বিনোদন ডেস্ক
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এবারই প্রথম কোনো ছবি কান উৎসবে অফিশিয়াল সিলেকশনের আঁ সার্ত্রে রিগায় স্থান পেয়েছে। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি ৭ জুলাই কানে প্রদর্শিত হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছিল। পুরস্কার জেতার প্রত্যাশাটাও তাই দৃঢ় হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি টিম রেহানা মরিয়ম নূরের। খালি হাতেই ফিরতে হলো বাংলাদেশি এই সিনেমা ও তার টিমকে।
উৎসব চলাকালে প্রথম সুসংবাদটি আসে তাহরিমা খান পরিচালিত ‘মুন্নি’ প্রামাণ্যচিত্র থেকে। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের তথ্যচিত্র বিভাগের ‘ডকস ইন প্রগ্রেস'-এ পুরস্কার জিতেছে বাংলাদেশের তথ্যচিত্র ‘মুন্নি’। নির্বাচিত ৩২টি প্রামাণ্যচিত্র প্রকল্পের মধ্যে বাংলাদেশের পেয়েছে ‘থিঙ্ক-ফিল্ম ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’।
উৎসবের ‘লা ফেব্রিক সিনেমা’ বিভাগে নির্বাচিত হয় বাংলাদেশের প্রযোজক-পরিচালক আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজের ‘একা’ নামের সিনেমা। কান থেকে খবর আসে সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন গ্যাংস অব ওয়াসিপুর, সেক্রেড গেমসখ্যাত ভারতীয় পরিচালক অনুরাগ কাশ্যপ। সিনেমাটির সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
সম্মাননা পেয়েছেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। আয়োজক দেশ ফ্রান্সসহ বিশ্বের নানা দেশের মডেলরা অংশ নিয়েছেন কানের উৎসবে। এটি ছিল উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত একটি প্রতিযোগিতা। তাদের মধ্য থেকে টপ মডেলের অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিয়তি।
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এবারই প্রথম কোনো ছবি কান উৎসবে অফিশিয়াল সিলেকশনের আঁ সার্ত্রে রিগায় স্থান পেয়েছে। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি ৭ জুলাই কানে প্রদর্শিত হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছিল। পুরস্কার জেতার প্রত্যাশাটাও তাই দৃঢ় হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি টিম রেহানা মরিয়ম নূরের। খালি হাতেই ফিরতে হলো বাংলাদেশি এই সিনেমা ও তার টিমকে।
উৎসব চলাকালে প্রথম সুসংবাদটি আসে তাহরিমা খান পরিচালিত ‘মুন্নি’ প্রামাণ্যচিত্র থেকে। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের তথ্যচিত্র বিভাগের ‘ডকস ইন প্রগ্রেস'-এ পুরস্কার জিতেছে বাংলাদেশের তথ্যচিত্র ‘মুন্নি’। নির্বাচিত ৩২টি প্রামাণ্যচিত্র প্রকল্পের মধ্যে বাংলাদেশের পেয়েছে ‘থিঙ্ক-ফিল্ম ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’।
উৎসবের ‘লা ফেব্রিক সিনেমা’ বিভাগে নির্বাচিত হয় বাংলাদেশের প্রযোজক-পরিচালক আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজের ‘একা’ নামের সিনেমা। কান থেকে খবর আসে সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন গ্যাংস অব ওয়াসিপুর, সেক্রেড গেমসখ্যাত ভারতীয় পরিচালক অনুরাগ কাশ্যপ। সিনেমাটির সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
সম্মাননা পেয়েছেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। আয়োজক দেশ ফ্রান্সসহ বিশ্বের নানা দেশের মডেলরা অংশ নিয়েছেন কানের উৎসবে। এটি ছিল উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত একটি প্রতিযোগিতা। তাদের মধ্য থেকে টপ মডেলের অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিয়তি।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৫ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৬ ঘণ্টা আগে