মীর রাকিব হাসান, ঢাকা
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু মেঘলা মুক্তার। ২০১৭ সালের ডিসেম্বর মাসে ভারতীয় এক বন্ধুর মাধ্যমে কাজের প্রস্তাব আসে। হায়দরাবাদে গিয়ে অডিশন দেন মেঘলা। একদিন খবর আসে অডিশনে টিকে গেছেন। শুরু হয় বাংলাদেশের মেয়ে মেঘলা মুক্তার ভারত জয়ের গল্প।
প্রথম ছবি শিবা গণেশ পরিচালিত ‘সাকালাকা ভাল্লাভুডু’ মুক্তি পেয়েছে ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি। দ্বিতীয় ছবি ‘ইয়্যারা চ্যারা’ করোনার কারণে মুক্তি আটকে ছিল। মাঝখানে কথা উঠেছিল ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ছবিটি। কিন্তু হল খুলে দেওয়ায় এখন হলে মুক্তির প্রস্তুতি চলছে। মেঘলা প্রস্তুতি নিচ্ছেন সেখানকার তৃতীয় ছবির শুটিংয়ের। গত মাসেই হায়দরাবাদে গিয়ে এই ছবির প্রাথমিক আলোচনা সেরেছেন।
তিনি বলেন, ‘কথা বলে এসেছি। এখনই কিছু বলতে চাচ্ছি না। আমার মা অসুস্থ। তিনি সুস্থ হলে হায়দরাবাদে গিয়ে কথা চূড়ান্ত করতে হবে। তখন সব বলব।’
করোনার প্রকোপ শুরু হলে বাংলাদেশে চলে আসেন মেঘলা। এখনো আছেন দেশে। মেঘলা বলেন, ‘ওখানে অভিনয়ের বিভিন্ন ওয়ার্কশপ করেছি। শেখার তো শেষ নেই। প্রতিনিয়তই শিখতে হয়। আমি ওখানকার একটা এজেন্সির আন্ডারে আছি। ওখানে প্রতিযোগিতা এত বেশি যে সব সময় চেষ্টা করতে হয় নিজের স্কিলগুলো আরও বাড়িয়ে তুলতে। সময়ও আসলে বেশি থাকে না। প্রতিদিন জিম থাকে। জিমের পর সুইমিং করি। ড্যান্স, মার্শাল আর্টের জন্য ক্লাস করতে হয়। হর্স রাইডিংও শিখছি। এতসবের মধ্যেই টুকটাক কর্মশালা করি। ঘরে ফিরে সময়টুকু বরাদ্দ থাকে কেবল ঘুমের জন্য, বিশ্রামের জন্য।’
তেলুগু ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান নিয়ে মেঘলা বলেন, ‘ওখানে আমার যাত্রা শুরু হলো মাত্র। বিশাল ইন্ডাস্ট্রি। সারা ভারত থেকে ওখানে কাজ করতে চায়। সবার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য ভার্সেটাইল হতে হয়। নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি। বিভিন্ন প্রোগ্রামে যাওয়া হয়। তখন ওখানকার সিনিয়রদেরও দেখা পাই। একদিন যেমন কিংবদন্তি নায়ক আক্কিনেনি নাগার্জুন স্যারের সঙ্গে দেখা হলো। ওনার সঙ্গে কথা হলো। আমি বাংলাদেশি শুনে উনি খুবই খুশি হয়েছেন। বাংলাদেশে কোনো দিন আসার ইচ্ছা প্রকাশ করেছেন।’
প্রথম ছবি মুক্তির পরপরই হায়দরাবাদে বাসা নিয়েছেন মেঘলা মুক্তা। তিনি বলেন, ‘ভাষাটা ভিন্ন হতে পারে, তবে পরিবেশটা আমাদের মতোই। ওখানকার মানুষ যেভাবে আপন করে নিয়েছেন, তাতে কখনোই মনে হয়নি যে আমি দেশের বাইরে আছি।’
বাংলাদেশের ছবিতেও শুটিং করছেন মেঘলা মুক্তা। সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ ছবির নায়িকা তিনি। শুটিং শেষে এখন ছবিটির পোস্ট প্রোডাকশন চলছে। শিগগিরই মুক্তি পাবে ছবিটি। ছবিটি নিয়ে মেঘলা বলেন, ‘সমাজের একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প দেখা যাবে এ ছবিতে। আমার চরিত্রের নাম মায়া। এ চরিত্রের অনেকগুলো শেড রয়েছে।’ জানুয়ারি মাসে মেঘলা শুটিং করবেন কৌশিক শংকর দাশ পরিচালিত ‘পাঞ্চ’ ছবির।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু মেঘলা মুক্তার। ২০১৭ সালের ডিসেম্বর মাসে ভারতীয় এক বন্ধুর মাধ্যমে কাজের প্রস্তাব আসে। হায়দরাবাদে গিয়ে অডিশন দেন মেঘলা। একদিন খবর আসে অডিশনে টিকে গেছেন। শুরু হয় বাংলাদেশের মেয়ে মেঘলা মুক্তার ভারত জয়ের গল্প।
প্রথম ছবি শিবা গণেশ পরিচালিত ‘সাকালাকা ভাল্লাভুডু’ মুক্তি পেয়েছে ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি। দ্বিতীয় ছবি ‘ইয়্যারা চ্যারা’ করোনার কারণে মুক্তি আটকে ছিল। মাঝখানে কথা উঠেছিল ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ছবিটি। কিন্তু হল খুলে দেওয়ায় এখন হলে মুক্তির প্রস্তুতি চলছে। মেঘলা প্রস্তুতি নিচ্ছেন সেখানকার তৃতীয় ছবির শুটিংয়ের। গত মাসেই হায়দরাবাদে গিয়ে এই ছবির প্রাথমিক আলোচনা সেরেছেন।
তিনি বলেন, ‘কথা বলে এসেছি। এখনই কিছু বলতে চাচ্ছি না। আমার মা অসুস্থ। তিনি সুস্থ হলে হায়দরাবাদে গিয়ে কথা চূড়ান্ত করতে হবে। তখন সব বলব।’
করোনার প্রকোপ শুরু হলে বাংলাদেশে চলে আসেন মেঘলা। এখনো আছেন দেশে। মেঘলা বলেন, ‘ওখানে অভিনয়ের বিভিন্ন ওয়ার্কশপ করেছি। শেখার তো শেষ নেই। প্রতিনিয়তই শিখতে হয়। আমি ওখানকার একটা এজেন্সির আন্ডারে আছি। ওখানে প্রতিযোগিতা এত বেশি যে সব সময় চেষ্টা করতে হয় নিজের স্কিলগুলো আরও বাড়িয়ে তুলতে। সময়ও আসলে বেশি থাকে না। প্রতিদিন জিম থাকে। জিমের পর সুইমিং করি। ড্যান্স, মার্শাল আর্টের জন্য ক্লাস করতে হয়। হর্স রাইডিংও শিখছি। এতসবের মধ্যেই টুকটাক কর্মশালা করি। ঘরে ফিরে সময়টুকু বরাদ্দ থাকে কেবল ঘুমের জন্য, বিশ্রামের জন্য।’
তেলুগু ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান নিয়ে মেঘলা বলেন, ‘ওখানে আমার যাত্রা শুরু হলো মাত্র। বিশাল ইন্ডাস্ট্রি। সারা ভারত থেকে ওখানে কাজ করতে চায়। সবার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য ভার্সেটাইল হতে হয়। নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি। বিভিন্ন প্রোগ্রামে যাওয়া হয়। তখন ওখানকার সিনিয়রদেরও দেখা পাই। একদিন যেমন কিংবদন্তি নায়ক আক্কিনেনি নাগার্জুন স্যারের সঙ্গে দেখা হলো। ওনার সঙ্গে কথা হলো। আমি বাংলাদেশি শুনে উনি খুবই খুশি হয়েছেন। বাংলাদেশে কোনো দিন আসার ইচ্ছা প্রকাশ করেছেন।’
প্রথম ছবি মুক্তির পরপরই হায়দরাবাদে বাসা নিয়েছেন মেঘলা মুক্তা। তিনি বলেন, ‘ভাষাটা ভিন্ন হতে পারে, তবে পরিবেশটা আমাদের মতোই। ওখানকার মানুষ যেভাবে আপন করে নিয়েছেন, তাতে কখনোই মনে হয়নি যে আমি দেশের বাইরে আছি।’
বাংলাদেশের ছবিতেও শুটিং করছেন মেঘলা মুক্তা। সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ ছবির নায়িকা তিনি। শুটিং শেষে এখন ছবিটির পোস্ট প্রোডাকশন চলছে। শিগগিরই মুক্তি পাবে ছবিটি। ছবিটি নিয়ে মেঘলা বলেন, ‘সমাজের একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প দেখা যাবে এ ছবিতে। আমার চরিত্রের নাম মায়া। এ চরিত্রের অনেকগুলো শেড রয়েছে।’ জানুয়ারি মাসে মেঘলা শুটিং করবেন কৌশিক শংকর দাশ পরিচালিত ‘পাঞ্চ’ ছবির।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৪২ মিনিট আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
১ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৭ ঘণ্টা আগে