বিনোদন প্রতিবেদক, ঢাকা
নব্বইয়ের দশকের আলোচিত এক হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘মার্ডার ৯০’। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন প্রার্থনা ফারদিন দীঘি ও খাইরুল বাসার। সৈয়দ আশিক রহমানের গল্প ভাবনায় ফিল্মটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
ওয়েব ফিল্মটির গল্প নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘নব্বইয়ের দশকে ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। তবে এখনই সব প্রকাশ করছি না আমরা। চিত্রনাট্যটি পড়ার পর সেই সময়কার পেপার-পত্রিকা ঘেঁটে দেখলাম, বিষয়টি তখন সারা দেশ নাড়া দিয়েছিল। আমাদের চিত্রনাট্যটিও দারুণ হয়েছে। ঠিকঠাকমতো করতে পারলে এটিও আলোচিত হবে।’
একসঙ্গে কাজ না করলেও দীঘির অনেক কাজ দেখেছেন খাইরুল বাসার। সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়ে তাঁর মূল্যায়ন, ‘আগে একসঙ্গে কাজের সুযোগ না হলেও চরকিতে দীঘির ‘শেষ চিঠি’ দেখেছি। বেশ ভালো কাজ করেন তিনি। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, চরিত্রটিতে দীঘিকে মানাবে।’
অন্যদিকে দীঘিরও পছন্দের অভিনেতার তালিকায় রয়েছেন খাইরুল বাসার। তাঁর কথায়, ‘খাইরুল বাসার ভালো কাজ করেন। আগে পরিচয় ছিল, কিন্তু তাঁর সঙ্গে কাজ করা হয়নি। এবার হচ্ছে। ভালো একজন অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে পড়ব কি না, ভেবে কিছুটা ভয়ও পাচ্ছি। তবে প্রত্যাশা থাকবে, কাজের সময় তিনি আমাকে সহযোগিতা করবেন।’
ফিল্মটি নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের শুটিং হবে। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।’
ঈদে আরটিভি প্লাস নামের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে ‘মার্ডার ৯০’। এতে দীঘি, বাসার ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।
নব্বইয়ের দশকের আলোচিত এক হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘মার্ডার ৯০’। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন প্রার্থনা ফারদিন দীঘি ও খাইরুল বাসার। সৈয়দ আশিক রহমানের গল্প ভাবনায় ফিল্মটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
ওয়েব ফিল্মটির গল্প নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘নব্বইয়ের দশকে ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। তবে এখনই সব প্রকাশ করছি না আমরা। চিত্রনাট্যটি পড়ার পর সেই সময়কার পেপার-পত্রিকা ঘেঁটে দেখলাম, বিষয়টি তখন সারা দেশ নাড়া দিয়েছিল। আমাদের চিত্রনাট্যটিও দারুণ হয়েছে। ঠিকঠাকমতো করতে পারলে এটিও আলোচিত হবে।’
একসঙ্গে কাজ না করলেও দীঘির অনেক কাজ দেখেছেন খাইরুল বাসার। সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়ে তাঁর মূল্যায়ন, ‘আগে একসঙ্গে কাজের সুযোগ না হলেও চরকিতে দীঘির ‘শেষ চিঠি’ দেখেছি। বেশ ভালো কাজ করেন তিনি। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, চরিত্রটিতে দীঘিকে মানাবে।’
অন্যদিকে দীঘিরও পছন্দের অভিনেতার তালিকায় রয়েছেন খাইরুল বাসার। তাঁর কথায়, ‘খাইরুল বাসার ভালো কাজ করেন। আগে পরিচয় ছিল, কিন্তু তাঁর সঙ্গে কাজ করা হয়নি। এবার হচ্ছে। ভালো একজন অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে পড়ব কি না, ভেবে কিছুটা ভয়ও পাচ্ছি। তবে প্রত্যাশা থাকবে, কাজের সময় তিনি আমাকে সহযোগিতা করবেন।’
ফিল্মটি নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের শুটিং হবে। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।’
ঈদে আরটিভি প্লাস নামের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে ‘মার্ডার ৯০’। এতে দীঘি, বাসার ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।
সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
১ ঘণ্টা আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
১ ঘণ্টা আগেঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। ১১ জানুয়ারি শুরু হয়েছিল সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। এবার ঢাকা উৎসবে প্রদর্শিত হয়েছে ৭৫ দেশের ২২০টি সিনেমা।
১ ঘণ্টা আগেএখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১৪ ঘণ্টা আগে