বিনোদন ডেস্ক
টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে ‘মানুষ’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার। জিৎ প্রযোজিত সিনেমাটির প্রথম ঝলক মুক্তি পেয়েছে আজ শনিবার। ছবির টিজারের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য, আছে অপরাধের গন্ধ।
টিজারের নেপথ্যে জিতকে বলতে শোনা যায়, ‘আমি টাকা নয়, মানুষ গুনি।’ আবার তিনিই পর মুহূর্তে বলেন, ‘মানুষকে বিশ্বাস করা যায় না। আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ।’
আসলে তিনি কে, হিরো নাকি খলনায়ক! প্রথম ঝলকে সেটা মোটেই স্পষ্ট নয়। কিন্তু পুরো টিজারে স্পষ্ট এটি একটি ক্রাইম থ্রিলার, যেখানে মারপিট থেকে অপরাধ, খুন থেকে অর্থের লোভ সবটাই আছে।
অভিনেতা জিতু কমলও টিজারে নজর কেড়েছেন। কারাবন্দী অবস্থায় দেখা গেছে তাকে। অপরাজিতা সিনেমায় সত্যজিতের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি, এবার তাঁর দ্বিতীয় সিনেমাতে ধরা দিলেন একেবারে অন্য অবতারে। এ ছাড়া টিজারে বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে দেখা গেছে।
জিৎ ফিল্ম ওয়ার্কস প্রযোজিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে অর্থাৎ নভেম্বরে। এর আগে মুক্তি পেল সিনেমাটির টিজার। টান টান রুদ্ধশ্বাসে ভরপুর এই ছবির ঝলক বড় কিছুর যে ইঙ্গিত দিল সেটা স্পষ্ট।
‘যে শহরে টাকা ওড়ে’, ‘পলিটিকস’, ‘অপরূপা’, ‘শিকল’সহ অসংখ্য নাটক বানিয়ে পরিচিতি পান সঞ্জয়। তাঁর বানানো বেশ কিছু ওয়েব কনটেন্টও উপভোগ করেছেন দর্শক। এই প্রথম তিনি নাম লেখালেন সিনেমায়।
টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে ‘মানুষ’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার। জিৎ প্রযোজিত সিনেমাটির প্রথম ঝলক মুক্তি পেয়েছে আজ শনিবার। ছবির টিজারের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য, আছে অপরাধের গন্ধ।
টিজারের নেপথ্যে জিতকে বলতে শোনা যায়, ‘আমি টাকা নয়, মানুষ গুনি।’ আবার তিনিই পর মুহূর্তে বলেন, ‘মানুষকে বিশ্বাস করা যায় না। আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ।’
আসলে তিনি কে, হিরো নাকি খলনায়ক! প্রথম ঝলকে সেটা মোটেই স্পষ্ট নয়। কিন্তু পুরো টিজারে স্পষ্ট এটি একটি ক্রাইম থ্রিলার, যেখানে মারপিট থেকে অপরাধ, খুন থেকে অর্থের লোভ সবটাই আছে।
অভিনেতা জিতু কমলও টিজারে নজর কেড়েছেন। কারাবন্দী অবস্থায় দেখা গেছে তাকে। অপরাজিতা সিনেমায় সত্যজিতের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি, এবার তাঁর দ্বিতীয় সিনেমাতে ধরা দিলেন একেবারে অন্য অবতারে। এ ছাড়া টিজারে বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে দেখা গেছে।
জিৎ ফিল্ম ওয়ার্কস প্রযোজিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে অর্থাৎ নভেম্বরে। এর আগে মুক্তি পেল সিনেমাটির টিজার। টান টান রুদ্ধশ্বাসে ভরপুর এই ছবির ঝলক বড় কিছুর যে ইঙ্গিত দিল সেটা স্পষ্ট।
‘যে শহরে টাকা ওড়ে’, ‘পলিটিকস’, ‘অপরূপা’, ‘শিকল’সহ অসংখ্য নাটক বানিয়ে পরিচিতি পান সঞ্জয়। তাঁর বানানো বেশ কিছু ওয়েব কনটেন্টও উপভোগ করেছেন দর্শক। এই প্রথম তিনি নাম লেখালেন সিনেমায়।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১০ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১২ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৪ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৪ ঘণ্টা আগে