বিনোদন প্রতিবেদক, ঢাকা
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে ‘নকশীকাঁথার জমিন’ নামের সিনেমা বানিয়েছেন আকরাম খান। একাত্তরে প্রান্তিক দুই নারীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি মুক্তি পায় গত ২৭ ডিসেম্বর। এবার সব শ্রেণির নারীদের জন্য আয়োজন করা হয়েছে সিনেমার বিশেষ প্রদর্শনীর।
আজ রাজধানীর বসুন্ধরা সিটির শপিং মলের স্টার সিনেপ্লেক্সে বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে নকশীকাঁথার জমিন সিনেমার এই প্রদর্শনী। বিশেষ প্রদর্শনীর কথা জানিয়ে ফেসবুকে একটি গুগল ফরমের লিংক শেয়ার করেছেন নির্মাতা। যাঁরা এই ফরম পূরণ করবেন, তাঁরা দেখতে পারবেন প্রদর্শনীটি।
নির্মাতা আকরাম খান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নারীর বঞ্চনা, ত্যাগ ও সংগ্রামের আখ্যান চলচ্চিত্রে খুব বেশি উঠে আসেনি। নকশীকাঁথার জমিন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত প্রান্তিক নারীদের বয়ান। বাংলাদেশের নারীদের, বিশেষ করে শ্রমজীবী নারীদের মুক্তির সংগ্রাম এখনো চলছে। নারীদের সংগ্রামকে সম্মান জানিয়ে ও তাঁদের অনুপ্রাণিত করতে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা।’
নকশীকাঁথার জমিন সিনেমার গল্পে দেখা যাবে, দুই বোন রাহেলা ও সালেহার বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেয় রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালী অংশ নেয় মুক্তিবাহিনীতে। অন্যদিকে, সবর যোগ দেয় মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখায় রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই মতবিরোধ আর দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প ফুটে উঠেছে এই সিনেমায়।
দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে আছেন ইরেশ যাকের ও রওনক হাসান। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে ‘নকশীকাঁথার জমিন’ নামের সিনেমা বানিয়েছেন আকরাম খান। একাত্তরে প্রান্তিক দুই নারীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি মুক্তি পায় গত ২৭ ডিসেম্বর। এবার সব শ্রেণির নারীদের জন্য আয়োজন করা হয়েছে সিনেমার বিশেষ প্রদর্শনীর।
আজ রাজধানীর বসুন্ধরা সিটির শপিং মলের স্টার সিনেপ্লেক্সে বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে নকশীকাঁথার জমিন সিনেমার এই প্রদর্শনী। বিশেষ প্রদর্শনীর কথা জানিয়ে ফেসবুকে একটি গুগল ফরমের লিংক শেয়ার করেছেন নির্মাতা। যাঁরা এই ফরম পূরণ করবেন, তাঁরা দেখতে পারবেন প্রদর্শনীটি।
নির্মাতা আকরাম খান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নারীর বঞ্চনা, ত্যাগ ও সংগ্রামের আখ্যান চলচ্চিত্রে খুব বেশি উঠে আসেনি। নকশীকাঁথার জমিন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত প্রান্তিক নারীদের বয়ান। বাংলাদেশের নারীদের, বিশেষ করে শ্রমজীবী নারীদের মুক্তির সংগ্রাম এখনো চলছে। নারীদের সংগ্রামকে সম্মান জানিয়ে ও তাঁদের অনুপ্রাণিত করতে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা।’
নকশীকাঁথার জমিন সিনেমার গল্পে দেখা যাবে, দুই বোন রাহেলা ও সালেহার বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেয় রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালী অংশ নেয় মুক্তিবাহিনীতে। অন্যদিকে, সবর যোগ দেয় মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখায় রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই মতবিরোধ আর দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প ফুটে উঠেছে এই সিনেমায়।
দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে আছেন ইরেশ যাকের ও রওনক হাসান। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।
রোববার রাতে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র। রাজধানীর একটি হাসপাতালে জীবনের শেষ ১৪টি দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন তিনি। প্রিয়জনদের কাঁদিয়ে চলে গেলেন ওপারে। ১৯৪১ সালের ১৮ আগস্ট চাঁদপুরের নতুন বাজারের গুয়াখোলায় মামাবাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র।
১৫ ঘণ্টা আগেতাহসানের বিয়ে নিয়ে আলোচনা এখনো তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ মিলছে। গায়ক তাহসান ও তাঁর নতুন জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন—হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা দম্পতি।
১৫ ঘণ্টা আগেপ্রথমবার ওটিটি কনটেন্টে অভিনয় করলেন সুমাইয়া শিমু ও ইসলাম উদ্দিন পালাকার। নুহাশ হুমায়ূন পরিচালিত ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে দেখা যাবে তাঁদের অভিনয়। এই পর্ব দিয়েই শেষ হচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন। চরকিতে প্রচারিত সিরিজটির গল্প রচনা করছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।
১৬ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট, এমিলিয়া পেরেজ ও শোগান—৮২তম গোল্ডেন গ্লোবসের মঞ্চে এ তিনটি নামই বারবার উচ্চারিত হলো। বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া শুরু হয়।
১৬ ঘণ্টা আগে