বিনোদন প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। একই সঙ্গে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা সিমন হাসান একার সদস্যপদও স্থগিত ঘোষণা করেছেন সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, ডিপজল, রুবেল, অঞ্জনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আলেকজান্ডার বো প্রমুখ।
সংবাদ সম্মেলনে মিশা বলেন, ‘পরীমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পীসমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। এ ছাড়া পরীর বিষয়ে মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমণির সদস্যপদ স্থগিত করেছি। আজ কেবিনেট মিটিংয়ে সব সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে: ‘কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো কাজে লিপ্ত হন, সঙ্গে সঙ্গে তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। তবে আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হলে সদস্যপদ ফিরে পাবেন। যদি দোষী সাব্যস্ত হন, সে ক্ষেত্রে আজীবনের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারাবেন।’
পরীমণির বিরুদ্ধে সবে মামলা হলো। এখনই সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত কেন? এমন প্রশ্নের উত্তরে মিশা বলেন, ‘আমাদের অবজারভেশন থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। তাঁর বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক পেয়েছে। তাঁর পক্ষ বা বিপক্ষে আছি–ব্যাপারটা তা নয়। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। আমরা সংগঠন থেকে গিয়ে বলতে পারি না, তাঁকে ছেড়ে দিন। কারো ব্যক্তিগত অপরাধের দায় সমিতি নেবে না।’
পরীমণি কি একা লড়বেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিশা বলেন, ‘আইন তার মতো চলবে। পরী চাইলে অবশ্যই আমরা আইনসম্মতভাবে তাঁর পাশে থাকব।’
এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘কেউ যদি চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মান ক্ষুণ্ণ করেন, তাহলে পদক্ষেপ নেওয়া হবে। এখানে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। সমিতি কাউকে নিষিদ্ধ করতে চায় না। তবে শিল্পীজগৎ ও সংগঠনের সম্মান ক্ষুণ্ণ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম ওরফে নজরুল রাজের সদস্যপদ স্থগিত করেছে টিভি নাটকের প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। সংগঠনের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নজরুল ইসলাম রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে যদি নজরুল ইসলাম রাজ আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাঁর সদস্যপদ পুনর্বহাল করা হবে, অন্যথায় স্থায়ীভাবে টেলিপ্যাবের সদস্যপদ হারাবেন তিনি। সংগঠনটির সংবিধানের ১৩-এর খ এবং ছ অনুযায়ী নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন তাঁরা।
চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। একই সঙ্গে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা সিমন হাসান একার সদস্যপদও স্থগিত ঘোষণা করেছেন সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, ডিপজল, রুবেল, অঞ্জনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আলেকজান্ডার বো প্রমুখ।
সংবাদ সম্মেলনে মিশা বলেন, ‘পরীমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পীসমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। এ ছাড়া পরীর বিষয়ে মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমণির সদস্যপদ স্থগিত করেছি। আজ কেবিনেট মিটিংয়ে সব সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে: ‘কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো কাজে লিপ্ত হন, সঙ্গে সঙ্গে তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। তবে আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হলে সদস্যপদ ফিরে পাবেন। যদি দোষী সাব্যস্ত হন, সে ক্ষেত্রে আজীবনের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারাবেন।’
পরীমণির বিরুদ্ধে সবে মামলা হলো। এখনই সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত কেন? এমন প্রশ্নের উত্তরে মিশা বলেন, ‘আমাদের অবজারভেশন থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। তাঁর বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক পেয়েছে। তাঁর পক্ষ বা বিপক্ষে আছি–ব্যাপারটা তা নয়। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। আমরা সংগঠন থেকে গিয়ে বলতে পারি না, তাঁকে ছেড়ে দিন। কারো ব্যক্তিগত অপরাধের দায় সমিতি নেবে না।’
পরীমণি কি একা লড়বেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিশা বলেন, ‘আইন তার মতো চলবে। পরী চাইলে অবশ্যই আমরা আইনসম্মতভাবে তাঁর পাশে থাকব।’
এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘কেউ যদি চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মান ক্ষুণ্ণ করেন, তাহলে পদক্ষেপ নেওয়া হবে। এখানে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। সমিতি কাউকে নিষিদ্ধ করতে চায় না। তবে শিল্পীজগৎ ও সংগঠনের সম্মান ক্ষুণ্ণ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম ওরফে নজরুল রাজের সদস্যপদ স্থগিত করেছে টিভি নাটকের প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। সংগঠনের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নজরুল ইসলাম রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে যদি নজরুল ইসলাম রাজ আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাঁর সদস্যপদ পুনর্বহাল করা হবে, অন্যথায় স্থায়ীভাবে টেলিপ্যাবের সদস্যপদ হারাবেন তিনি। সংগঠনটির সংবিধানের ১৩-এর খ এবং ছ অনুযায়ী নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন তাঁরা।
কেউ কেউ আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার! এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ঝাঁজালো উত্তর দিলেন মোহিনী। স্পষ্ট জানালেন, রহমান তাঁর কাছে পিতৃসম।
১ ঘণ্টা আগেচলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
৬ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
৭ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৭ ঘণ্টা আগে