গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৩৫
Thumbnail image

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানিয়েছে, সল্টলেকের বাইপাস-সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এদিকে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে টিভি নাইন বাংলা, দ্য ওয়াল, কলকাতা টিভিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। ইতিমধ্যে অভিনেতার এমআরআই করা হয়েছে। অভিনেতার চিকিৎসায় বিশেষ দল গঠন করা হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

উল্লেখ্য, ভারত সরকারের তরফ থেকে এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে তালিকায় নাম আছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর।টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত