বিনোদন ডেস্ক
কলকাতা ও পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি, মুম্বাইয়েও ধুমধাম করে হচ্ছে দুর্গাপূজা। মুম্বাইয়ের পূজার মধ্যে অন্যতম মুখার্জি বাড়ির পূজা। মুম্বাইয়ের জুহুতে মুখার্জি বাড়ির সদস্যদের প্রতিবছর এক ছাদের নিচে আনে দুর্গোৎসব। যেখানে প্রথম দিন থেকে পূজায় শামিল হন বলিউডের অনেক তারকা।
মুখার্জিদের পূজার মূল আকর্ষণ দুই বোন রানি মুখার্জি ও কাজলের যুগল ছবি। সারা বছর কোথাও দেখা হোক বা না হোক, জুহুতে পূজায় এক ছাদের নিচে দুই বোনের দেখা হবেই। পূজায় সবাইকে একসঙ্গে পান কাজলের মা, একসময়ের বাংলা ও হিন্দি সিনেমার নায়িকা তনুজা।
আজ শনিবার সপ্তমীর দুপুরে মুখার্জি বাড়ির পূজায় অনেকটা সময় কাটিয়েছেন রানি মুখার্জি। অতিথিদের সঙ্গে খোশমেজাজে গল্প করেছেন, প্রচুর সেলফিও তুলেছেন। আর গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় মুখার্জি বাড়ির পূজায় এসেছিলেন কাজলও। প্রতিমার সামনে বসে পূজার কাজেও হাত লাগান তিনি।
মুখার্জি বাড়ির পূজায় প্রতিবারের মতো এবারও বসেছে চাঁদের হাট। কাজল–রানি ছাড়াও বলিউডের অনেক অভিনেতা–অভিনেত্রীরাও এসেছেন। সপ্তমীতে মুখার্জি বাড়িতে তারার মেলা। ইমতিয়াজ আলি, তানিশা, কপিল শর্মা শোয়ের সুমনসহ আরও অনেকের দেখা মিলল মুখার্জি বাড়ির পূজায়।
মুখার্জি বাড়ির পূজা দেখতে এসে যেমন কাজল, রানি মুখার্জিকে দেখতে পাওয়া, তেমনই মুখার্জি বাড়ির পূজার আরেকটি বিশেষত্ব হলো, এখানেই পাওয়া যায় টুকরো বাংলা। বিভিন্ন ধরনের দোকান যেমন বসে, তেমনই খাওয়া–দাওয়ার বিশেষ আয়োজনও করা হয়। এ ছাড়া পূজার ‘ভোগ’ তো রয়েছেই। ফলে মুম্বাইয়ে প্রবাসী বাঙালিদের কাছে মুখার্জি বাড়ির পূজা অন্য এক আকর্ষণ।
কলকাতা ও পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি, মুম্বাইয়েও ধুমধাম করে হচ্ছে দুর্গাপূজা। মুম্বাইয়ের পূজার মধ্যে অন্যতম মুখার্জি বাড়ির পূজা। মুম্বাইয়ের জুহুতে মুখার্জি বাড়ির সদস্যদের প্রতিবছর এক ছাদের নিচে আনে দুর্গোৎসব। যেখানে প্রথম দিন থেকে পূজায় শামিল হন বলিউডের অনেক তারকা।
মুখার্জিদের পূজার মূল আকর্ষণ দুই বোন রানি মুখার্জি ও কাজলের যুগল ছবি। সারা বছর কোথাও দেখা হোক বা না হোক, জুহুতে পূজায় এক ছাদের নিচে দুই বোনের দেখা হবেই। পূজায় সবাইকে একসঙ্গে পান কাজলের মা, একসময়ের বাংলা ও হিন্দি সিনেমার নায়িকা তনুজা।
আজ শনিবার সপ্তমীর দুপুরে মুখার্জি বাড়ির পূজায় অনেকটা সময় কাটিয়েছেন রানি মুখার্জি। অতিথিদের সঙ্গে খোশমেজাজে গল্প করেছেন, প্রচুর সেলফিও তুলেছেন। আর গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় মুখার্জি বাড়ির পূজায় এসেছিলেন কাজলও। প্রতিমার সামনে বসে পূজার কাজেও হাত লাগান তিনি।
মুখার্জি বাড়ির পূজায় প্রতিবারের মতো এবারও বসেছে চাঁদের হাট। কাজল–রানি ছাড়াও বলিউডের অনেক অভিনেতা–অভিনেত্রীরাও এসেছেন। সপ্তমীতে মুখার্জি বাড়িতে তারার মেলা। ইমতিয়াজ আলি, তানিশা, কপিল শর্মা শোয়ের সুমনসহ আরও অনেকের দেখা মিলল মুখার্জি বাড়ির পূজায়।
মুখার্জি বাড়ির পূজা দেখতে এসে যেমন কাজল, রানি মুখার্জিকে দেখতে পাওয়া, তেমনই মুখার্জি বাড়ির পূজার আরেকটি বিশেষত্ব হলো, এখানেই পাওয়া যায় টুকরো বাংলা। বিভিন্ন ধরনের দোকান যেমন বসে, তেমনই খাওয়া–দাওয়ার বিশেষ আয়োজনও করা হয়। এ ছাড়া পূজার ‘ভোগ’ তো রয়েছেই। ফলে মুম্বাইয়ে প্রবাসী বাঙালিদের কাছে মুখার্জি বাড়ির পূজা অন্য এক আকর্ষণ।
একের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সইফ আলি খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
১ ঘণ্টা আগেবলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
৩ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৪ ঘণ্টা আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
৪ ঘণ্টা আগে