বিনোদন ডেস্ক
২২ বছর আগে ঠিক আজকের দিনে বড় পর্দায় মুক্তি পেয়েছিল টালিউডের অন্যতম সিনেমা ‘সাথী’। এই সিনেমা দিয়েই টালিউডে পথ চলা শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেতা জিৎ। হরনাথ চক্রবর্তী পরিচালিত প্রেমের এই ছবিতে অভিনয়ের পরেই গতি পেয়েছিল অভিনেতার ক্যারিয়ার। অন্যদিকে, ইন্ডাস্ট্রি পেয়েছিল ‘ও বন্ধু, তুমি শুনতে কি পাও’-এর মতো সুপারহিট গান এবং জিৎ ও প্রিয়াঙ্কার নতুন জুটি।
দুই চোখে বলিউডের সুপারস্টার হওয়ার স্বপ্ন নিয়ে ১৯৯৫ সালে জিতেন্দ্র পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। দুই বছরের চেষ্টার পর অবশেষে একটি হিন্দি মিউজিক অ্যালবামে কাজের সুযোগ পেলেন তিনি। অ্যালবামের নাম ‘বেওয়াফা তেরা মাসুম চেহেরা’। এরপর বলিউডের বেশ কিছু সিনেমার জন্য অডিশন দিতে শুরু করেন তিনি, কিন্তু প্রতিবারই সুযোগ ফসকে যাচ্ছিল তাঁর হাত থেকে। সুযোগ এল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রজগৎ থেকে।
এরপর একটি তামিল সিনেমায় অভিনয়ের সুযোগ পান জিতেন্দ্র। সেই ছবির নাম ‘চান্দু’। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘চান্দু’। হতাশ হয়ে তিনি ফিরে আসেন কলকাতায়। সেখানেই তাঁর জীবনের দ্বিতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইনিংস শুরু হওয়া বাকি ছিল! পরিচালক হরনাথ চক্রবর্তীর ‘সাথী’ সিনেমার নায়ক হয়ে জিতেন্দ্র থেকে তিনি হয়ে ওঠেন জিৎ। বাকিটা ইতিহাস।
‘সাথী’ সিনেমাটি শুধু জিতের নয়, টালিউড ইতিহাসেরও অন্যতম ব্যবসায়িক সফল সিনেমা। একটানা ২৫ সপ্তাহ ‘হাউসফুল’ ছিল সিনেমাটি। এর সাফল্যের পর জিতকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তাই দিনটি জিতের জীবনে খুবই গুরুত্বপূর্ণ।
দিনটিকে স্মরণ করে আজ শুক্রবার ফেসবুকে বিবৃতি দিয়েছেন জিৎ। সেখানেই প্রযোজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ান ও দর্শকদের ধন্যবাদ দিয়েছেন জিৎ। সঙ্গে জানিয়েছেন, শুধু ‘সাথী’ সিনেমার জন্য নয়, দিনটি অন্য একটি কারণেও তাঁর কাছে বিশেষ। কারণ ২০০৯ সালে আজকের এই দিনে মনের মানুষ মোহনার সঙ্গে প্রথমবার দেখা হয় জিতের। আর সেখান থেকেই প্রেম, বিয়ে।
টালিউড থেকে বহু দিন আগে সরে গেলেও ‘সাথী’র ২২তম জন্মদিনে স্মৃতিমেদুর প্রিয়াঙ্কাও। জিতের মতো তিনিও ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন।
২২ বছর আগে ঠিক আজকের দিনে বড় পর্দায় মুক্তি পেয়েছিল টালিউডের অন্যতম সিনেমা ‘সাথী’। এই সিনেমা দিয়েই টালিউডে পথ চলা শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেতা জিৎ। হরনাথ চক্রবর্তী পরিচালিত প্রেমের এই ছবিতে অভিনয়ের পরেই গতি পেয়েছিল অভিনেতার ক্যারিয়ার। অন্যদিকে, ইন্ডাস্ট্রি পেয়েছিল ‘ও বন্ধু, তুমি শুনতে কি পাও’-এর মতো সুপারহিট গান এবং জিৎ ও প্রিয়াঙ্কার নতুন জুটি।
দুই চোখে বলিউডের সুপারস্টার হওয়ার স্বপ্ন নিয়ে ১৯৯৫ সালে জিতেন্দ্র পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। দুই বছরের চেষ্টার পর অবশেষে একটি হিন্দি মিউজিক অ্যালবামে কাজের সুযোগ পেলেন তিনি। অ্যালবামের নাম ‘বেওয়াফা তেরা মাসুম চেহেরা’। এরপর বলিউডের বেশ কিছু সিনেমার জন্য অডিশন দিতে শুরু করেন তিনি, কিন্তু প্রতিবারই সুযোগ ফসকে যাচ্ছিল তাঁর হাত থেকে। সুযোগ এল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রজগৎ থেকে।
এরপর একটি তামিল সিনেমায় অভিনয়ের সুযোগ পান জিতেন্দ্র। সেই ছবির নাম ‘চান্দু’। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘চান্দু’। হতাশ হয়ে তিনি ফিরে আসেন কলকাতায়। সেখানেই তাঁর জীবনের দ্বিতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইনিংস শুরু হওয়া বাকি ছিল! পরিচালক হরনাথ চক্রবর্তীর ‘সাথী’ সিনেমার নায়ক হয়ে জিতেন্দ্র থেকে তিনি হয়ে ওঠেন জিৎ। বাকিটা ইতিহাস।
‘সাথী’ সিনেমাটি শুধু জিতের নয়, টালিউড ইতিহাসেরও অন্যতম ব্যবসায়িক সফল সিনেমা। একটানা ২৫ সপ্তাহ ‘হাউসফুল’ ছিল সিনেমাটি। এর সাফল্যের পর জিতকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তাই দিনটি জিতের জীবনে খুবই গুরুত্বপূর্ণ।
দিনটিকে স্মরণ করে আজ শুক্রবার ফেসবুকে বিবৃতি দিয়েছেন জিৎ। সেখানেই প্রযোজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ান ও দর্শকদের ধন্যবাদ দিয়েছেন জিৎ। সঙ্গে জানিয়েছেন, শুধু ‘সাথী’ সিনেমার জন্য নয়, দিনটি অন্য একটি কারণেও তাঁর কাছে বিশেষ। কারণ ২০০৯ সালে আজকের এই দিনে মনের মানুষ মোহনার সঙ্গে প্রথমবার দেখা হয় জিতের। আর সেখান থেকেই প্রেম, বিয়ে।
টালিউড থেকে বহু দিন আগে সরে গেলেও ‘সাথী’র ২২তম জন্মদিনে স্মৃতিমেদুর প্রিয়াঙ্কাও। জিতের মতো তিনিও ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন।
শুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৩ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৫ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৫ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৬ ঘণ্টা আগে