বিনোদন প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়িকা আঁচল আবার ব্যস্ত হচ্ছেন। অনেক দিন নতুন সিনেমায় দেখা যায়নি আঁচলকে। তবে এ বছর কয়েকটি সিনেমা নিয়ে খবরের শিরোনামে আছেন তিনি। কয়েক দিন আগে শেষ করলেন ‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং। সিনেমাটি বানিয়েছেন মনতাজুর রহমান আকবর। এই নির্মাতার সঙ্গে এর আগে ‘আয়না’ ও ‘কাজের ছেলে’ সিনেমায় অভিনয় করলেও ডিপজলের সঙ্গে আঁচলের এই প্রথম। নতুন ছবিতে ডিপজলের নায়িকা তিনি।
কেমন অভিনয় করলেন আঁচল? ডিপজল বলছেন, ‘আঁচল ভালো অভিনেত্রী। কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’ নির্মাতা বলছেন, ‘আমার কাছ থেকে চরিত্রটির ব্যাপারে শোনার পর আর কিছু বলা লাগেনি আঁচলকে। নিজের মতো করে মেকআপ-গেটআপ ঠিক করেছে।’
‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং হয়েছে সাভারে। গত ১৬ জুন থেকে শুরু হয়েছিল শুটিং। একটানা কাজ চলেছে লকডাউনের আগের দিন পর্যন্ত। সব কাজ শেষ হলেও বাকি আছে মাত্র একটি গান।
ডিপজলের সঙ্গে প্রথম কাজ। কেমন ছিল অভিজ্ঞতা? আঁচল বলছেন, ‘সিনেমার প্রতি তাঁর যে আন্তরিকতা, এটা আমাকে মুগ্ধ করেছে। শুটিং হয়েছে প্রতিদিন দুই শিফটে। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলত শুটিং। পুরোটা সময় ডিপজল ভাই আমাকে নানাভাবে পরামর্শ দিয়েছেন।’
চিত্রনায়িকা আঁচল আবার ব্যস্ত হচ্ছেন। অনেক দিন নতুন সিনেমায় দেখা যায়নি আঁচলকে। তবে এ বছর কয়েকটি সিনেমা নিয়ে খবরের শিরোনামে আছেন তিনি। কয়েক দিন আগে শেষ করলেন ‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং। সিনেমাটি বানিয়েছেন মনতাজুর রহমান আকবর। এই নির্মাতার সঙ্গে এর আগে ‘আয়না’ ও ‘কাজের ছেলে’ সিনেমায় অভিনয় করলেও ডিপজলের সঙ্গে আঁচলের এই প্রথম। নতুন ছবিতে ডিপজলের নায়িকা তিনি।
কেমন অভিনয় করলেন আঁচল? ডিপজল বলছেন, ‘আঁচল ভালো অভিনেত্রী। কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’ নির্মাতা বলছেন, ‘আমার কাছ থেকে চরিত্রটির ব্যাপারে শোনার পর আর কিছু বলা লাগেনি আঁচলকে। নিজের মতো করে মেকআপ-গেটআপ ঠিক করেছে।’
‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং হয়েছে সাভারে। গত ১৬ জুন থেকে শুরু হয়েছিল শুটিং। একটানা কাজ চলেছে লকডাউনের আগের দিন পর্যন্ত। সব কাজ শেষ হলেও বাকি আছে মাত্র একটি গান।
ডিপজলের সঙ্গে প্রথম কাজ। কেমন ছিল অভিজ্ঞতা? আঁচল বলছেন, ‘সিনেমার প্রতি তাঁর যে আন্তরিকতা, এটা আমাকে মুগ্ধ করেছে। শুটিং হয়েছে প্রতিদিন দুই শিফটে। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলত শুটিং। পুরোটা সময় ডিপজল ভাই আমাকে নানাভাবে পরামর্শ দিয়েছেন।’
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৪ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৬ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৯ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১১ ঘণ্টা আগে