ফারুকীর রাজনৈতিক স্যাটায়ার

‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮: ৩৭
Thumbnail image
মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। পলিটিক্যাল স‍্যাটায়ার ঘরানার ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকটির গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন ফারুকী। এক যুগের বেশি সময় পর ফারুকী এবার ফিরছেন ৪২০-এর ডাবলআপ ‘৮৪০’ নিয়ে। ট্যাগলাইনে লেখা হয়েছে, ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। তবে এবার কেবল টিভির পর্দাতেই নয়, ৮৪০ দেখা যাবে সিনেমা হলে এবং ওটিটিতে। গতকাল ট্রেলার রিলিজ করে এমনটি জানালেন নির্মাতা।

৪২০-এর মতো ৮৪০ পলিটিক্যাল স‍্যাটায়ার হলেও এটি প্রথমটির সিক্যুয়েল নয়। ৪২০ ধারাবাহিকের অন্যতম প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও লুৎফর রহমান জর্জ। এবার নেই তাঁদের কেউ। শুধু অভিনয়শিল্পী নয়, একেবারে নতুন একটি গল্প দেখা যাবে ৮৪০ সিনেমায়।

‘নির্বাচন হচ্ছে এমন একটা সিস্টেম, যেখানে যারা বাথরুমের ফ্ল্যাশ ব্যবহার করতে পারে না, তারা নির্ধারণ করে শহরের মেয়র কে হবে’—ফজলুর রহমান বাবুর এমন সংলাপ দিয়ে শুরু হয় তিন মিনিটের ট্রেলার। ১০৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জেতেন নাসির উদ্দিন খান। নিজেই বস্তিতে আগুন লাগিয়ে দিয়ে ত্রাণ নিয়ে হাজির হন। অর্থ পাচার করে দুবাইয়ে কেনেন ফ্ল্যাট। সবাই তাঁর কার্যকলাপে বিরক্ত। অনেকেই বলছেন, এমন সময়ে দরকার একটি অরাজনৈতিক নেতৃত্ব। ট্রেলারে উঠে এসেছে গুমের ঘটনাও। একসময় দেশ ছেড়ে পালিয়ে যান নাসির উদ্দিন।

‘৮৪০’ সিনেমায় নাসির উদ্দিন খান
‘৮৪০’ সিনেমায় নাসির উদ্দিন খান

৮৪০ সিনেমায় আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, জাকিয়া বারী মম, বিজরী বরকতউল্লাহ, শাহরিয়ার নাজিম জয়, নাদের চৌধুরী, তানজিম সাইয়ারা তটিনী, আশুতোষ সুজন প্রমুখ।

সিনেমার দৃশ্যে জাকিয়া বারী মম
সিনেমার দৃশ্যে জাকিয়া বারী মম

৪২০কেও ছাড়িয়ে যাবে ৮৪০, এমনটি প্রত্যাশা করছেন মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাতা ফেসবুকে লেখেন, ‘পলিটিক্যাল স‍্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বর ভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ৪২০। কিন্তু গত ১৫-১৬ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছু ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ৪২০-এর ডাবলআপ ৮৪০!’

ট্রেলার দেখে কেউ কেউ ভাবছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও ঘটনাপ্রবাহ নিয়েই ৮৪০ বানিয়েছেন ফারুকী। ফেসবুক স্ট্যাটাসে ফারুকী জানিয়েছেন, প্রায় এক বছর আগে নওগাঁ-রাজশাহীতে ৮৪০-এর শুটিং করা হয়। তাহলে বাস্তবতার সঙ্গে এত মিল পাওয়া যাচ্ছে কেন? সবই কি কাকতাল?

সিনেমার দৃশ্যে ফজলুর রহমান বাবু
সিনেমার দৃশ্যে ফজলুর রহমান বাবু

এমন প্রশ্ন যে উঠবে, তা আগেই ধারণা করেছিলেন ফারুকী। তাই গত আগস্টে সিনেমাটি নিয়ে ফেসবুকে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ৪২০। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তা-ও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম যে এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটা কোন সাহসে বানালাম?’

জাকির চরিত্রে মারজুক রাসেল
জাকির চরিত্রে মারজুক রাসেল

ট্রেলার রিলিজ হলেও এটি কবে এবং কোথায় দেখা যাবে, তা জানানো হয়নি। আজ সিনেমার পোস্টার রিলিজ দেওয়ার কথা। এরপর জানানো হবে মুক্তির তারিখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত