‘কাপুরুষেরা পালিয়ে থাকে’, আত্মগোপনে থাকা শিল্পীদের উদ্দেশে ওমর সানী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৮: ৫১
Thumbnail image

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন শোবিজের অনেক শিল্পী। অনেকের নামে হয়েছে মামলা। এক ভিডিও বার্তায় সেই শিল্পীদের পরামর্শ দিয়ে অভিনেতা ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা।’

গতকাল মঙ্গলবার ওমর সানী ভ্লগস ফেসবুক পেজে প্রকাশিত ৪ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর সানী বলেন, ‘ফিল্ম আর্টিস্ট ও সংগীতের আর্টিস্ট যারা সরকার পতনের পর অনেকেই পালিয়ে আছে, তাদের উদ্দেশে বলব, পালিয়ে থাকার তো দরকার নাই। তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মার্ডার তো করো নাই। আমার মনে হয়, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু তোমাদের দোষগুলো স্বীকার করতে হবে।’

আত্মগোপনে থাকা শিল্পীদের প্রকাশ্যে আসার আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পার। আমার তো মনে হয় না, তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা। আর দু-একজন স্টুপিড, যারা বিদেশে পালিয়ে আছে, ওদের দেশে আসার মতো কোনো মনমানসিকতা নাই। কারণ, ওরা তো জন্মগতভাবে কাপুরুষ।’

ওমর সানী আরও বলেন, ‘অনেক টেকনিশিয়ানও পালিয়ে আছে। তাদেরকেও বলব, প্রকাশ্যে আসো। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। ধরা দাও, প্রয়োজন হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ—অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত