ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ঈদুল আজহায় ‘জংলি’ সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। গত ২৯ মার্চের অ্যানাউন্সমেন্ট পোস্টারে ছিল সেই বার্তা। কিন্তু এবার ঈদে মুক্তির মিছিল থেকে নিজেদের সরিয়ে নিল ‘জংলি’। বিষয়টি আজকের পত্রিকার কাছে নিশ্চিত করেছেন নির্মাতা এম রাহিম।

কারণ হিসেবে এম রাহিম জানালেন সময়স্বল্পতার কথা। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘টানা শুটিং করেছি আমরা। শুটিংয়ের সঙ্গে এর পোস্ট প্রোডাকশনের কাজও চলেছে। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবু আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়। প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। আমার কাছে মনে হচ্ছে দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব হবে না এই ঈদে। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

‘শান’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল এম রাহিমের। প্রথম সিনেমা মুক্তির দুই বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণে নেমেছিলেন তিনি। মুক্তির জন্য ঈদের মতো বড় উৎসবকেই বেছে নিয়েছিলেন।

‘জংলি’র মূল ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর বিপরীতে রয়েছেন শবনম বুবলী। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। সিনেমার চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত