বিনোদন প্রতিবেদক
ঢাকা: কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সের প্যারিসে পৌঁছেছেন আজমেরি হক বাঁধন। সঙ্গে আরও ছয়জন। ‘রেহানা মরিয়ম নূর’ ছবির সাতজনের টিম ফ্রান্সে পৌঁছেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাতজনের টিম কানে গেলেও গ্রুপ ফটোতে ৬ জনকে পাওয়া গেছে। দেখা গেল না পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে। আজমেরি হক বাঁধন জানালেন, সাদ আছেন ক্যামেরার পেছনে। ছবিটি তুলেছেন তিনিই। তাই তাকে পাওয়া যায়নি ছবিতে।
ছবিতে দেখা গেছে, গাছপালায় ভরা এক বাড়ির সামনে বসে আছেন তারা। বাঁধন জানাচ্ছেন, এটি মূলত বাগানবাড়ি। কান শহর থেকে খানিকটা দূরে এই বাড়িটি দশদিনের জন্য ভাড়া করেছেন তারা। হোটেলে না উঠে এই বাগানবাড়িতে থাকার একমাত্র কারণ– কোয়ারেন্টিন।
ফ্রান্সের ভিসার শর্ত ছিল ১০ দিনের কোয়ারেন্টিন। সে হিসেবে শুক্রবার (২৫ জুন) রাতে প্যারিসে নেমেই সোজা চলে গেছেন ওই বাগানবাড়িতে। ৪ জুলাই পর্যন্ত চলবে কোয়ারিন্টিন। ততদিন পর্যন্ত এ বাড়িতেই কাটবে তাঁদের সময়।
৫ জুলাই এই টিম যাবে কান শহরে। ১৬ জুলাই ‘রেহানা মরিয়ম নূর’ টিমের জন্য বিশেষ দিন। ওই দিনই জানা যাবে ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটির ভাগ্যে কোনো পুরস্কার জুটবে কিনা। তবে এর আগে ছবিটি উৎসবে দেখানো হবে।
বাঁধন ও টিম হাঁটবেন কান ফেস্টিভ্যালের রেট কার্পেটে। বাঁধনের জোর বিশ্বাস, ‘আন সার্টেইন রিগার্ড’ ক্যাটাগরিতে পুরস্কারও জিততে পারে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি।
বিদেশে তো এর আগেও আসা হয়েছে। তবে এবার অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে পরীক্ষা দিতে এসেছি। টেনশনে কাটছে প্রতিটি দিন। অপেক্ষায় আছি সিনেমাটি কবে দেখবো। আমি নিজেই এখনো ছবিটি দেখিনি। বোঝেন তাহলে এখন কোন অবস্থায় আছি।
আজমেরি হক বাঁধন, ‘রেহানা মরিয়ম নূর’ অভিনেত্রী
সাদরা ফিরবেন ১৮ জুলাই। কান উৎসবে যোগ দিতে পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ও বাঁধন ছাড়াও গেছেন সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন, সহ–প্রযোজক রাজিব মহাজন ও নির্বাহী প্রযোজক বাবু।
ঢাকা: কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সের প্যারিসে পৌঁছেছেন আজমেরি হক বাঁধন। সঙ্গে আরও ছয়জন। ‘রেহানা মরিয়ম নূর’ ছবির সাতজনের টিম ফ্রান্সে পৌঁছেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাতজনের টিম কানে গেলেও গ্রুপ ফটোতে ৬ জনকে পাওয়া গেছে। দেখা গেল না পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে। আজমেরি হক বাঁধন জানালেন, সাদ আছেন ক্যামেরার পেছনে। ছবিটি তুলেছেন তিনিই। তাই তাকে পাওয়া যায়নি ছবিতে।
ছবিতে দেখা গেছে, গাছপালায় ভরা এক বাড়ির সামনে বসে আছেন তারা। বাঁধন জানাচ্ছেন, এটি মূলত বাগানবাড়ি। কান শহর থেকে খানিকটা দূরে এই বাড়িটি দশদিনের জন্য ভাড়া করেছেন তারা। হোটেলে না উঠে এই বাগানবাড়িতে থাকার একমাত্র কারণ– কোয়ারেন্টিন।
ফ্রান্সের ভিসার শর্ত ছিল ১০ দিনের কোয়ারেন্টিন। সে হিসেবে শুক্রবার (২৫ জুন) রাতে প্যারিসে নেমেই সোজা চলে গেছেন ওই বাগানবাড়িতে। ৪ জুলাই পর্যন্ত চলবে কোয়ারিন্টিন। ততদিন পর্যন্ত এ বাড়িতেই কাটবে তাঁদের সময়।
৫ জুলাই এই টিম যাবে কান শহরে। ১৬ জুলাই ‘রেহানা মরিয়ম নূর’ টিমের জন্য বিশেষ দিন। ওই দিনই জানা যাবে ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটির ভাগ্যে কোনো পুরস্কার জুটবে কিনা। তবে এর আগে ছবিটি উৎসবে দেখানো হবে।
বাঁধন ও টিম হাঁটবেন কান ফেস্টিভ্যালের রেট কার্পেটে। বাঁধনের জোর বিশ্বাস, ‘আন সার্টেইন রিগার্ড’ ক্যাটাগরিতে পুরস্কারও জিততে পারে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি।
বিদেশে তো এর আগেও আসা হয়েছে। তবে এবার অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে পরীক্ষা দিতে এসেছি। টেনশনে কাটছে প্রতিটি দিন। অপেক্ষায় আছি সিনেমাটি কবে দেখবো। আমি নিজেই এখনো ছবিটি দেখিনি। বোঝেন তাহলে এখন কোন অবস্থায় আছি।
আজমেরি হক বাঁধন, ‘রেহানা মরিয়ম নূর’ অভিনেত্রী
সাদরা ফিরবেন ১৮ জুলাই। কান উৎসবে যোগ দিতে পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ও বাঁধন ছাড়াও গেছেন সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন, সহ–প্রযোজক রাজিব মহাজন ও নির্বাহী প্রযোজক বাবু।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৬ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৭ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১২ ঘণ্টা আগে