বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও মানসী প্রকৃতি। ভালোবাসার একটি গল্পে পর্দা ভাগ করতে দেখা যাবে তাঁদের। আদর-প্রকৃতি জুটির সিনেমাটি ‘অগ্নিশিখা’ নামে শুটিং শুরু হলেও নির্মাণকাজ শেষে নাম পরিবর্তন হয়ে এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে যাচ্ছে।
বাপ্পি চৌধুরী ও জাহারা মিতুকে নায়ক-নায়িকা করে ‘যন্ত্রণা’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন অপূর্ব রানা। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হয়। একই বছরের জুনের শেষ সপ্তাহে হয় দ্বিতীয় লটের শুটিংও। এরপর আর এগোতে পারেননি পরিচালক। নানা জটিলতায় দুই বছর ধরে আটকে আছে সিনেমাটি।
একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আরিফুর জামান আরিফ করেছেন ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। মার্চ মাসজুড়ে চলেছে সম্পাদনা, ডাবিং ও অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ। এবার সেন্সরে জমা দেওয়ার পালা। এরই মধ্যে জানা গেল, ‘অগ্নিশিখা’ এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে জমা পড়তে যাচ্ছে। অপূর্ব রানা অনুমতিও দিয়েছেন আরিফকে।
পরিচালক আরিফ জানান, রানা ভাই সিনিয়র নির্মাতা। আমি ‘অগ্নিশিখা’ নামেই সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু প্রযোজক মানতে চাইলেন না। কারণ ‘যন্ত্রণা’ সিনেমাটিও একই প্রযোজক নির্মাণ করছিলেন। তিনি চান ‘অগ্নিশিখা’র বদলে ‘যন্ত্রণা’ নামেই আমার সিনেমাটি মুক্তি পাক। বিষয়টি রানা ভাইয়ের সঙ্গে শেয়ার করি। তিনি জানিয়েছেন, প্রযোজক নাম পরিবর্তন করতে চাইলে তার কোনো আপত্তি নেই। তাই আমি পরিচালক সমিতিতে আবার নাম পরিবর্তন করে নতুনভাবে ‘যন্ত্রণা’ নামে সিনেমাটির নিবন্ধন করেছি। খুব শিগগির সিনেমাটি সেন্সরে জমা দেব।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। তবে নাটকে নিয়মিত কাজ চালিয়ে নেই। চলচ্চিত্রের জন্য নিজেকে এখন পুরোপুরি প্রস্তুত করে মাঠে নেমেছি। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবে।
‘যন্ত্রণা’ সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান চারটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। সংগীতায়োজন করেন রবিন ইসলাম। রোজার ঈদের পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও মানসী প্রকৃতি। ভালোবাসার একটি গল্পে পর্দা ভাগ করতে দেখা যাবে তাঁদের। আদর-প্রকৃতি জুটির সিনেমাটি ‘অগ্নিশিখা’ নামে শুটিং শুরু হলেও নির্মাণকাজ শেষে নাম পরিবর্তন হয়ে এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে যাচ্ছে।
বাপ্পি চৌধুরী ও জাহারা মিতুকে নায়ক-নায়িকা করে ‘যন্ত্রণা’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন অপূর্ব রানা। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হয়। একই বছরের জুনের শেষ সপ্তাহে হয় দ্বিতীয় লটের শুটিংও। এরপর আর এগোতে পারেননি পরিচালক। নানা জটিলতায় দুই বছর ধরে আটকে আছে সিনেমাটি।
একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আরিফুর জামান আরিফ করেছেন ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। মার্চ মাসজুড়ে চলেছে সম্পাদনা, ডাবিং ও অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ। এবার সেন্সরে জমা দেওয়ার পালা। এরই মধ্যে জানা গেল, ‘অগ্নিশিখা’ এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে জমা পড়তে যাচ্ছে। অপূর্ব রানা অনুমতিও দিয়েছেন আরিফকে।
পরিচালক আরিফ জানান, রানা ভাই সিনিয়র নির্মাতা। আমি ‘অগ্নিশিখা’ নামেই সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু প্রযোজক মানতে চাইলেন না। কারণ ‘যন্ত্রণা’ সিনেমাটিও একই প্রযোজক নির্মাণ করছিলেন। তিনি চান ‘অগ্নিশিখা’র বদলে ‘যন্ত্রণা’ নামেই আমার সিনেমাটি মুক্তি পাক। বিষয়টি রানা ভাইয়ের সঙ্গে শেয়ার করি। তিনি জানিয়েছেন, প্রযোজক নাম পরিবর্তন করতে চাইলে তার কোনো আপত্তি নেই। তাই আমি পরিচালক সমিতিতে আবার নাম পরিবর্তন করে নতুনভাবে ‘যন্ত্রণা’ নামে সিনেমাটির নিবন্ধন করেছি। খুব শিগগির সিনেমাটি সেন্সরে জমা দেব।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। তবে নাটকে নিয়মিত কাজ চালিয়ে নেই। চলচ্চিত্রের জন্য নিজেকে এখন পুরোপুরি প্রস্তুত করে মাঠে নেমেছি। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবে।
‘যন্ত্রণা’ সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান চারটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। সংগীতায়োজন করেন রবিন ইসলাম। রোজার ঈদের পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৩ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৫ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৮ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১০ ঘণ্টা আগে