নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাইবার বুলিং নিয়ে গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ দিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদের কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
অভিযোগ দিয়ে বের হয়ে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব খুব ভয়াবহ হয়ে উঠেছে। অভিযোগ দিয়েছি। কার বা কোন পেইজের বিরুদ্ধে অভিযোগ, তা এখনই বলতে চাচ্ছি না।’
চিত্রনায়িকা অপু বলেন, তিনি অনুদানের চলচ্চিত্র ‘লাল শাড়ি’র প্রযোজক। কয়েক দিন আগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়। পরে চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। ওই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছেন গোয়েন্দারা। তিনি বলেন, ‘লাল শাড়ি ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে তিনি ডিবিতে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং অনেক বেড়ে গেছে।
কারণে-অকারণে ভিউ বাড়ানোর আশায় সাইবার বুলিং করা হচ্ছে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়। কারণ, আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা। কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।’
অপু বিশ্বাস বলেন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছেন। সাইবার ক্রাইমের কর্মকর্তারা তাঁকে আশ্বস্ত করেছেন।
ডিবি কার্যালয়ে যাওয়ার পর ডিবির অতিরিক্ত কমিশনার হারুন চিত্রনায়িকা অপুর সঙ্গে দুপুরের খাবার খান। খাবার টেবিলে তাঁদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। পরে হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে এসেছেন।
সাইবার বুলিং নিয়ে গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ দিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশীদের কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
অভিযোগ দিয়ে বের হয়ে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব খুব ভয়াবহ হয়ে উঠেছে। অভিযোগ দিয়েছি। কার বা কোন পেইজের বিরুদ্ধে অভিযোগ, তা এখনই বলতে চাচ্ছি না।’
চিত্রনায়িকা অপু বলেন, তিনি অনুদানের চলচ্চিত্র ‘লাল শাড়ি’র প্রযোজক। কয়েক দিন আগে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়। পরে চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। ওই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছেন গোয়েন্দারা। তিনি বলেন, ‘লাল শাড়ি ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে তিনি ডিবিতে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং অনেক বেড়ে গেছে।
কারণে-অকারণে ভিউ বাড়ানোর আশায় সাইবার বুলিং করা হচ্ছে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়। কারণ, আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা। কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।’
অপু বিশ্বাস বলেন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছেন। সাইবার ক্রাইমের কর্মকর্তারা তাঁকে আশ্বস্ত করেছেন।
ডিবি কার্যালয়ে যাওয়ার পর ডিবির অতিরিক্ত কমিশনার হারুন চিত্রনায়িকা অপুর সঙ্গে দুপুরের খাবার খান। খাবার টেবিলে তাঁদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। পরে হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে এসেছেন।
সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মিজানুর রহমান লাবুর সিনেমা ‘আতরবিবিলেন’। ফারজানা সুমি ও গোলাম মুস্তফা প্রকাশ অভিনীত সিনেমাটি এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।
৪ ঘণ্টা আগেগতকাল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরেই প্রেক্ষাগৃহে আসছে নির্মাতার শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’
৫ ঘণ্টা আগেগল্পটা শুরু হয়েছিল ১৩ বছর আগে। একটি শুটিং হাউসে। ২০১২ সালের ৯ এপ্রিলের কথা। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় মেহজাবীন চৌধুরীর। একটি কাজের ব্যাপারে আলাপ করতে শুটিং স্পটে এসেছিলেন রাজীব।
১৩ ঘণ্টা আগেচলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল রোজার ঈদে মুক্তি পাবে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার। এবার এল জংলির বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা। ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে সিনেমাটি।
১৪ ঘণ্টা আগে