বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ সময় পর, একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাবা আর মেয়ে। কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিককে দেখা যাবে এক সিনেমায়। ‘স্বার্থপর’ শিরোনামের সিনেমায় আইনজীবীর চরিত্রে দেখা যাবে রঞ্জিতকে আর অপর্ণা নামের চরিত্রে অভিনয় করেছেন কোয়েল।
সিনেমাটি গল্পে দেখা যাবে—ভাই আর বোন ছোট থেকে একসঙ্গে বেড়ে ওঠে। বোনকে একপ্রকার হাতে করে মানুষ করে বড় ভাই। কিন্তু একটা সময় পরে সম্পত্তি ভাগাভাগির প্রসঙ্গ এলে সেই সম্পর্কই অন্য খাতে বইতে থাকে। সম্পত্তি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। ভাই-বোনের সম্পর্ক নিয়ে বোনা এই সিনেমায় ভাই-বোন চরিত্রে দেখা যাবে কোয়েল-কৌশিককে।
কোয়েলের আইনজীবী চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিককে আর কৌশিকের আইনজীবী চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণ চক্রবর্তীকে। সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু।
কোয়েল ও রঞ্জিত মল্লিককে এক সিনেমায় শেষবার দেখা গেছে প্রায় এক দশকেরও বেশি আগে। বেশ কয়েক বছর ধরে মূলধারার বাণিজ্যিক সিনেমায় কাজ করা বন্ধ করে দিয়েছেন কোয়েল।
সিনেমাটি নিয়ে কোয়েল বলেন, ‘আমাদের আশপাশে অনেকে সংসারের জন্য নিজের স্বপ্ন, ইচ্ছেগুলো পূরণ করতে পারেন না, অপর্ণার চরিত্রটাও ঠিক সে রকমই। তবে তাঁর নিজস্ব একটা কণ্ঠস্বর আছে। অনেক দিন পরে নিখাদ সম্পর্কের একটা গল্পে কাজ করছি, যাতে একটা ভালো বার্তা আছে। সিনেমা বাছার ক্ষেত্রে আমার কাছে এটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ।’
বাবার সঙ্গে বহু দিন পরে কাজ করা নিয়েও রোমাঞ্চিত কোয়েল। তিনি বলেন, ‘যদিও এখানে আমরা বাবা-মেয়ের চরিত্রে নেই, তবু বাবার অভিনীত চরিত্রটি এখানে শুধু আইনজীবীই নয়, অপর্ণার মেন্টরও বটে। তাই বেশ রোমাঞ্চিত আমি।’
প্রায় সব বাঙালি মা-ই এই গল্পের সঙ্গে নিজেদের মেলাতে পারবেন, জানালেন সিনেমার পরিচালক অন্নপূর্ণা বসু।
সম্প্রতি ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমার শুটিংয়ে হাতে চোট পেয়েছিলেন কোয়েল। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন তিনি, শিগগিরই ফিরতে চলেছেন কাজেও।
দীর্ঘ সময় পর, একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাবা আর মেয়ে। কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিককে দেখা যাবে এক সিনেমায়। ‘স্বার্থপর’ শিরোনামের সিনেমায় আইনজীবীর চরিত্রে দেখা যাবে রঞ্জিতকে আর অপর্ণা নামের চরিত্রে অভিনয় করেছেন কোয়েল।
সিনেমাটি গল্পে দেখা যাবে—ভাই আর বোন ছোট থেকে একসঙ্গে বেড়ে ওঠে। বোনকে একপ্রকার হাতে করে মানুষ করে বড় ভাই। কিন্তু একটা সময় পরে সম্পত্তি ভাগাভাগির প্রসঙ্গ এলে সেই সম্পর্কই অন্য খাতে বইতে থাকে। সম্পত্তি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। ভাই-বোনের সম্পর্ক নিয়ে বোনা এই সিনেমায় ভাই-বোন চরিত্রে দেখা যাবে কোয়েল-কৌশিককে।
কোয়েলের আইনজীবী চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিককে আর কৌশিকের আইনজীবী চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণ চক্রবর্তীকে। সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু।
কোয়েল ও রঞ্জিত মল্লিককে এক সিনেমায় শেষবার দেখা গেছে প্রায় এক দশকেরও বেশি আগে। বেশ কয়েক বছর ধরে মূলধারার বাণিজ্যিক সিনেমায় কাজ করা বন্ধ করে দিয়েছেন কোয়েল।
সিনেমাটি নিয়ে কোয়েল বলেন, ‘আমাদের আশপাশে অনেকে সংসারের জন্য নিজের স্বপ্ন, ইচ্ছেগুলো পূরণ করতে পারেন না, অপর্ণার চরিত্রটাও ঠিক সে রকমই। তবে তাঁর নিজস্ব একটা কণ্ঠস্বর আছে। অনেক দিন পরে নিখাদ সম্পর্কের একটা গল্পে কাজ করছি, যাতে একটা ভালো বার্তা আছে। সিনেমা বাছার ক্ষেত্রে আমার কাছে এটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ।’
বাবার সঙ্গে বহু দিন পরে কাজ করা নিয়েও রোমাঞ্চিত কোয়েল। তিনি বলেন, ‘যদিও এখানে আমরা বাবা-মেয়ের চরিত্রে নেই, তবু বাবার অভিনীত চরিত্রটি এখানে শুধু আইনজীবীই নয়, অপর্ণার মেন্টরও বটে। তাই বেশ রোমাঞ্চিত আমি।’
প্রায় সব বাঙালি মা-ই এই গল্পের সঙ্গে নিজেদের মেলাতে পারবেন, জানালেন সিনেমার পরিচালক অন্নপূর্ণা বসু।
সম্প্রতি ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমার শুটিংয়ে হাতে চোট পেয়েছিলেন কোয়েল। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন তিনি, শিগগিরই ফিরতে চলেছেন কাজেও।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৬ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৭ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১০ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১০ ঘণ্টা আগে