বিনোদন ডেস্ক
বাংলা ভাষায় সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। মাঝে মাঝে ঢুঁ দিয়েছেন হিন্দিতেও। ২০১৭ সালে নিজের সিনেমা ‘রাজকাহিনি’ হিন্দিতে রিমেক করেন ‘বেগমজান’ নামে, যাতে অভিনয় করেন বিদ্যা বালান। এরপর ২০২২ সালে তাপসী পান্নুকে নিয়ে ‘সাবাশ মিঠু’ আর পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে বানান ‘শেরদিল’। এর আগে হিন্দি ভাষায় বানিয়েছেন ‘রে’ ওয়েব সিরিজ।
তবে কোনোটিই সেভাবে সাফল্য পায়নি বক্স অফিসে। আবারও সৃজিত পা রাখছেন হিন্দি সিনেমার চত্বরে। তবে এবার ইতিহাস কিংবা ক্রীড়া নয়; সৃজিত ভরসা রেখেছেন গোয়েন্দা কাহিনিতে। বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের অনুপ্রেরণায় নতুন সিনেমার গল্প লিখেছেন তিনি।
শুক্রবার মুক্তি পেল সৃজিতের নতুন সিনেমা ‘শেখর হোম’-এর ফার্স্ট লুক। পাজল আকারে সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেছেন তিনি, যেখানে একাধিক ব্লক পরপর সেজে ধীরে ধীরে ফুটে উঠেছে শার্লক হোমসের মুখ। গায়ে কোট, মাথায় টুপি।
ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘সব ছবিকে একসঙ্গে জুড়লেই বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন।’ সঙ্গে এটাও জানিয়েছেন, শেখর হোম সিনেমাটি তৈরি হচ্ছে স্যার আর্থার কোনাল ডয়েলের লেখার অনুপ্রেরণায়।
কাকে দেখা যাবে শার্লক হিসেবে? ফার্স্ট লুকে দেখা গেল, টালিউডের কোনো অভিনেতাকে নিচ্ছেন না সৃজিত। সৃজিতের শার্লক হোমস হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কে কে মেনন। ওয়াটসনের চরিত্রে দেখা যাবে রণবীর শোরেকে। এ ছাড়া থাকবেন রসিকা দুগাল, কৃতি কুলহারি, দিব্যেন্দু ভট্টাচার্য, ঊষা উত্থুপ, কৌশিক সেন প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পাবে শেখর হোম।
বাংলা ভাষায় সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। মাঝে মাঝে ঢুঁ দিয়েছেন হিন্দিতেও। ২০১৭ সালে নিজের সিনেমা ‘রাজকাহিনি’ হিন্দিতে রিমেক করেন ‘বেগমজান’ নামে, যাতে অভিনয় করেন বিদ্যা বালান। এরপর ২০২২ সালে তাপসী পান্নুকে নিয়ে ‘সাবাশ মিঠু’ আর পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে বানান ‘শেরদিল’। এর আগে হিন্দি ভাষায় বানিয়েছেন ‘রে’ ওয়েব সিরিজ।
তবে কোনোটিই সেভাবে সাফল্য পায়নি বক্স অফিসে। আবারও সৃজিত পা রাখছেন হিন্দি সিনেমার চত্বরে। তবে এবার ইতিহাস কিংবা ক্রীড়া নয়; সৃজিত ভরসা রেখেছেন গোয়েন্দা কাহিনিতে। বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের অনুপ্রেরণায় নতুন সিনেমার গল্প লিখেছেন তিনি।
শুক্রবার মুক্তি পেল সৃজিতের নতুন সিনেমা ‘শেখর হোম’-এর ফার্স্ট লুক। পাজল আকারে সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেছেন তিনি, যেখানে একাধিক ব্লক পরপর সেজে ধীরে ধীরে ফুটে উঠেছে শার্লক হোমসের মুখ। গায়ে কোট, মাথায় টুপি।
ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘সব ছবিকে একসঙ্গে জুড়লেই বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন।’ সঙ্গে এটাও জানিয়েছেন, শেখর হোম সিনেমাটি তৈরি হচ্ছে স্যার আর্থার কোনাল ডয়েলের লেখার অনুপ্রেরণায়।
কাকে দেখা যাবে শার্লক হিসেবে? ফার্স্ট লুকে দেখা গেল, টালিউডের কোনো অভিনেতাকে নিচ্ছেন না সৃজিত। সৃজিতের শার্লক হোমস হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কে কে মেনন। ওয়াটসনের চরিত্রে দেখা যাবে রণবীর শোরেকে। এ ছাড়া থাকবেন রসিকা দুগাল, কৃতি কুলহারি, দিব্যেন্দু ভট্টাচার্য, ঊষা উত্থুপ, কৌশিক সেন প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পাবে শেখর হোম।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৯ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে