Ajker Patrika

বিনা কর্তনে সেন্সর পেল ‘রেহানা মরিয়ম নূর’, অক্টোবরে মুক্তি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিনা কর্তনে সেন্সর পেল ‘রেহানা মরিয়ম নূর’, অক্টোবরে মুক্তি

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বহুল আলোচিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’। বুধবার ছবিটি প্রদর্শনের পর সেন্সর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।

সেন্সর বোর্ডের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। ‘রেহানা মরিয়ম নূর’ এর নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুও বিষয়টি নিশ্চিত করে বলেন,‘এটা আনন্দের খবর। বিনা কর্তনে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে।’

সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, সব ঠিক থাকলে আসছে অক্টোবরের শেষ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারবেন দর্শক।

‘রেহানা মরিয়ম নূর’ ছবির দৃশ্যবাংলাদেশের প্রথম ছবি হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এর পর প্রদর্শীত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। ডাক পেয়েছে বুসান ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে।

রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বাঁধন ছাড়াও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।

‘রেহানা মরিয়ম নূর’ ছবির দৃশ্যকানে প্রদর্শনের পর ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে এসেছে ‘রেহানা মরিয়ম নূর’; প্রকাশিত রিভিউয়ে নির্মাণ, গল্প, অভিনয় প্রশংসিত হয়েছে।

ছবিটি দেখে বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপ একে ভারতীয় উপ মহাদেশের ‘শক্তিশালী চলচ্চিত্র’ হিসেবে বর্ণনা করেছেন। নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জানিয়েছেন শুভকামনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত