বিনোদন ডেস্ক
ডিউক অব এডিনবরা, যাঁকে বিশ্বের বিখ্যাত স্বামী বলা যেতে পারে। গত শুক্রবার তিনি মারা গেছেন ৯৯ বছর বয়সে। ব্রিটিশ রাজপরিবারের অন্দরের ঘটনা নিয়ে অনেক সিনেমা নির্মিত হয়েছে। বেশকিছু টিভি ও ওয়েব সিরিজেও উঠে এসেছে রাজপরিবারের গল্প। ওইসব সিনেমা ও সিরিজে প্রিন্স ফিলিপের চরিত্রে অনেকেই অভিনয় করেছেন। তেমন পাঁচজন অভিনেতা, যারা পর্দায় প্রিন্স ফিলিপ হয়েছেন, তাঁদেরকে নিয়ে এ আয়োজন।
তরুণ সম্রাটের চরিত্রে অভিনয় করে ব্রিটিশ অভিনেতা ফিন এলিয়ট ভীষণ আলোচিত। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ক্রাউন’–এ তিনি ছিলেন স্কুলগামী প্রিন্স ফিলিপের ভূমিকায়। সিরিজে এলিয়টের অভিনয় শুধু সমালোচকদের কাছেই প্রশংসিত হয়েছে তা নয়। প্রিন্সের তরুণ বয়সের সংকটগুলো খুব দারুণভাবে ফুটিয়ে তোলার জন্য সাধারণ দর্শকদের কাছেও পরিচিত হংকংয়ে জন্ম নেওয়া এ অভিনেতা।
প্রিন্স ফিলিপের চরিত্রে অনেকই কাজ করেছেন, কিন্তু ব্রিটিশ অভিনেতা ম্যাট স্মিথের মতো এতো দারুণভাবে ‘ডিউক অব এডিনবরা’–কে তুলে আনতে পারেনি কেউ। প্রশংসিত সিরিজ ‘দ্য ক্রাউন’–এ তিনি ছিলেন যুবক বয়সের প্রিন্স ফিলিপ। এ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ম্যাট স্মিথ এখনও আলোচিত।
নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ক্রাউন’–এ প্রিন্স ফিলিপের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজে তাঁর উপস্থিতির প্রথমদিকে ওয়েলসের অভিনেতা জনাথন ছিলেন প্রধান ধর্মগুরু পোপের ভূমিকায়। কয়েকমাসের ব্যবধানে তিনিই হয়ে ওঠেন প্রিন্স ফিলিপ। এ ভূমিকায় তাঁকে দেখা যাবে সিরিজের ষষ্ঠ সিজনে।
প্রিন্স ফিলিপের চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা জেমস ক্রমওয়েল। ২০০৬ সালের সিনেমা ‘দ্য কুইন’–এ তাঁর অনবদ্য উপস্থিতি প্রিন্সের চরিত্রকে অনেকটা বিশ্বাসযোগ্য করে তুলেছে। এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন হেলেন মিরেন। ছবিটি ছয়টি বিভাগে অস্কারে মনোনয়ন পায়।
আমেরিকান টিভি সিনেমা ‘চার্লস অ্যান্ড ডায়ানা: আ রয়েল লাভস্টোরি’ নির্মিত হয়েছে প্রিন্স চার্লস ও লেডি ডায়ানা স্পেন্সারের সম্পর্ক ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে। জেমস গোল্ডস্টোন পরিচালিত এ সিনেমাটি সিবিএস চ্যানেলে প্রচার হয় ১৯৮২ সালে। এতে আমেরিকান অভিনেতা ক্রিস্টোফার লি কাজ করেছেন প্রিন্স ফিলিপের চরিত্রে।
সূত্র: ইন্ডিয়া টাইমস
ডিউক অব এডিনবরা, যাঁকে বিশ্বের বিখ্যাত স্বামী বলা যেতে পারে। গত শুক্রবার তিনি মারা গেছেন ৯৯ বছর বয়সে। ব্রিটিশ রাজপরিবারের অন্দরের ঘটনা নিয়ে অনেক সিনেমা নির্মিত হয়েছে। বেশকিছু টিভি ও ওয়েব সিরিজেও উঠে এসেছে রাজপরিবারের গল্প। ওইসব সিনেমা ও সিরিজে প্রিন্স ফিলিপের চরিত্রে অনেকেই অভিনয় করেছেন। তেমন পাঁচজন অভিনেতা, যারা পর্দায় প্রিন্স ফিলিপ হয়েছেন, তাঁদেরকে নিয়ে এ আয়োজন।
