গল্পের টানেই দর্শক হলে আসছেন: ঐশী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ১৩: ২৯
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৩: ৩৬

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আদম’। এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও ‘স্বপ্নজাল’ সিনেমার অভিনেতা ইয়াশ রোহান। নির্মাতা আবু তাওহীদ হিরণের পরিচালনায় ‘আদম’ চলচ্চিত্রটি দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: অভিনেত্রীর ফেসবুকঈদের দিন ঐশী আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘খুব টেনশন হচ্ছে, ইচ্ছে করছে প্রথম শোতে কাউকে পাঠাই।’ সেদিন বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাস পরিদর্শনে গিয়েছিলেন অভিনেত্রী। দর্শকদের ভালোবাসায় আপ্লুত ঐশী। 

আজ সোমবার আজকের পত্রিকার সঙ্গে কথা হয় ঐশীর। দুদিনের হল পরিদর্শনের অভিজ্ঞতায় অভিনেত্রী বলেন, ‘এত মানুষের ভালোবাসা পেয়েছি, তা বলে বোঝাতে পারব না। প্রায় প্রতিটি শো-ই হাউসফুল। গল্পের টানেই হলে দর্শক আসছেন।’ 

আদম সিনেমার পোস্টার।উল্লেখ্য, ছবিটিতে ঐশীর বিপরীতে আছেন ইয়াশ রোহান। এ ছাড়া অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন ও মিলন ভট্টাচার্য।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত