বিনোদন প্রতিবেদক, ঢাকা
পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় প্রায়ই বাংলাদেশের শিল্পীদের অভিনয়ের খবর শোনা যায়। এখানকার নাটক-সিনেমায়ও অভিনয় করেন কলকাতার শিল্পীরা। গানের ক্ষেত্রেও দুই বাংলার এই আদান প্রদান চোখে পড়ে। তবে অভিনয়শিল্পীদের তুলনায় ওপারে কম সুযোগ পান এপারের সংগীতশিল্পীরা। সাম্প্রতিক সময়ে কয়েকজন শিল্পীর কণ্ঠ শোনা গেছে টালিউডের সিনেমায়। এ তালিকায় যুক্ত হলেন মিনার রহমান। বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পী কণ্ঠ দিয়েছেন রাজ চক্রবর্তীর ‘বাবলি’ সিনেমায়।
বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাজ। এতে প্রথমবার জুটি বেঁধেছেন আবীর চট্টোপাধ্যায় ও শুভশ্রী গাঙ্গুলি। আগামীকাল শনিবার প্রকাশ পাবে মিনার রহমানের গাওয়া বাবলি সিনেমার প্রথম গান ‘ডুবে আছি’।
আজ শুক্রবার গানটি মুক্তির আগের দিন আবীর ও শুভশ্রী হাজির হয়েছেন ভিডিওবার্তা নিয়ে। সেখানেই তাঁরা জানিয়েছেন, সবাইকে ভালোবাসায় ডুবাতে মিনার রহমানের কণ্ঠে আসছে ‘বাবলি’ সিনেমার প্রথম গান ‘ডুবে আছি’।
আবীর ও শুভশ্রীর ভিডিওবার্তাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন মিনার।
ক্যাপশনে লিখেছেন, ‘বাবলি সিনেমার জন্য আমার গাওয়া নতুন গান ডুবে আছি আসছে আগামীকাল। গানটি সুর করেছেন ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত। লিখেছেন সুব্রত বারিষওয়ালা। আশা করি, আপনাদের সবার গানটি খুব ভালো লাগবে। দুই বাংলা জুড়ে আমার ভক্তদের জানাই অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থাকবেন।’
এর আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় দেখা গিয়েছিল আবীরকে। দীর্ঘ ৮ বছর পর বাবলি দিয়ে আবার রাজের পরিচালনায় ফিরেছেন অভিনেতা। অন্যদিকে স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’-মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী।
পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় প্রায়ই বাংলাদেশের শিল্পীদের অভিনয়ের খবর শোনা যায়। এখানকার নাটক-সিনেমায়ও অভিনয় করেন কলকাতার শিল্পীরা। গানের ক্ষেত্রেও দুই বাংলার এই আদান প্রদান চোখে পড়ে। তবে অভিনয়শিল্পীদের তুলনায় ওপারে কম সুযোগ পান এপারের সংগীতশিল্পীরা। সাম্প্রতিক সময়ে কয়েকজন শিল্পীর কণ্ঠ শোনা গেছে টালিউডের সিনেমায়। এ তালিকায় যুক্ত হলেন মিনার রহমান। বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পী কণ্ঠ দিয়েছেন রাজ চক্রবর্তীর ‘বাবলি’ সিনেমায়।
বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাজ। এতে প্রথমবার জুটি বেঁধেছেন আবীর চট্টোপাধ্যায় ও শুভশ্রী গাঙ্গুলি। আগামীকাল শনিবার প্রকাশ পাবে মিনার রহমানের গাওয়া বাবলি সিনেমার প্রথম গান ‘ডুবে আছি’।
আজ শুক্রবার গানটি মুক্তির আগের দিন আবীর ও শুভশ্রী হাজির হয়েছেন ভিডিওবার্তা নিয়ে। সেখানেই তাঁরা জানিয়েছেন, সবাইকে ভালোবাসায় ডুবাতে মিনার রহমানের কণ্ঠে আসছে ‘বাবলি’ সিনেমার প্রথম গান ‘ডুবে আছি’।
আবীর ও শুভশ্রীর ভিডিওবার্তাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন মিনার।
ক্যাপশনে লিখেছেন, ‘বাবলি সিনেমার জন্য আমার গাওয়া নতুন গান ডুবে আছি আসছে আগামীকাল। গানটি সুর করেছেন ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত। লিখেছেন সুব্রত বারিষওয়ালা। আশা করি, আপনাদের সবার গানটি খুব ভালো লাগবে। দুই বাংলা জুড়ে আমার ভক্তদের জানাই অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থাকবেন।’
এর আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় দেখা গিয়েছিল আবীরকে। দীর্ঘ ৮ বছর পর বাবলি দিয়ে আবার রাজের পরিচালনায় ফিরেছেন অভিনেতা। অন্যদিকে স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’-মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১০ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১২ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৪ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৪ ঘণ্টা আগে