বিনোদন প্রতিবেদক, ঢাকা
সিনেমা হলে মুক্তির জন্য ‘গুণিন’ সেন্সর পেয়েছিল গত ২০ ফেব্রুয়ারি। পরে ১১ মার্চ দেশজুড়ে ২০টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পায়। চরকির প্রযোজনায় ‘গুণিন’ প্রথম সিনেমা, যেটি ওটিটিতে মুক্তির আগে সিনেমা হলে মুক্তি দেওয়া হয়।
সিনেমা হলে মুক্তির পর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ এবার আসছে ওটিটিতে। চরকিতে আগামী ২৪ মার্চ রাত ৮টা থেকে দেখা যাবে সিনেমাটি। দর্শক এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন ‘গুণিন’।
হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আছেন দিলারা জামান, ইরেশ যাকের, পরীমণি, শরিফুল রাজ, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।
‘গুণিন’ সিনেমার গল্প তৈরি হয়েছে গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। এলাকাবাসী বিশ্বাস করে, আধ্যাত্মিক ক্ষমতা আছে তার। এ ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি— রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এ সিনেমার মূল উপজীব্য। সিনেমায় দুটি গান রয়েছে। তার মধ্যে ‘ঘোমটা খুলে বদন তুলে’ গানটি ইতোমধ্যে দর্শক মনে দাগ কেটেছে।
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল, সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে গুণিন—তেমনটাই হচ্ছে। এই কয়দিন আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখেছেন। এবার চরকি সাবস্ক্রাইব করে গুণিন দেখে ফেলবেন।’
দেখুন ‘গুণিন’ সিনেমার ট্রেলার:
দেখুন ‘গুণিন’ সিনেমার গান ‘ঘোমটা খুলে বদন তুলে’:
সিনেমা হলে মুক্তির জন্য ‘গুণিন’ সেন্সর পেয়েছিল গত ২০ ফেব্রুয়ারি। পরে ১১ মার্চ দেশজুড়ে ২০টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পায়। চরকির প্রযোজনায় ‘গুণিন’ প্রথম সিনেমা, যেটি ওটিটিতে মুক্তির আগে সিনেমা হলে মুক্তি দেওয়া হয়।
সিনেমা হলে মুক্তির পর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ এবার আসছে ওটিটিতে। চরকিতে আগামী ২৪ মার্চ রাত ৮টা থেকে দেখা যাবে সিনেমাটি। দর্শক এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন ‘গুণিন’।
হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আছেন দিলারা জামান, ইরেশ যাকের, পরীমণি, শরিফুল রাজ, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।
‘গুণিন’ সিনেমার গল্প তৈরি হয়েছে গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। এলাকাবাসী বিশ্বাস করে, আধ্যাত্মিক ক্ষমতা আছে তার। এ ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি— রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এ সিনেমার মূল উপজীব্য। সিনেমায় দুটি গান রয়েছে। তার মধ্যে ‘ঘোমটা খুলে বদন তুলে’ গানটি ইতোমধ্যে দর্শক মনে দাগ কেটেছে।
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল, সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে গুণিন—তেমনটাই হচ্ছে। এই কয়দিন আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখেছেন। এবার চরকি সাবস্ক্রাইব করে গুণিন দেখে ফেলবেন।’
দেখুন ‘গুণিন’ সিনেমার ট্রেলার:
দেখুন ‘গুণিন’ সিনেমার গান ‘ঘোমটা খুলে বদন তুলে’:
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১০ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১২ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১৩ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
১৬ ঘণ্টা আগে