বিনোদন ডেস্ক
অনেক নায়িকাই এখন জিতের বিপরীতে কাজ করতে অনিচ্ছুক। এর কারণ নায়কপ্রধান ছবি, যেখানে নায়িকার কিছুই করার থাকে না। গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, কিছুই যদি করার না থাকে, তাহলে নায়িকার প্রয়োজন কী? প্রসঙ্গতই উঠে এসেছে জিতের নতুন ছবি ‘রাবণ’-এর উদাহরণ।
সম্প্রতি জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ থেকে শুটিং শুরু হয়েছে নতুন ছবি ‘রাবণ’। এরই মধ্যে ছবির কাস্টিং ঘোষণা হয়েছে। জিতের বিপরীতে আছেন তনুশ্রী চক্রবর্তী ও লহমা ভট্টাচার্য। ছবির পরিচালক এম এন
রাজ জানিয়েছেন এটাই নাকি পারফেক্ট কাস্টিং।
ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। আর এই নামটা শুনেই অনেকে প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে জিতের ক্যাম্পে কীভাবে ঢুকে পড়লেন তনুশ্রী? জিৎ সাধারণত জনপ্রিয় নায়িকা কিংবা একেবারেই নতুন কারও সঙ্গে কাজ করতে পছন্দ করেন। সেখানে তনুশ্রী এখন সেভাবে কোনো কাজ করছেন না। তনুশ্রী কলকাতা ইন্ডাস্ট্রির বড় নায়িকাও নন। তবে কেন তনুশ্রী? এর উত্তর খুঁজতে জানতে হবে পেছনের গল্প।
এ ছবির জন্য নাকি জিতের ভাবনায় চারজন নায়িকা ছিলেন। তাঁরা সবাই নানা অজুহাত দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাধ্য হয়েই তনুশ্রীকে নেওয়া। নায়িকারা কেন ফিরিয়ে দিয়েছেন জিতের প্রস্তাব—সেই রহস্য ঘাঁটতে গিয়ে জানা গেল, জিতের ছবিতে নায়িকাদের শুধুই প্রপ হিসেবে ব্যবহার করা হয়। এমনকি শুটিংয়ের পর সম্পাদনার টেবিলে নায়িকাদের দৃশ্যও নাকি কেটে দেওয়া হয়, যাতে ছবিজুড়ে শুধুই জিৎ থাকেন। আর এ কারণেই জিতের ছবির নায়িকা হওয়ার আগ্রহ হারিয়েছেন নায়িকারা।
জিতের শেষ ছবি ‘বাজি’-তেও দেখা গেছে, মিমির প্রায় কিছুই করার ছিল না। তাই এককালে যে নায়িকারা জিতের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন, তাঁরাই জিতের সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছেন।
অনেক নায়িকাই এখন জিতের বিপরীতে কাজ করতে অনিচ্ছুক। এর কারণ নায়কপ্রধান ছবি, যেখানে নায়িকার কিছুই করার থাকে না। গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, কিছুই যদি করার না থাকে, তাহলে নায়িকার প্রয়োজন কী? প্রসঙ্গতই উঠে এসেছে জিতের নতুন ছবি ‘রাবণ’-এর উদাহরণ।
সম্প্রতি জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ থেকে শুটিং শুরু হয়েছে নতুন ছবি ‘রাবণ’। এরই মধ্যে ছবির কাস্টিং ঘোষণা হয়েছে। জিতের বিপরীতে আছেন তনুশ্রী চক্রবর্তী ও লহমা ভট্টাচার্য। ছবির পরিচালক এম এন
রাজ জানিয়েছেন এটাই নাকি পারফেক্ট কাস্টিং।
ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। আর এই নামটা শুনেই অনেকে প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে জিতের ক্যাম্পে কীভাবে ঢুকে পড়লেন তনুশ্রী? জিৎ সাধারণত জনপ্রিয় নায়িকা কিংবা একেবারেই নতুন কারও সঙ্গে কাজ করতে পছন্দ করেন। সেখানে তনুশ্রী এখন সেভাবে কোনো কাজ করছেন না। তনুশ্রী কলকাতা ইন্ডাস্ট্রির বড় নায়িকাও নন। তবে কেন তনুশ্রী? এর উত্তর খুঁজতে জানতে হবে পেছনের গল্প।
এ ছবির জন্য নাকি জিতের ভাবনায় চারজন নায়িকা ছিলেন। তাঁরা সবাই নানা অজুহাত দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাধ্য হয়েই তনুশ্রীকে নেওয়া। নায়িকারা কেন ফিরিয়ে দিয়েছেন জিতের প্রস্তাব—সেই রহস্য ঘাঁটতে গিয়ে জানা গেল, জিতের ছবিতে নায়িকাদের শুধুই প্রপ হিসেবে ব্যবহার করা হয়। এমনকি শুটিংয়ের পর সম্পাদনার টেবিলে নায়িকাদের দৃশ্যও নাকি কেটে দেওয়া হয়, যাতে ছবিজুড়ে শুধুই জিৎ থাকেন। আর এ কারণেই জিতের ছবির নায়িকা হওয়ার আগ্রহ হারিয়েছেন নায়িকারা।
জিতের শেষ ছবি ‘বাজি’-তেও দেখা গেছে, মিমির প্রায় কিছুই করার ছিল না। তাই এককালে যে নায়িকারা জিতের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন, তাঁরাই জিতের সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছেন।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৪ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৬ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৯ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১১ ঘণ্টা আগে