১৮ আগস্ট মুক্তি পাচ্ছে ‘আম-কাঁঠালের ছুটি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ২১: ১৭

আগামী ১৮ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শিশুতোষ সিনেমা আম কাঁঠালের ছুটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে আম-কাঁঠালের ছুটি।

গত শতাব্দীর সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন তাঁরা তাঁদের সেই বয়সের যাপিত জীবনকে নস্টালজিক আবহে তৈরি এই চলচ্চিত্রে দেখতে পাবেন বলে মনে করেন নির্মাতা। আজ থেকে সিনেমাটির প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।

সিনেমাটির আন্তর্জাতিক সংস্করণের নামকরণ করা হয়েছে সামার হলিডে। নির্মাতা মনে করছেন, সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন তারা নিজেদের খুঁজে পাবেন এ সিনেমায়।

প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ রচনা, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নূরুজ্জামান নিজেই। এই সিনেমার প্রধান সহকারী পরিচালক ছিলেন ‘আদিম’ খ্যাত নির্মাতা যুবরাজ শামীম।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবায়ের, লিয়ন, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা এবং কামরুজ্জামান কামরুল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত