Ajker Patrika

মিথিলার স্বপ্নভঙ্গ

বিনোদন প্রতিবেদক
মিথিলার স্বপ্নভঙ্গ

ঢাকা: কথা ছিল ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তানজিয়া জামান মিথিলা। সে অনুযায়ী মূল প্রতিযোগিতার ওয়েবসাইটে উঠেছিল তার নাম। ভোট দেওয়ারও সুযোগ ছিল। কিন্তু মঙ্গলবার (২০ এপ্রিল) মিস ইউনিভার্সের ওয়েবসাইট ঘুরে কোথাও মিথিলার নাম খুঁজে পাওয়া যায়নি।

কেন সরিয়ে দেওয়া হলো মিথিলাকে? দু্ই রকমের কারণ খুঁজে পাওয়া গেছে। ‘সাশ ফ্যাক্টর’ নামের অনলাইন ম্যাগাজিন বলছে, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ তানজিয়া জামান মিথিলাকে ঘিরে অনেক বিতর্ক দেখা যাচ্ছে। অনেক বাংলাদেশি বিউটি প্রেজেন্টরা মিথিলাকে নিয়ে হতাশা ব্যক্ত করেছেন এবং তাকে মূল প্রতিযোগিতার জন্য সাপোর্ট করছেন না। এইজন্যই মিথিলাকে মূলপর্ব থেকে বাদ দেওয়া হয়েছে।’

অন্যদিকে মিস ইউনিভার্স আয়োজনের বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলাম বলেন, ‘লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আমরা এবার মূল আয়োজনে অংশ নিতে পারছি না। সেটা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। যাওয়ার আগে আমাদের বেশ কিছু প্রস্তুতিও নিতে হতো, সেগুলো এই লকডাউনের ভেতরে নেওয়া সম্ভব হচ্ছে না। এটাও অন্যতম কারণ।’

মিথিলা। ছবি: ইন্সটাগ্রামএতকিছুর পর মিস ইউনিভার্স বাংলাদেশে খেতাব পেয়ে মূল প্রতিযোগিতায় অংশ নিতে না পেরে খারাপ লাগছে বলে জানিয়েছেন মিথিলা।

তিনি বলেন, ‘অনেককিছু করার ছিল। কিন্তু পরিস্থিতির কারণে যেতে পারছি না। বেশ খারাপ লাগছে। তবে আমি বিশ্বাস করি, একটা পথ বন্ধ হলেও হাজারটা পথে খুলে যায়। ভবিষ্যতে নিশ্চয়ই অনেক কিছু অপেক্ষা করছে।’ প্রায় পাঁচ হাজার প্রতিযোগী টপকে মিথিলার মাথায় ওঠে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র মুকুট।

আগামী মে তে যুক্তরাষ্ট্রে ৬৯ তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন উদ্বোধন করা হবে। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেওয়ার কথা ছিল মিথিলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত