Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় আহত মিস ভেনেজুয়েলা আরিয়ানার মৃত্যু

বিনোদন ডেস্ক
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৬: ৩৯
সড়ক দুর্ঘটনায় আহত মিস ভেনেজুয়েলা আরিয়ানার মৃত্যু

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকার কয়েক সপ্তাহ পর মারা গেলেন মিস ভেনেজুয়েলা আরিয়ানা ভিয়েরা। মাত্র ২৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই ভেনেজুয়েলার সুন্দরী। তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পোস্ট।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, গত ১৩ জুলাই অরল্যান্ডোতে একটি ট্রাকের সঙ্গে মিস ভিয়েরার গাড়ির মারাত্মক সংঘর্ষ হয়। তখনই লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন তিনি। তখন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

দুর্ঘটনার ১০ দিন পর মিস ভেনেজুয়েলার মা ভিভিয়ান ওচোয়া একটি আন্তর্জাতিক টেলিভিশনকে জানান, গাড়ি চালানোর সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন আরিয়ানা। এরপর একটি লেকের ধারে তার গাড়ির সঙ্গে লরির মারাত্মক সংঘর্ষ ঘটে। স্থানীয় বাসিন্দারা আরিয়ানাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালেও আর সুস্থ হয়ে ফেরা হলো না তার।

‘মিস ভেনেজুয়েলা’ আরিয়ানা ভিয়েরা। ছবি: ইনস্টাগ্রামআগামী অক্টোবরে ডোমিনিকান রিপাবলিকের ২০২৩-এর মিস লাতিন আমেরিকায় নিজের দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল আরিয়ানার; কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

ভিয়েরার মৃত্যু সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ মাত্র দুই মাস আগেই নিজের শেষকৃত্য সম্পর্কে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। যেখানে এই মডেল লিখেছিলেন-আমার ভবিষ্যৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিজেকে রেকর্ড করে রাখছি।

পেশাগত জীবনে রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতেন ভিয়েরা। এ ছাড়া মিস ভেনেজুয়েলা তার প্রতিদিনের জীবনযাপনের ব্লগ শেয়ার করতেন সামাজিক মাধ্যমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত