বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০১৯ সালের ঘটনা। দুবাইগামী উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন অভিনেত্রী সিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। কমান্ডো অভিযানে মৃত্যু হয় তাঁর। সেই বাস্তব ঘটনা নিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। কয়েকদিন আগে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামিন হক ববি।
জানা গেছে, পর্দায় ববি অভিনয় করবেন সিমলার চরিত্রে। তবে এ নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সিমলা। ছবিটি নির্মিত হলে অনেক ভুল-ভ্রান্তি হওয়ার আশঙ্কা জানিয়ে অভিনেত্রী অনুরোধ করেছেন ‘ময়ূরপঙ্খী’ না বানানোর।
সিমলা বলেন, ‘ছবিটি নির্মাণের বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। ঘটনাটি স্পর্শকাতর। আর পলাশের সঙ্গে আমার সংসার হয়েছে অল্প কয়দিন। সেই সামান্য ঘটনায় আমাকে জড়িয়ে ছবি বানালে অনেক ভুল-ভ্রান্তির আশঙ্কা আছে। আমি নির্মাতাকে অনুরোধ করব ছবিটি না বানাতে। আমি জীবনের এই কালো অধ্যায়টা ভুলে যেতে চাই।’
‘ময়ূরপঙ্খী’ ছবিটি প্রযোজনা করছেন আরেক নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন। তাঁকে আগে থেকেই চেনেন সিমলা। অভিনেত্রী তাই বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন প্রযোজককে, যাতে এ স্পর্শকাতর বিষয়টি নিয়ে ছবি না বানানো হয়। সিমলা বলেন, ‘ছবির প্রযোজক আমার পূর্বপরিচিত। আশা করছি, তিনি বিষয়টি বুঝবেন।’
১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের শুরু করেন সিমলা। এই ছবিতে অভিনয় করে সবার প্রশংসা কুড়ান তিনি। ওই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
অভিনয়জীবনের শুরুতে সিমলা একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হন। ‘ম্যাডাম ফুলি’ ছাড়া বাকি দুটো ছবি হচ্ছে ‘পাগলা ঘণ্টা’ ও ‘ভেজা বিড়াল’। এখন পর্যন্ত ৩৫টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সিমলা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।
২০১৯ সালের ঘটনা। দুবাইগামী উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন অভিনেত্রী সিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। কমান্ডো অভিযানে মৃত্যু হয় তাঁর। সেই বাস্তব ঘটনা নিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। কয়েকদিন আগে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামিন হক ববি।
জানা গেছে, পর্দায় ববি অভিনয় করবেন সিমলার চরিত্রে। তবে এ নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সিমলা। ছবিটি নির্মিত হলে অনেক ভুল-ভ্রান্তি হওয়ার আশঙ্কা জানিয়ে অভিনেত্রী অনুরোধ করেছেন ‘ময়ূরপঙ্খী’ না বানানোর।
সিমলা বলেন, ‘ছবিটি নির্মাণের বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। ঘটনাটি স্পর্শকাতর। আর পলাশের সঙ্গে আমার সংসার হয়েছে অল্প কয়দিন। সেই সামান্য ঘটনায় আমাকে জড়িয়ে ছবি বানালে অনেক ভুল-ভ্রান্তির আশঙ্কা আছে। আমি নির্মাতাকে অনুরোধ করব ছবিটি না বানাতে। আমি জীবনের এই কালো অধ্যায়টা ভুলে যেতে চাই।’
‘ময়ূরপঙ্খী’ ছবিটি প্রযোজনা করছেন আরেক নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন। তাঁকে আগে থেকেই চেনেন সিমলা। অভিনেত্রী তাই বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন প্রযোজককে, যাতে এ স্পর্শকাতর বিষয়টি নিয়ে ছবি না বানানো হয়। সিমলা বলেন, ‘ছবির প্রযোজক আমার পূর্বপরিচিত। আশা করছি, তিনি বিষয়টি বুঝবেন।’
১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের শুরু করেন সিমলা। এই ছবিতে অভিনয় করে সবার প্রশংসা কুড়ান তিনি। ওই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
অভিনয়জীবনের শুরুতে সিমলা একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হন। ‘ম্যাডাম ফুলি’ ছাড়া বাকি দুটো ছবি হচ্ছে ‘পাগলা ঘণ্টা’ ও ‘ভেজা বিড়াল’। এখন পর্যন্ত ৩৫টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সিমলা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।
২০০৩ সালে ‘বেনসন অ্যান্ড হেজেস’ আয়োজিত রিয়্যালিটি শো’ দিয়ে সংগীতাঙ্গনে পথচলা শুরু হয়েছিল সংগীতশিল্পী রাশেদের। এরপর ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় মৌলিক গানের পর্বে ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গানটি গেয়ে পরিচিতি পান তিনি।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড সেইলর তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের জনপ্রিয় তারকা জুটি সিয়াম আহমেদ এবং বিদ্যা সিনহা মিমকে চুক্তিবদ্ধ করেছে। সম্প্রতি এক জমকালো আয়োজনের মাধ্যমে এ ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে সেইলরের প্রধান পরিচালন কর্মকর্তা রেজাউল কবির এবং ইপিলিয়ন গ্রুপের পরিচালকবৃন
১২ ঘণ্টা আগেঅভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে অনলাইনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনের মধ্যে অভিনেত্রী দুবাইয়ে ‘গ্লোবাল উইমেনস ফোরামে’ অংশ নেন। এই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও এবং ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি বাদ দেওয়া...
১৮ ঘণ্টা আগেসম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।
১ দিন আগে