Ajker Patrika

ছবিতে তারকাদের বৈশাখ উদ্‌যাপন

বিনোদন প্রতিবেদক
ছবিতে তারকাদের বৈশাখ উদ্‌যাপন

মহামারি করোনার কারণে গেল দুই বছর মহাসংকটে ছিলো পৃথিবী। সেই স্থবিরতা কাটিয়ে এ বছর প্রাণ পেলো বাঙালির বর্ষ বরণ অনুষ্ঠান। দুই বছর পর স্বমহিমায় ফিরেছে এই শোভাযাত্রা। ছিলো হাজার হাজার মানুষের সতস্ফূর্ত অংশ্রগ্রহণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই উৎসবের রেশ। শুধু সাধারণ মানুষ নয়, প্রাণের এই উৎসব রাঙিয়ে তুলছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে করছেন মঙ্গল কামনা। আহ্বান করছেন, আগামির পৃথিবীতে শান্তি নেমে আসুক। তারকারা বরণ করছেন ১৪২৯ সালকে।

 পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়নি। ২০২১ সালে হয়েছে সীমিত পরিসরে। দুই বছর পর এবার মঙ্গল শোভাযাত্রা অনেকটা চেনা রূপে ফিরছে। এমন খবরে আনন্দিত সংস্কৃতিকর্মী ও চারুকলার প্রাক্তন শিক্ষার্থীরা। অনেক তারকাই গিয়েছিলেন সেখানে।

 বর্ষ বরণের অন্য রকম এক আয়োজন করেছে স্যামসাং। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিল্পীদের প্রেরণা যোগাতে এই আয়োজনে যোগ দেন সাংস্কৃতিক অঙ্গনের দুই কিংবদন্তি সুবর্ণা মুস্তাফা এমপি ও আফজাল হোসেন, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনয় শিল্পী অপি করিম ও ইরেশ যাকের, স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক মি: হোয়ানসাং উ এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। তাঁরা শিশু শিল্পীদের গলায় পরিয়ে দেন বিজয়ীর মেডেল। হাতে তুলে দেন পুরস্কার ও সনদপত্র।

বর্ষ বরণের আয়োজনে চারুকলায় গিয়েছিলেন প্রাণ রায়- শাহনেওয়াজ কাকলী দম্পতি ও মেহের আফরোজ শাওনশাকিব খান নিউইয়র্ক থেকে নিজের সিনেমার কিছু স্টিল শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন
অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীও একসময় চারুকলায় পড়তেন। এবারের পয়লা বৈশাখের আগেও মুখোশ বানাতে গিয়েছেন তিনি
নিজের ছবি ফেসবুকে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ণিমা
স্ত্রী স্নাতা শাহরিন ও একমাত্র ছেলে শ্রেয়ানকে নিয়ে বৈশাখ উদ্‌যাপনে নেমেছিলেন শতাব্দি ওয়াদুদ
বৈশাখি সাজে সেজেছেন গোলাম ফরিদা ছন্দা
চারুকলায় গিয়েছিলেন অর্ষা
অভিনেতা রওনক হাসান স্ত্রী ও সন্তানকে নিয়ে বৈশাখ উদ্‌যাপন করছেন।
প্রতিবছরের মতো ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। শুভেচ্ছা জানিয়েছেন সকল বাঙালিকে।
রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা ও অভিনেতা-নির্দেশক মুস্তাফিজ শাহীন দম্পতির বৈশাখ উদ্‌যাপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত