বিনোদন ডেস্ক
গতকাল মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে বাবা-ছেলের মধ্যকার ভালোবাসা, আবেগ ও অভিমানের গল্প। এদিকে রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর মারা গেছেন তিন বছরের বেশি সময় হয়েছে। অ্যানিমেল মুক্তির আগে বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে কথা বলেছেন রণবীর।
বাবা হিসেবে ঋষি কাপুরকে শ্রদ্ধা করলেও সেই টান বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁদের মধ্যে ছিল না বলেই দাবি করেছেন রণবীর। সঙ্গে জানিয়েছেন ঋষি কাপুরের চলে যাওয়া, না থাকাটা তিনি এখনো পুরোপুরিভাবে অনুভব করে উঠতে পারেননি।
আনস্টপেবল এনবিকেতে ‘অ্যানিমেল’ সিনেমার প্রচারে রণবীর বলেন, ‘শৈশবে বাবার খুব একটা ঘনিষ্ঠ ছিলাম না আমি। ওর সঙ্গে (অ্যানিমেল সিনেমায় অর্জুনের চরিত্র) ওর বাবার সম্পর্ক যেমন ছিল, আমাদেরটাও তাই ছিল। আমি তাঁকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম কিন্তু একটা দূরত্ব ছিলই। আমি মনে করি ভারতের প্রায় সব জায়গাতেই বাবা-ছেলের সম্পর্ক একটু নীরস। ফলে এই গল্পের সেই জায়গাটার সঙ্গে নিজের ভীষণ মিল খুঁজে পেয়েছি।’
বাবার মৃত্যু প্রসঙ্গে রণবীর বলেন, ‘সন্তানের কাছে বাবার মৃত্যুর থেকে বড় শোক আর কীই বা হতে পারে। কিন্তু কয়েক বছর আগে আমি বাবাকে হারিয়েছি তাও তাঁর চলে যাওয়া, না থাকাটা আমি অনুভব করে উঠতে পারিনি। কারণ সব সময় আমাদের শেখানো হয়—ছেলে মানেই তোমাকে শক্ত থাকতে হবে, বেশি এক্সপ্রেস করা যাবে না।’
‘অ্যানিমেল’-এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমাটির প্রথম গানে তাঁদের রসায়ন প্রশংসা কুড়িয়েছে। আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ট্রেলার দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে। এ ছাড়া সিনেমাটিতে আরও দেখা যাবে অনিল কাপুর, ববি দেওলকে।
গতকাল মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে বাবা-ছেলের মধ্যকার ভালোবাসা, আবেগ ও অভিমানের গল্প। এদিকে রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর মারা গেছেন তিন বছরের বেশি সময় হয়েছে। অ্যানিমেল মুক্তির আগে বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে কথা বলেছেন রণবীর।
বাবা হিসেবে ঋষি কাপুরকে শ্রদ্ধা করলেও সেই টান বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁদের মধ্যে ছিল না বলেই দাবি করেছেন রণবীর। সঙ্গে জানিয়েছেন ঋষি কাপুরের চলে যাওয়া, না থাকাটা তিনি এখনো পুরোপুরিভাবে অনুভব করে উঠতে পারেননি।
আনস্টপেবল এনবিকেতে ‘অ্যানিমেল’ সিনেমার প্রচারে রণবীর বলেন, ‘শৈশবে বাবার খুব একটা ঘনিষ্ঠ ছিলাম না আমি। ওর সঙ্গে (অ্যানিমেল সিনেমায় অর্জুনের চরিত্র) ওর বাবার সম্পর্ক যেমন ছিল, আমাদেরটাও তাই ছিল। আমি তাঁকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম কিন্তু একটা দূরত্ব ছিলই। আমি মনে করি ভারতের প্রায় সব জায়গাতেই বাবা-ছেলের সম্পর্ক একটু নীরস। ফলে এই গল্পের সেই জায়গাটার সঙ্গে নিজের ভীষণ মিল খুঁজে পেয়েছি।’
বাবার মৃত্যু প্রসঙ্গে রণবীর বলেন, ‘সন্তানের কাছে বাবার মৃত্যুর থেকে বড় শোক আর কীই বা হতে পারে। কিন্তু কয়েক বছর আগে আমি বাবাকে হারিয়েছি তাও তাঁর চলে যাওয়া, না থাকাটা আমি অনুভব করে উঠতে পারিনি। কারণ সব সময় আমাদের শেখানো হয়—ছেলে মানেই তোমাকে শক্ত থাকতে হবে, বেশি এক্সপ্রেস করা যাবে না।’
‘অ্যানিমেল’-এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমাটির প্রথম গানে তাঁদের রসায়ন প্রশংসা কুড়িয়েছে। আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ট্রেলার দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে। এ ছাড়া সিনেমাটিতে আরও দেখা যাবে অনিল কাপুর, ববি দেওলকে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে