বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ সময় পর, একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাবা আর মেয়ে। কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিককে দেখা যাবে এক সিনেমায়। ‘স্বার্থপর’ শিরোনামের সিনেমায় আইনজীবীর চরিত্রে দেখা যাবে রঞ্জিতকে আর অপর্ণা নামের চরিত্রে অভিনয় করেছেন কোয়েল।
সিনেমাটি গল্পে দেখা যাবে—ভাই আর বোন ছোট থেকে একসঙ্গে বেড়ে ওঠে। বোনকে একপ্রকার হাতে করে মানুষ করে বড় ভাই। কিন্তু একটা সময় পরে সম্পত্তি ভাগাভাগির প্রসঙ্গ এলে সেই সম্পর্কই অন্য খাতে বইতে থাকে। সম্পত্তি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। ভাই-বোনের সম্পর্ক নিয়ে বোনা এই সিনেমায় ভাই-বোন চরিত্রে দেখা যাবে কোয়েল-কৌশিককে।
কোয়েলের আইনজীবী চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিককে আর কৌশিকের আইনজীবী চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণ চক্রবর্তীকে। সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু।
কোয়েল ও রঞ্জিত মল্লিককে এক সিনেমায় শেষবার দেখা গেছে প্রায় এক দশকেরও বেশি আগে। বেশ কয়েক বছর ধরে মূলধারার বাণিজ্যিক সিনেমায় কাজ করা বন্ধ করে দিয়েছেন কোয়েল।
সিনেমাটি নিয়ে কোয়েল বলেন, ‘আমাদের আশপাশে অনেকে সংসারের জন্য নিজের স্বপ্ন, ইচ্ছেগুলো পূরণ করতে পারেন না, অপর্ণার চরিত্রটাও ঠিক সে রকমই। তবে তাঁর নিজস্ব একটা কণ্ঠস্বর আছে। অনেক দিন পরে নিখাদ সম্পর্কের একটা গল্পে কাজ করছি, যাতে একটা ভালো বার্তা আছে। সিনেমা বাছার ক্ষেত্রে আমার কাছে এটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ।’
বাবার সঙ্গে বহু দিন পরে কাজ করা নিয়েও রোমাঞ্চিত কোয়েল। তিনি বলেন, ‘যদিও এখানে আমরা বাবা-মেয়ের চরিত্রে নেই, তবু বাবার অভিনীত চরিত্রটি এখানে শুধু আইনজীবীই নয়, অপর্ণার মেন্টরও বটে। তাই বেশ রোমাঞ্চিত আমি।’
প্রায় সব বাঙালি মা-ই এই গল্পের সঙ্গে নিজেদের মেলাতে পারবেন, জানালেন সিনেমার পরিচালক অন্নপূর্ণা বসু।
সম্প্রতি ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমার শুটিংয়ে হাতে চোট পেয়েছিলেন কোয়েল। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন তিনি, শিগগিরই ফিরতে চলেছেন কাজেও।
দীর্ঘ সময় পর, একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাবা আর মেয়ে। কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিককে দেখা যাবে এক সিনেমায়। ‘স্বার্থপর’ শিরোনামের সিনেমায় আইনজীবীর চরিত্রে দেখা যাবে রঞ্জিতকে আর অপর্ণা নামের চরিত্রে অভিনয় করেছেন কোয়েল।
সিনেমাটি গল্পে দেখা যাবে—ভাই আর বোন ছোট থেকে একসঙ্গে বেড়ে ওঠে। বোনকে একপ্রকার হাতে করে মানুষ করে বড় ভাই। কিন্তু একটা সময় পরে সম্পত্তি ভাগাভাগির প্রসঙ্গ এলে সেই সম্পর্কই অন্য খাতে বইতে থাকে। সম্পত্তি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। ভাই-বোনের সম্পর্ক নিয়ে বোনা এই সিনেমায় ভাই-বোন চরিত্রে দেখা যাবে কোয়েল-কৌশিককে।
কোয়েলের আইনজীবী চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিককে আর কৌশিকের আইনজীবী চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণ চক্রবর্তীকে। সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু।
কোয়েল ও রঞ্জিত মল্লিককে এক সিনেমায় শেষবার দেখা গেছে প্রায় এক দশকেরও বেশি আগে। বেশ কয়েক বছর ধরে মূলধারার বাণিজ্যিক সিনেমায় কাজ করা বন্ধ করে দিয়েছেন কোয়েল।
সিনেমাটি নিয়ে কোয়েল বলেন, ‘আমাদের আশপাশে অনেকে সংসারের জন্য নিজের স্বপ্ন, ইচ্ছেগুলো পূরণ করতে পারেন না, অপর্ণার চরিত্রটাও ঠিক সে রকমই। তবে তাঁর নিজস্ব একটা কণ্ঠস্বর আছে। অনেক দিন পরে নিখাদ সম্পর্কের একটা গল্পে কাজ করছি, যাতে একটা ভালো বার্তা আছে। সিনেমা বাছার ক্ষেত্রে আমার কাছে এটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ।’
বাবার সঙ্গে বহু দিন পরে কাজ করা নিয়েও রোমাঞ্চিত কোয়েল। তিনি বলেন, ‘যদিও এখানে আমরা বাবা-মেয়ের চরিত্রে নেই, তবু বাবার অভিনীত চরিত্রটি এখানে শুধু আইনজীবীই নয়, অপর্ণার মেন্টরও বটে। তাই বেশ রোমাঞ্চিত আমি।’
প্রায় সব বাঙালি মা-ই এই গল্পের সঙ্গে নিজেদের মেলাতে পারবেন, জানালেন সিনেমার পরিচালক অন্নপূর্ণা বসু।
সম্প্রতি ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমার শুটিংয়ে হাতে চোট পেয়েছিলেন কোয়েল। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন তিনি, শিগগিরই ফিরতে চলেছেন কাজেও।
আইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
৩০ মিনিট আগেপ্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের ধৈর্যের বাঁধ যেন ভেঙেই গেল। তাঁর বিবাহ বিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এই সংগীতজ্ঞ। লিগ্যাল টিমের মাধ্যমে জানিয়েছেন, তার সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ...
৬ ঘণ্টা আগেবিদেশি নায়িকায় মজেছেন শাকিব খান। ১৫ নভেম্বর মুক্তি পাওয়া অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় তাঁর নায়িকা বলিউডের সোনাল চৌহান। শুধু তাই নয়, নায়কের সবশেষ মুক্তি পাওয়া চার সিনেমাতেই দেখা গেছে দেশের বাইরের অভিনেত্রীদের। তাহলে কি বিদেশি নায়িকাতেই ভরসা পাচ্ছেন শাকিব?
৮ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘দেবদাস’ হয়ে দর্শককে কাঁদিয়েছিলেন শাহরুখ খান। ২০০২ সালের সেই সিনেমা নিয়ে আজও আলোচনা হয়। তারপর কেটে গেছে ২২টি বছর।
৮ ঘণ্টা আগে