তরুণ সম্রাটের চরিত্রে অভিনয় করে ব্রিটিশ অভিনেতা ফিন এলিয়ট ভীষণ আলোচিত। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ক্রাউন’–এ তিনি ছিলেন স্কুলগামী প্রিন্স ফিলিপের ভূমিকায়। সিরিজে এলিয়টের অভিনয় শুধু সমালোচকদের কাছেই প্রশংসিত হয়েছে তা নয়। প্রিন্সের তরুণ বয়সের সংকটগুলো খুব দারুণভাবে ফুটিয়ে তোলার জন্য সাধারণ দর্শকদের কাছেও পরিচিত হংকংয়ে জন্ম নেওয়া এ অভিনেতা।
প্রিন্স ফিলিপের চরিত্রে অনেকই কাজ করেছেন, কিন্তু ব্রিটিশ অভিনেতা ম্যাট স্মিথের মতো এতো দারুণভাবে ‘ডিউক অব এডিনবরা’–কে তুলে আনতে পারেনি কেউ। প্রশংসিত সিরিজ ‘দ্য ক্রাউন’–এ তিনি ছিলেন যুবক বয়সের প্রিন্স ফিলিপ। এ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ম্যাট স্মিথ এখনও আলোচিত।
নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ক্রাউন’–এ প্রিন্স ফিলিপের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজে তাঁর উপস্থিতির প্রথমদিকে ওয়েলসের অভিনেতা জনাথন ছিলেন প্রধান ধর্মগুরু পোপের ভূমিকায়। কয়েকমাসের ব্যবধানে তিনিই হয়ে ওঠেন প্রিন্স ফিলিপ। এ ভূমিকায় তাঁকে দেখা যাবে সিরিজের ষষ্ঠ সিজনে।
প্রিন্স ফিলিপের চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা জেমস ক্রমওয়েল। ২০০৬ সালের সিনেমা ‘দ্য কুইন’–এ তাঁর অনবদ্য উপস্থিতি প্রিন্সের চরিত্রকে অনেকটা বিশ্বাসযোগ্য করে তুলেছে। এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন হেলেন মিরেন। ছবিটি ছয়টি বিভাগে অস্কারে মনোনয়ন পায়।
আমেরিকান টিভি সিনেমা ‘চার্লস অ্যান্ড ডায়ানা: আ রয়েল লাভস্টোরি’ নির্মিত হয়েছে প্রিন্স চার্লস ও লেডি ডায়ানা স্পেন্সারের সম্পর্ক ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে। জেমস গোল্ডস্টোন পরিচালিত এ সিনেমাটি সিবিএস চ্যানেলে প্রচার হয় ১৯৮২ সালে। এতে আমেরিকান অভিনেতা ক্রিস্টোফার লি কাজ করেছেন প্রিন্স ফিলিপের চরিত্রে।
সূত্র: ইন্ডিয়া টাইমস
দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে মুহাম্মদ কাইউম বানিয়েছিলেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। প্রায় পাঁচ বছর ধরে নির্মাণের পর ২০২২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হয়েছিল সিনেমাটি।
২ ঘণ্টা আগে২০২১ সালে দেহদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। সে বছর ২২ সেপ্টেম্বর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর করার সময়ের ছবি শেয়ার করে এ তথ্য নিজেই নিশ্চিত করেছিলেন কবীর সুমন।
২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য জেনি। এ দলের আরেক সদস্য রোজির মতো জেনিও দলীয় কার্যক্রমের পাশাপাশি মন দিয়েছেন একক ক্যারিয়ারে। নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন একক গান।
২ ঘণ্টা আগেডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান...
২ ঘণ্টা আগে