বিনোদন ডেস্ক
ঢাকা: চিত্রনায়িকা পরী মণি কথা বলেছেন তাঁর গাড়ি ও ফ্ল্যাট নিয়ে। পরীকে নিয়ে প্রশ্ন ওঠে তিনি দামি গাড়ীতে চলেন ও ফ্ল্যাটে থাকেন তা কোথায় পেয়েছেন? হাতে তো খুব বেশি ছবি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি একটিমাত্র হ্যারিয়ার গাড়ির মালিক ও ভাড়া ফ্ল্যাটে থাকেন। তাঁর ভাষায় তাঁকে নিয়ে চলমান গসিপ বা রটনা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
আজ বিকেল ৫টা ১২ মিনিটে পরী মণি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ এসব নিয়েও লিখতে হচ্ছে, ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙুল তুলতেও ছাড়লেন না আজ। একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে। যা-ই হোক, এসবের একটু পরিত্রাণ দরকার এবার।’
এরপর পরী লিখেছেন, ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে এবং আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি। আমি আমার আয়ের হিসাব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার কোনও ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমনটা আপনারা বানালেন আর কি) টাকার গাড়িও নেই।’
দোয়া চেয়ে স্ট্যাটাসের শেষাংশে এই চিত্রনায়িকা যুক্ত করেছেন, ‘আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরণ করব, ইনশা আল্লাহ। মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতটুকু জয়ী হলেন, ভেবে দেখবেন প্লিজ।’
এর আগে গেল সোমবার রাতে একটি রেডিওতে উপস্থিত হয়ে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস প্রশ্ন তোলেন, ‘নায়িকা কত টাকা ইনকাম করলে ৫ কোটির গাড়ি, মাসে দুবার সিঙ্গাপুরে যায়?’
মঙ্গলবার (২৯ জুন) একটি এফএম রেডিওর সাক্ষাৎকারে পরীমনিকে উদ্দেশ করে বলেন, ‘একটা শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারে, চার কোটি টাকার বাড়ি কিনতে পারে। আমাকে ১০-১২টা ছবির করার পর গাড়ি কিনতে হইছে তাও অনেক কম দামি গাড়ি।’
অরুণা বিশ্বাস বলেন, ‘আমি যে মেয়েটাকে (পরীমনি) দেখেছি ছবিতে ১০০ টাকা কনভেন্স নেওয়ার জন্য তার ভাইবোন দাঁড়ায় থাকত, সেই মেয়েকে ২-৪ বছর পর দেখি ৬ তলা বাড়ির মালিক হয়ে যায়, দেশ-বিদেশি ঘুরে বেড়ায়। এগুলো সামাজিকভাবে কারো মনে প্রশ্ন জাগে না? দেশে কি দুদক নাই? দুদকের মনে প্রশ্ন জাগে না? এই টাকাগুলো কোথা থেকে আসতেছে? কীভাবে আসতেছে? একজন শিল্পী কোথা থেকে এত টাকা পায়?’
ঢাকা: চিত্রনায়িকা পরী মণি কথা বলেছেন তাঁর গাড়ি ও ফ্ল্যাট নিয়ে। পরীকে নিয়ে প্রশ্ন ওঠে তিনি দামি গাড়ীতে চলেন ও ফ্ল্যাটে থাকেন তা কোথায় পেয়েছেন? হাতে তো খুব বেশি ছবি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি একটিমাত্র হ্যারিয়ার গাড়ির মালিক ও ভাড়া ফ্ল্যাটে থাকেন। তাঁর ভাষায় তাঁকে নিয়ে চলমান গসিপ বা রটনা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
আজ বিকেল ৫টা ১২ মিনিটে পরী মণি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ এসব নিয়েও লিখতে হচ্ছে, ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙুল তুলতেও ছাড়লেন না আজ। একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে। যা-ই হোক, এসবের একটু পরিত্রাণ দরকার এবার।’
এরপর পরী লিখেছেন, ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে এবং আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি। আমি আমার আয়ের হিসাব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার কোনও ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমনটা আপনারা বানালেন আর কি) টাকার গাড়িও নেই।’
দোয়া চেয়ে স্ট্যাটাসের শেষাংশে এই চিত্রনায়িকা যুক্ত করেছেন, ‘আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরণ করব, ইনশা আল্লাহ। মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতটুকু জয়ী হলেন, ভেবে দেখবেন প্লিজ।’
এর আগে গেল সোমবার রাতে একটি রেডিওতে উপস্থিত হয়ে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস প্রশ্ন তোলেন, ‘নায়িকা কত টাকা ইনকাম করলে ৫ কোটির গাড়ি, মাসে দুবার সিঙ্গাপুরে যায়?’
মঙ্গলবার (২৯ জুন) একটি এফএম রেডিওর সাক্ষাৎকারে পরীমনিকে উদ্দেশ করে বলেন, ‘একটা শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারে, চার কোটি টাকার বাড়ি কিনতে পারে। আমাকে ১০-১২টা ছবির করার পর গাড়ি কিনতে হইছে তাও অনেক কম দামি গাড়ি।’
অরুণা বিশ্বাস বলেন, ‘আমি যে মেয়েটাকে (পরীমনি) দেখেছি ছবিতে ১০০ টাকা কনভেন্স নেওয়ার জন্য তার ভাইবোন দাঁড়ায় থাকত, সেই মেয়েকে ২-৪ বছর পর দেখি ৬ তলা বাড়ির মালিক হয়ে যায়, দেশ-বিদেশি ঘুরে বেড়ায়। এগুলো সামাজিকভাবে কারো মনে প্রশ্ন জাগে না? দেশে কি দুদক নাই? দুদকের মনে প্রশ্ন জাগে না? এই টাকাগুলো কোথা থেকে আসতেছে? কীভাবে আসতেছে? একজন শিল্পী কোথা থেকে এত টাকা পায়?’
কেউ কেউ আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার! এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ঝাঁজালো উত্তর দিলেন মোহিনী। স্পষ্ট জানালেন, রহমান তাঁর কাছে পিতৃসম।
৬ ঘণ্টা আগেচলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
১১ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
১১ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
১২ ঘণ্টা আগে