
এর আগে গোলাম রাব্বানী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে এই নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামক দুটি সিনেমা। গত বছর মুক্তি পেয়েছে গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’, মুক্তির অপেক্ষায় আছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রঙবাজার’। দুটি সিনেমাই পরিচালনা করেছেন রাশিদ পলাশ।
ঈদের দিন আমির, সালমান দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।
১২ ঘণ্টা আগেঈদ উপলক্ষে নানা প্রতিষ্ঠান, সহকর্মী ও কাছের মানুষদের কাছ থেকে অনেক উপহার পান জয়া আহসান। ফলে আলাদা করে আর কেনাকাটা কিছু করতে হয় না। এবার ঈদে কোনো পোশাক কেনেননি জয়া। তবে হ্যাঁ, ঘর সাজাবার কিছু জিনিসপত্র কিনেছেন ঈদ উপলক্ষে।
১৩ ঘণ্টা আগে‘জ্বীন থ্রি’ সিনেমার ‘কন্যা’ গানটি ঈদের আগে মানুষের মুখে মুখে ফিরেছিল। আশা করা হচ্ছিল, সিনেমা হলেও ভালো সাড়া ফেলবে জ্বীন থ্রি। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে জায়গাই পেল না সিনেমাটি। মাল্টিপ্লেক্সেও খুব কম শো পেয়েছে।
১৪ ঘণ্টা আগেঈদ ঘিরে বাজার ধরতে বরাবরই বলিউড সুপারস্টার খানদের সিনেমার একটি হাঁকডাক থাকে। এবারে মুক্তির অপেক্ষায় ছিল সালমান খানের ‘সিকান্দার’। মুক্তিও পেল, কিন্তু বক্স অফিসে এক দিনের আয় নিয়ে হতাশ নির্মাতা, প্রযোজক, কলাকুশলীসহ পুরো টিম। সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত সিকান্দার গতকাল রোববার মুক্তির দিনে
১৫ ঘণ্টা আগে