বিনোদন ডেস্ক
অনেক নায়িকাই এখন জিতের বিপরীতে কাজ করতে অনিচ্ছুক। এর কারণ নায়কপ্রধান ছবি, যেখানে নায়িকার কিছুই করার থাকে না। গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, কিছুই যদি করার না থাকে, তাহলে নায়িকার প্রয়োজন কী? প্রসঙ্গতই উঠে এসেছে জিতের নতুন ছবি ‘রাবণ’-এর উদাহরণ।
সম্প্রতি জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ থেকে শুটিং শুরু হয়েছে নতুন ছবি ‘রাবণ’। এরই মধ্যে ছবির কাস্টিং ঘোষণা হয়েছে। জিতের বিপরীতে আছেন তনুশ্রী চক্রবর্তী ও লহমা ভট্টাচার্য। ছবির পরিচালক এম এন
রাজ জানিয়েছেন এটাই নাকি পারফেক্ট কাস্টিং।
ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। আর এই নামটা শুনেই অনেকে প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে জিতের ক্যাম্পে কীভাবে ঢুকে পড়লেন তনুশ্রী? জিৎ সাধারণত জনপ্রিয় নায়িকা কিংবা একেবারেই নতুন কারও সঙ্গে কাজ করতে পছন্দ করেন। সেখানে তনুশ্রী এখন সেভাবে কোনো কাজ করছেন না। তনুশ্রী কলকাতা ইন্ডাস্ট্রির বড় নায়িকাও নন। তবে কেন তনুশ্রী? এর উত্তর খুঁজতে জানতে হবে পেছনের গল্প।
এ ছবির জন্য নাকি জিতের ভাবনায় চারজন নায়িকা ছিলেন। তাঁরা সবাই নানা অজুহাত দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাধ্য হয়েই তনুশ্রীকে নেওয়া। নায়িকারা কেন ফিরিয়ে দিয়েছেন জিতের প্রস্তাব—সেই রহস্য ঘাঁটতে গিয়ে জানা গেল, জিতের ছবিতে নায়িকাদের শুধুই প্রপ হিসেবে ব্যবহার করা হয়। এমনকি শুটিংয়ের পর সম্পাদনার টেবিলে নায়িকাদের দৃশ্যও নাকি কেটে দেওয়া হয়, যাতে ছবিজুড়ে শুধুই জিৎ থাকেন। আর এ কারণেই জিতের ছবির নায়িকা হওয়ার আগ্রহ হারিয়েছেন নায়িকারা।
জিতের শেষ ছবি ‘বাজি’-তেও দেখা গেছে, মিমির প্রায় কিছুই করার ছিল না। তাই এককালে যে নায়িকারা জিতের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন, তাঁরাই জিতের সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছেন।
অনেক নায়িকাই এখন জিতের বিপরীতে কাজ করতে অনিচ্ছুক। এর কারণ নায়কপ্রধান ছবি, যেখানে নায়িকার কিছুই করার থাকে না। গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, কিছুই যদি করার না থাকে, তাহলে নায়িকার প্রয়োজন কী? প্রসঙ্গতই উঠে এসেছে জিতের নতুন ছবি ‘রাবণ’-এর উদাহরণ।
সম্প্রতি জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ থেকে শুটিং শুরু হয়েছে নতুন ছবি ‘রাবণ’। এরই মধ্যে ছবির কাস্টিং ঘোষণা হয়েছে। জিতের বিপরীতে আছেন তনুশ্রী চক্রবর্তী ও লহমা ভট্টাচার্য। ছবির পরিচালক এম এন
রাজ জানিয়েছেন এটাই নাকি পারফেক্ট কাস্টিং।
ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। আর এই নামটা শুনেই অনেকে প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে জিতের ক্যাম্পে কীভাবে ঢুকে পড়লেন তনুশ্রী? জিৎ সাধারণত জনপ্রিয় নায়িকা কিংবা একেবারেই নতুন কারও সঙ্গে কাজ করতে পছন্দ করেন। সেখানে তনুশ্রী এখন সেভাবে কোনো কাজ করছেন না। তনুশ্রী কলকাতা ইন্ডাস্ট্রির বড় নায়িকাও নন। তবে কেন তনুশ্রী? এর উত্তর খুঁজতে জানতে হবে পেছনের গল্প।
এ ছবির জন্য নাকি জিতের ভাবনায় চারজন নায়িকা ছিলেন। তাঁরা সবাই নানা অজুহাত দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাধ্য হয়েই তনুশ্রীকে নেওয়া। নায়িকারা কেন ফিরিয়ে দিয়েছেন জিতের প্রস্তাব—সেই রহস্য ঘাঁটতে গিয়ে জানা গেল, জিতের ছবিতে নায়িকাদের শুধুই প্রপ হিসেবে ব্যবহার করা হয়। এমনকি শুটিংয়ের পর সম্পাদনার টেবিলে নায়িকাদের দৃশ্যও নাকি কেটে দেওয়া হয়, যাতে ছবিজুড়ে শুধুই জিৎ থাকেন। আর এ কারণেই জিতের ছবির নায়িকা হওয়ার আগ্রহ হারিয়েছেন নায়িকারা।
জিতের শেষ ছবি ‘বাজি’-তেও দেখা গেছে, মিমির প্রায় কিছুই করার ছিল না। তাই এককালে যে নায়িকারা জিতের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন, তাঁরাই জিতের সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছেন।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৬ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৬ ঘণ্টা আগে