দিলীপ কুমারের সাত

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৯: ৪৫
Thumbnail image

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই। গত ২৯ জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকি প্রথম দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টে এ দুঃসংবাদটি শেয়ার করেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

দিলীপ কুমার, যাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। অভিনয়জীবনে তো বটেই, অবসরে যাওয়ার পরও কোনো ভারতীয় শিল্পী সম্ভবত এত সম্মান আর মর্যাদা পাননি। তাঁকে বলা হয়, ট্র্যাজেডি কিং। মুঘল–ই–আজম চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে এই তকমা পেয়ে গিয়েছিলেন তিনি। ভালো অভিনেতার পাশাপাশি তিনি চমৎকার হৃদয়ের মানুষ ছিলেন বলেও স্বীকার করেন তাঁর বন্ধু ও সহকর্মীরা।

 দিলীপ কুমারের সিনেমায় আসার পেছনে বন্ধু রাজ কাপুরের অনেক অবদান আছে। ছবি: টুইটারএই কিংবদন্তি সম্পর্কে সাতটি মজার তথ্য জেনে নেওয়া যাক:

১. সিনেমায় দিলীপ কুমারের অভিষেক ঘটে ১৯৪৪ সালে। প্রথম সিনেমা জোয়ার ভাটা। এই সিনেমায় তাঁকে মাসে ১ হাজার ২৫০ রুপি করে সম্মানী দেওয়া হয়েছিল।

২. তাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। জন্ম পাকিস্তানের পেশোয়ারে।

৩. দিলীপ কুমারকে আবিষ্কার করেছিলেন বলিউডের আরেক নামী অভিনেত্রী প্রযোজক দেবিকা রানী। তাঁকে ওই সময় বলা হতো ভারতীয় চলচ্চিত্রের ফার্স্ট লেডি।

 ব্লক বাস্টার মুঘল ই আজমের পোস্টার। ৪. ‘দিলীপ কুমার : দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো’ শিরোনামে আত্মজীবনী লিখেছেন দিলীপ কুমার। সেখানে তিনি বলেছেন, ‘আসমা রেহমানের সঙ্গে রোমান্টিক সম্পর্ক ছিল জীবনের ভয়ংকরতম ভুল।’ আসমা ছিলেন দিলীপের দ্বিতীয় স্ত্রী।

৫. মহারাষ্ট্রের নাসিকে বারনেস স্কুলেই শিক্ষাজীবনের বেশির ভাগ সময় কেটেছে তাঁর। সেখানেই রাজ কাপুরের সঙ্গে পরিচয়। দ্রুতই তাঁদের বন্ধুত্ব হয়।

৬. ‘কহিনূর’ সিনেমার ‘মধুবন মেঁ রাধিকা নাচে রে’ গানটির জন্য দিলীপ কুমার অমানুষিক পরিশ্রম করেছিলেন। শুধু সেতার বাজানো শেখার জন্য ছয় মাস তালিম নেন এই অভিনেতা।

৭. হলিউডের ডেভিড লিন পরিচালিত ‘লরেন্স অব অ্যারাবিয়া’ সিনেমায় শেরিফ আলী চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দিলীম কুমার। তবে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। সেই চরিত্রে অভিনয় করেন মিসরীয় চলচ্চিত্র ও টিভি অভিনেতা ওমর শরিফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত