বিনোদন ডেস্ক
পরম-পিয়ার প্রেম নিয়ে চর্চা হয়েছে অনেক। তবে মুখ খোলেননি দুজনের কেউ, সব সময় জানিয়েছেন দুজনে ভালো বন্ধু। গত ২৭ নভেম্বর আচমকাই ভারতীয় সংবাদমাধ্যমে ‘ব্রেকিং নিউজ’, অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করছেন পরমব্রত। তারপর থেকে কটাক্ষের মুখোমুখি হয়েছেন পরমব্রত, প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে পিয়াকেও।
হানিমুনে গিয়ে বিয়ে-বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন পরমব্রত। এবার স্ত্রী পিয়াকে সঙ্গে নিয়ে বিষয়টি সম্পর্কে কথা বলেন নায়ক। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে সামনে আসা সব প্রশ্নের উত্তর দিয়েছেন দুজনে।
বিয়ের কথা কেন গোপন রেখেছিলেন দুজনে? এমন প্রশ্নে পরমব্রতর জবাব, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের পরবর্তী যুগে বিয়ে নিয়ে যে পরিমাণ তথ্য আদান-প্রদান হয়, সেটার দরকার নেই।’
সঙ্গে পরমব্রত জানিয়েছেন, নিজের ব্যক্তিগত সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে জাহির করায় বিশ্বাসী নন তিনি, তাই এমন সিদ্ধান্ত। অভিনেতার সুরে সুর মিলিয়ে পিয়া বললেন, ‘আমরা কিন্তু গোপন রাখিনি বিয়েটা, ব্যক্তিগত রেখেছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পিয়াকে নিয়ে হয়েছে অনেক সমালোচনা। বিষয়গুলো নিয়ে বেশ বিরক্ত পিয়া চক্রবর্তী। সঙ্গে জানিয়েছেন, কারও প্রাক্তন পরিচয়ে তাঁর পরিচয় কাম্য নয়। তাঁর কথায়, ‘‘‘অমুকের বউ তমুককে বিয়ে করলেন’’ এই লাইনটার মধ্যে ভয়ংকর মিসোজিনি আছে। যে দুজন পুরুষের সঙ্গে আমি লিঙ্কড, তাঁরা দুজনে বিখ্যাত। কিন্তু তার জন্য এটা কাম্য নয়, আমার আইডেন্টিটি হবে, আমি কারও এক্স। যে দুজন পুরুষের কথা আসছে, তাঁরাও কিন্তু কারও প্রাক্তন।’
অনুপম রায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী বিচ্ছেদ ঘোষণার পর থেকেই তৃতীয় ব্যক্তি হিসেবে সামনে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। পিয়া ও পরমব্রতর ঘনিষ্ঠতার কারণেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপম-পিয়া—এমন কথাও ছড়িয়েছিল। যদিও অভিনেতা বারবার বলেছেন, তাঁরা শুধুই খুব ভালো বন্ধু।
তখনকার প্রেমের গুঞ্জনই কি সত্যি, প্রেমটা কি তখন থেকেই ছিল। এমন প্রশ্নে পরমব্রত বলেন, ‘যখন বিয়ের সিদ্ধান্ত নিলাম, প্রথমেই মনে হয়েছিল, আজ থেকে দুবছর আগে ওঠা একটা গুজব এবার সত্যি বলে মনে হবে। সেই ন্যারেটিভটা প্রতিষ্ঠা হওয়াতে আমরা বিস্মিত হইনি। কিন্তু দুবছর আগে আমরা শুধুই ভালো বন্ধু ছিলাম।’
বছর দেড়েক প্রেম থেকে বিয়ের সিদ্ধান্ত। কখন মনে হয়েছিল সম্পর্কটা পূর্ণতা পাক। পরমব্রত বলেন, ‘সুইডেন আর ডেনমার্কে এই বছরের মাঝামাঝি আমরা একটা ট্রিপে গিয়েছিলাম। তখনই বিয়ের ভাবনাটা ভাবি। বছর দেড় ধরে সম্পর্কটা চলছিল যেহেতু। আমার কাছে বিয়েটা গুরুত্বপূর্ণ ছিল। ৪২ বছর বয়স হয়ে গিয়েছে! আমি একটা সংসার-জীবন চাইছিলাম।’
সবশেষে পরমব্রত জানিয়েছেন, বিয়ের পর ভিশন ভালো আছেন তিনি। তাঁর কথায়, ‘অনেক ভেবে এই জীবনটা বেছেছি। বিয়ের পরের জার্নিটা আমাদের কাছে খুব এক্সাইটিং, শান্তির।’
পরম-পিয়ার প্রেম নিয়ে চর্চা হয়েছে অনেক। তবে মুখ খোলেননি দুজনের কেউ, সব সময় জানিয়েছেন দুজনে ভালো বন্ধু। গত ২৭ নভেম্বর আচমকাই ভারতীয় সংবাদমাধ্যমে ‘ব্রেকিং নিউজ’, অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করছেন পরমব্রত। তারপর থেকে কটাক্ষের মুখোমুখি হয়েছেন পরমব্রত, প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে পিয়াকেও।
হানিমুনে গিয়ে বিয়ে-বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন পরমব্রত। এবার স্ত্রী পিয়াকে সঙ্গে নিয়ে বিষয়টি সম্পর্কে কথা বলেন নায়ক। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে সামনে আসা সব প্রশ্নের উত্তর দিয়েছেন দুজনে।
বিয়ের কথা কেন গোপন রেখেছিলেন দুজনে? এমন প্রশ্নে পরমব্রতর জবাব, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের পরবর্তী যুগে বিয়ে নিয়ে যে পরিমাণ তথ্য আদান-প্রদান হয়, সেটার দরকার নেই।’
সঙ্গে পরমব্রত জানিয়েছেন, নিজের ব্যক্তিগত সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে জাহির করায় বিশ্বাসী নন তিনি, তাই এমন সিদ্ধান্ত। অভিনেতার সুরে সুর মিলিয়ে পিয়া বললেন, ‘আমরা কিন্তু গোপন রাখিনি বিয়েটা, ব্যক্তিগত রেখেছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পিয়াকে নিয়ে হয়েছে অনেক সমালোচনা। বিষয়গুলো নিয়ে বেশ বিরক্ত পিয়া চক্রবর্তী। সঙ্গে জানিয়েছেন, কারও প্রাক্তন পরিচয়ে তাঁর পরিচয় কাম্য নয়। তাঁর কথায়, ‘‘‘অমুকের বউ তমুককে বিয়ে করলেন’’ এই লাইনটার মধ্যে ভয়ংকর মিসোজিনি আছে। যে দুজন পুরুষের সঙ্গে আমি লিঙ্কড, তাঁরা দুজনে বিখ্যাত। কিন্তু তার জন্য এটা কাম্য নয়, আমার আইডেন্টিটি হবে, আমি কারও এক্স। যে দুজন পুরুষের কথা আসছে, তাঁরাও কিন্তু কারও প্রাক্তন।’
অনুপম রায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী বিচ্ছেদ ঘোষণার পর থেকেই তৃতীয় ব্যক্তি হিসেবে সামনে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। পিয়া ও পরমব্রতর ঘনিষ্ঠতার কারণেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপম-পিয়া—এমন কথাও ছড়িয়েছিল। যদিও অভিনেতা বারবার বলেছেন, তাঁরা শুধুই খুব ভালো বন্ধু।
তখনকার প্রেমের গুঞ্জনই কি সত্যি, প্রেমটা কি তখন থেকেই ছিল। এমন প্রশ্নে পরমব্রত বলেন, ‘যখন বিয়ের সিদ্ধান্ত নিলাম, প্রথমেই মনে হয়েছিল, আজ থেকে দুবছর আগে ওঠা একটা গুজব এবার সত্যি বলে মনে হবে। সেই ন্যারেটিভটা প্রতিষ্ঠা হওয়াতে আমরা বিস্মিত হইনি। কিন্তু দুবছর আগে আমরা শুধুই ভালো বন্ধু ছিলাম।’
বছর দেড়েক প্রেম থেকে বিয়ের সিদ্ধান্ত। কখন মনে হয়েছিল সম্পর্কটা পূর্ণতা পাক। পরমব্রত বলেন, ‘সুইডেন আর ডেনমার্কে এই বছরের মাঝামাঝি আমরা একটা ট্রিপে গিয়েছিলাম। তখনই বিয়ের ভাবনাটা ভাবি। বছর দেড় ধরে সম্পর্কটা চলছিল যেহেতু। আমার কাছে বিয়েটা গুরুত্বপূর্ণ ছিল। ৪২ বছর বয়স হয়ে গিয়েছে! আমি একটা সংসার-জীবন চাইছিলাম।’
সবশেষে পরমব্রত জানিয়েছেন, বিয়ের পর ভিশন ভালো আছেন তিনি। তাঁর কথায়, ‘অনেক ভেবে এই জীবনটা বেছেছি। বিয়ের পরের জার্নিটা আমাদের কাছে খুব এক্সাইটিং, শান্তির।’
পল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৩৬ মিনিট আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
৪২ মিনিট আগেলাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
২ ঘণ্টা আগেএকের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
৪ ঘণ্টা আগে