বিনোদন প্রতিবেদক, ঢাকা
পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে এম রাহিম বানিয়েছিলেন ‘শান’। সিয়াম-পূজা জুটির সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালের রোজার ঈদে। প্রেক্ষাগৃহের পর ওটিটি ও ইউটিউবেও অনেক দর্শক দেখেছেন সিনেমাটি। শান এবার দেখা যাবে ভারতের টেলিভিশন চ্যানেলে। তবে ভারতে গিয়ে বদলে গেছে সিনেমাটির নাম। ১০ নভেম্বর জি বাংলা সিনেমা চ্যানেলে শান দেখা যাবে ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে।
শান কীভাবে অর্জুন হয়ে গেল, তা নিয়ে দ্বিধায় দর্শকেরা। সম্প্রতি জি বাংলা সিনেমার ফেসবুক পেজে যে টিজার শেয়ার করা হয়েছে, তার কমেন্ট বক্সে এ নিয়ে অনেকে নানা মন্তব্য করেছেন। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শান সিনেমা অর্জুন: দ্য সুপার কপ নামে চালিয়ে দিচ্ছেন কেন?
শুধু সিনেমার নাম নয়, বদলে গেছে কণ্ঠ। সিয়াম, পূজাদের পরিবর্তে এতে শোনা যাবে পশ্চিম বাংলার কণ্ঠাভিনেতাদের কণ্ঠ। এ বিষয়ে নির্মাতা এম রাহিম বলেন, ‘এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। তবে বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই।’
শান সিনেমার নাম বদলে অর্জুন হয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদও। পরক্ষণেই ব্যাখ্যা দিয়ে সিয়াম বলেন, ‘আমি যত দূর জানি হিন্দি, তামিল, তেলুগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তাঁরা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটা তাঁদের বিষয়। আমার মনে হয়, সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে।’
নাম পরিবর্তন হলেও দেশের বাইরের টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সিনেমার প্রচারকে ইতিবাচক হিসেবে দেখছেন সিয়াম। তিনি বলেন, ‘শান কয়েকটি ভাষায় ডাবিং করে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। সেখানে অনেক মানুষ দেখছে। হিন্দি ভাষায় প্রায় ১০ মিলিয়ন ভিউ হয়েছে। এখন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এটা কিন্তু আমাদের সিনেমার জন্য ভালো। প্রযোজকের আয়ের পথ বৃদ্ধি হলে তাঁরা আরও বেশি সিনেমা বানাতে আগ্রহী হবেন। সর্বোপরি এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক দিক।’
এদিকে মুক্তির অপেক্ষায় আছে সিয়াম অভিনীত আরেক সিনেমা ‘জংলি’। এটিও পরিচালনা করেছেন এম রাহিম। এতে সিয়ামের সঙ্গে দেখা যাবে শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘিকে। রাহিম জানিয়েছেন, আগামী মাসেই আসবে জংলির মুক্তির ঘোষণা।
পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে এম রাহিম বানিয়েছিলেন ‘শান’। সিয়াম-পূজা জুটির সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালের রোজার ঈদে। প্রেক্ষাগৃহের পর ওটিটি ও ইউটিউবেও অনেক দর্শক দেখেছেন সিনেমাটি। শান এবার দেখা যাবে ভারতের টেলিভিশন চ্যানেলে। তবে ভারতে গিয়ে বদলে গেছে সিনেমাটির নাম। ১০ নভেম্বর জি বাংলা সিনেমা চ্যানেলে শান দেখা যাবে ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে।
শান কীভাবে অর্জুন হয়ে গেল, তা নিয়ে দ্বিধায় দর্শকেরা। সম্প্রতি জি বাংলা সিনেমার ফেসবুক পেজে যে টিজার শেয়ার করা হয়েছে, তার কমেন্ট বক্সে এ নিয়ে অনেকে নানা মন্তব্য করেছেন। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শান সিনেমা অর্জুন: দ্য সুপার কপ নামে চালিয়ে দিচ্ছেন কেন?
শুধু সিনেমার নাম নয়, বদলে গেছে কণ্ঠ। সিয়াম, পূজাদের পরিবর্তে এতে শোনা যাবে পশ্চিম বাংলার কণ্ঠাভিনেতাদের কণ্ঠ। এ বিষয়ে নির্মাতা এম রাহিম বলেন, ‘এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। তবে বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই।’
শান সিনেমার নাম বদলে অর্জুন হয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদও। পরক্ষণেই ব্যাখ্যা দিয়ে সিয়াম বলেন, ‘আমি যত দূর জানি হিন্দি, তামিল, তেলুগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তাঁরা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটা তাঁদের বিষয়। আমার মনে হয়, সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে।’
নাম পরিবর্তন হলেও দেশের বাইরের টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সিনেমার প্রচারকে ইতিবাচক হিসেবে দেখছেন সিয়াম। তিনি বলেন, ‘শান কয়েকটি ভাষায় ডাবিং করে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। সেখানে অনেক মানুষ দেখছে। হিন্দি ভাষায় প্রায় ১০ মিলিয়ন ভিউ হয়েছে। এখন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এটা কিন্তু আমাদের সিনেমার জন্য ভালো। প্রযোজকের আয়ের পথ বৃদ্ধি হলে তাঁরা আরও বেশি সিনেমা বানাতে আগ্রহী হবেন। সর্বোপরি এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক দিক।’
এদিকে মুক্তির অপেক্ষায় আছে সিয়াম অভিনীত আরেক সিনেমা ‘জংলি’। এটিও পরিচালনা করেছেন এম রাহিম। এতে সিয়ামের সঙ্গে দেখা যাবে শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘিকে। রাহিম জানিয়েছেন, আগামী মাসেই আসবে জংলির মুক্তির ঘোষণা।
দীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
৪ ঘণ্টা আগেপারিশ্রমিক বিষয়ক জটিলতার কারণে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আইটেম গানে পারফর্মের প্রস্তাব ফিরিয়ে দেন শ্রদ্ধা কাপুর। এবার খবর পাওয়া গেল, ‘ওয়ার ২’ সিনেমার আইটেম গানে নাচবেন তিনি।
৪ ঘণ্টা আগেবলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাঁরা বরাবরই তাঁদের সম্পর্কের রসায়ন ও পারস্পরিক সমর্থনের মাধ্যমে ‘কাপল গোলস’ তৈরি করেছেন। তবে সম্প্রতি তাঁদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছে। আম্বানি পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে দুজন পৃথকভাবে উপস্থিত হওয়ার পর থেকে সেই গুজব আরও ডালাপালা...
৬ ঘণ্টা আগেশুটিং সেটে আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। বুধবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এমন অভিযোগ তোলেন এই অভিনেত্রী...
৮ ঘণ্টা আগে