Ajker Patrika

মিশা সওদাগর ও অনন্ত জলিলের বিরোধ তুঙ্গে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মিশা সওদাগর ও অনন্ত জলিলের বিরোধ তুঙ্গে

‘দিন: দ্য ডে’ সিনেমাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে মিশা সওদাগর ও অনন্ত জলিল। গত কয়েকদিন তাঁদের পাল্টাপাল্টি মন্তব্যে উত্তাল ঢাকাই সিনেমাপাড়া। মিশা যেমন একদিকে অনন্তের উদ্দেশে বলছেন, ‘উচ্চারণ ঠিক নাই, নাচতে পারে না, ফাইট পারে না। মিথ্যুক ও। এটা যে ১২০ কোটি টাকার ছবি, এটা তো আমরা বলতেই চাই না।’ অন্যদিকে মিশার উদ্দেশে অনন্ত বলছেন, ‘মিশার দ্বারা ইন্ডাস্ট্রির কোনো উপকার হয়নি।’ এমনকি মিশা সওদাগরের নানা সময়ের কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন অনন্ত জলিল।

ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেটের সমালোচনা করে মিশা বলেছিলেন, এ সিনেমায় ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি। এরপর নানা সময়ে মিশার ওই বক্তব্যের প্রতিবাদ করেছেন অনন্ত। সর্বশেষ গত শনিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘দিন: দ্য ডে’র প্রদর্শনী শেষে মিশার মন্তব্যের কড়া জবাব দেন অনন্ত।

অনন্ত জলিল বলেন, ‘মিশা সওদাগর একজন পুরোনো আর্টিস্ট। তিনি যেটা ভেবেছেন, সেটা বলেছেন। তিনি প্রযোজকও না, ক্রিয়েটিভ পারসনও না। তাঁর দ্বারা সিনেমার উন্নতি হয় না। যাঁর কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, যাঁর নতুন ক্রিয়েটিভিটি নেই তাঁর দ্বারা চলচ্চিত্রের উন্নতি হবে কীভাবে?’

অনন্ত জলিল আরো বলেন, ‘কথা বলার আগে চিন্তা করতে হবে, কী ব্যাপারে আমি কথা বলছি। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয়, তাহলে আজ পর্যন্ত দিন দ্য ডের মতো একটা সিনেমা বানাতে পারল না কেন? একটা বানিয়ে দেখাতো। তিনি তো আমেরিকায় থাকেন, তাঁকে আমেরিকান সিনেমা দেখতে বলেন। বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন। সেখানকার সিনেমাও দেখেন। দিন দ্য ডের সঙ্গে সেখানকার সিনেমার তুলনা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা: ৭ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

জুলাই আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ ৩ রকম শাস্তি দিল প্রশাসন

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত