
নানা ঘটনা-দুর্ঘটনায় বারবার পিছিয়েছে চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’-এর কাজ। মুক্তি পাবে আসছে এপ্রিল-ফুল অর্থাৎ আগামী মাসের ১ তারিখে। নতুন চলচ্চিত্র ও অন্যান্য খবর নিয়ে নুসরাত ফারিয়া মুখোমুখি হয়েছেন মীর রাকিব হাসানের।
যদি..কিন্তু.. তবুও..সিনেমাটির নামের মর্মার্থ কী?
শব্দগুলো যেমন দ্বিধার তৈরি করে, গল্পটা তেমন। যে চরিত্রের সূত্র ধরে গল্প আগায়, সেই আবির ছেলেটাও থাকে দ্বিধার মধ্যে। আবির চরিত্রটি করেছেন অপূর্ব ভাই আর আমি প্রীতির চরিত্রে। প্রীতি মেয়েটার জীবনে আছে এই দ্বিধাগ্রস্ত ছেলে আর তাঁর বাবা। 
সিনেমাটির শুটিংও শুরু থেকে শেষ অবদি ছিল দ্বিধার মধ্যে। কবে হবে শুরু আর কবে শেষ!
২০২০ সালের শুরুর দিকে এ সিনেমার ঘোষণা দিয়েছিল জি-ফাইভ। ২৫ ফেব্রুয়ারি ২০২০, ক্যামেরা ওপেন করার কথা ছিল। এর জি–ফাইভের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও বাংলাদেশে প্রথম ভেঞ্চার। নতুন জুটি অপূর্ব- ফারিয়া। কত কি চমক! কিন্তু বারবার সংবাদে আসে শুটিং পেছানোর খবরে। ফেব্রুয়ারি থেকে পিছিয়ে তারিখ পরে ১০ মার্চ। দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ায় থেমে যায় শুটিং। রোগটির প্রাদুর্ভাব কমে এলে পরিচালক আবার প্রস্তুতি নেন। অক্টোবরে শুরুর কথা থাকলেও ডেট মিলছিল না। শিহাব শাহীন ‘মরীচিকা’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আমি ‘পাতালঘর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম। এরপর ৮ নভেম্বর ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা থাকলেও অপূর্ব ভাই করোনায় আক্রান্ত হন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লড়েছেন করোনার সঙ্গে। ৩ ডিসেম্বর শুটিং পুনরায় চালু হলে এবার একই ভাইরাসে ধরাশায়ী হই আমি, পরিচালকসহ শিহাব শাহীনসহ টিমের কয়েকজন। আমার উপসর্গ জটিল না হলেও পরিচালক ভীষণভাবে আক্রান্ত হন।
শুধু কি করোনার সঙ্গে লড়াই?
‘কাটে না’ শিরোনামের যে গানে কণ্ঠ দিয়েছি তাও টেকনিক্যাল ফল্টের কারণে দুইবার রেকর্ড করতে হয়েছে। নতুন করে শুটিং করার আগে আমার ‘বঙ্গবন্ধু’র ডেট পড়ে গেল। শেষের দিন আমার মনে আছে যে, সান (সূর্যের আলো) চলে যাচ্ছে, আমরা শুট করতে পারছি না। পরেরদিন সকাল সাড়ে ৭টায় আমার মুম্বাই রওনা দিতে হবে। আমি রাত সাড়ে ৩টা পর্যন্ত শুটিং করে মুভি শেষ করে দিয়ে গিয়েছি। সিনেমাটি সর্বশেষ বাধার মুখে পড়লো ফেসবুক বিড়ম্বনায়।
মজার কিছু ঘটেনি?
একটা সেমি কিসিং সিন আছে। মানে, নায়ক মধ্যরাতে আসে আমার কাছে। তারপর কিছু একটা…এই সিন শুট করা শুরু হয়েছে রাত আড়াইটার সময়। মিনিমাম ২০টা টেক দরকার হয়েছে। কারণ আমরা দৃশ্যটা করতে গিয়ে হাঁসছিলাম প্রচুর। ওই ফিলিংসটাই আসছিল না। শিহাব ভাই তো আমাদের বকা দিচ্ছিল, তারপরও আমরা হাসি বন্ধ করতে পারছিলাম না। ডাবিংয়ে যখন দেখেছি তখন দেখলাম বেশ ভালোই হয়েছে দৃশ্যটা।
পরিচালক শিহাব শাহীন। বিপরীতে অপূর্ব, মুক্তি পাবে জি ফাইভে। এ কারণেই রাজি?
আমি তো রীতিমতো লোভে পড়ে কাজটা করেছি। যখন প্রস্তাব দেওয়া হলো তখনই বলেছি, কাজটা আমার করতেই হবে। অপূর্ব ভাইয়ের যে লাভার বয় একটা ইমেজ আছে, সেটার জন্য এই গল্পে ওনার চেয়ে বেটার অভিনেতা আমাদের দেশে আর কেউ আছেন বলে মনে হয় না। তাছাড়া আমরা যখন স্কুল কলেজে পড়েছি বা কল্পনায় ছিল না আমি এই জগতে আসবো, তখন থেকেই দেখতাম অপূর্ব ভাই মেয়েদের ক্রাশ। তার সঙ্গে রোমান্টিক গল্পে অভিনয় করা… বুঝতেই পারছেন আমার জন্য কতটা বড় ব্যাপার।
সিনেমায় নাকি সবার প্রচুর দৌড়াতে হয়েছে। ভিন্ন ভিন্ন জায়গায় দৃশ্যধারণ হয়েছে?
বিশ্রাম ছিল, আলাদা করে গল্প বলা কিংবা আড্ডার সুযোগ মেলেনি। সিক্যুয়েন্সের বাইরে এক ঘণ্টা আমরা বসে আড্ডা দিতে পারিনি। আছে না একটু রেস্ট নিয়ে বসে সিনটার জন্য নিজেকে তৈরি করি সেটা পারিনি। সিনেমাটি পুরা জার্নির মধ্যে হয়েছে। আমরা ছুটে বেড়িয়েছি প্রত্যেকটা দিন। আমারতো বিয়ে বিয়ে বিয়ে। আমার তো এই বিয়ের মেক আপ, আবার বিয়ের পরের কী মেক আপ। আবার কিনা বিয়ে আগের কী মেকআপ। হাতের নেইলপলিশ থাকবে না। আবার কিনা চোখের সাজটা এখন এইটা হবে। হেয়ারটা এমন থাকবে। মেক আপ নিয়ে আমার প্রচুর খাটুনি গেছে।

পরিচালক শিহাব শাহিনের সঙ্গে কাজের অভিজ্ঞতা?
শিহাব ভাই আমাকে বাচ্চাদের মতো আদর করে কাজ করিয়েছেন। কাজটি করে আমার প্রাপ্তি: খুবই ভালো কিছু রিলেশন তৈরি করেছি। একসঙ্গে ব্যাটলটা ফেইস করেছি। আমাদের যদি বন্ডিংটা তৈরি না হতো তাহলে সম্ভব হতো না। মনে হচ্ছে অপূর্ব ভাই, শিহাব ভাইয়ের সঙ্গে আমাদের টিমটা একটা ব্যাটল জয় করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ মিলেছে। সেই অভিজ্ঞতা কেমন?
আমরা অনেকেই ছিলাম। ওভাবে আলাদা করে কোনো কথা হয়নি। সবার সঙ্গে উনি পরিচয় হয়েছেন। ইন্ডিয়ান হাইকমিশনার আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন যে উনি বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী। উনি বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রটা করছেন। তিনি কনগ্রাচুলেট করেছেন, আমি ধন্যবাদ জানিয়েছি। সাকিব আল হাসানের সঙ্গেও কথা বলেছেন। খুবই অল্প সময়ের একটা মুহূর্ত ছিল। বড়জোর ৩ মিনিটের। আমি আসলেই লাকি যে এত অল্প বয়সে কিছুদিনের ব্যবধানে দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে পেরেছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে।
সামনের দিনের সিডিউল?
আটদিনের সফরে আজ (৩০ মার্চ) মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছি। ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শেষ লটের শুটিং। কোরবানির ঈদে ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে। ৫ তারিখ দেশে ফিরে ছবিটির গানের শুটিংয়ে অংশ নেবো। কলকাতাতেও দুটি সিনেমার শুটিং বাকি। এপ্রিল এবং মে মাসে শুটিংয়ে ছুটি। ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে ব্রিটিশ স্কুল অব ল কলেজে তৃতীয় বর্ষে পড়াশোনা চলছে। মে মাসে পরীক্ষা শেষ। জুনের শুরু থেকে লন্ডনে শুরু ‘বিবাহ অভিযান ২’, তারপর রাজাচন্দের নতুন সিনেমা। কলকাতার দুই সিনেমার শুটিং শেষে বাংলাদেশে টানা ডেট দেওয়া।

নানা ঘটনা-দুর্ঘটনায় বারবার পিছিয়েছে চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’-এর কাজ। মুক্তি পাবে আসছে এপ্রিল-ফুল অর্থাৎ আগামী মাসের ১ তারিখে। নতুন চলচ্চিত্র ও অন্যান্য খবর নিয়ে নুসরাত ফারিয়া মুখোমুখি হয়েছেন মীর রাকিব হাসানের।
যদি..কিন্তু.. তবুও..সিনেমাটির নামের মর্মার্থ কী?
শব্দগুলো যেমন দ্বিধার তৈরি করে, গল্পটা তেমন। যে চরিত্রের সূত্র ধরে গল্প আগায়, সেই আবির ছেলেটাও থাকে দ্বিধার মধ্যে। আবির চরিত্রটি করেছেন অপূর্ব ভাই আর আমি প্রীতির চরিত্রে। প্রীতি মেয়েটার জীবনে আছে এই দ্বিধাগ্রস্ত ছেলে আর তাঁর বাবা। 
সিনেমাটির শুটিংও শুরু থেকে শেষ অবদি ছিল দ্বিধার মধ্যে। কবে হবে শুরু আর কবে শেষ!
২০২০ সালের শুরুর দিকে এ সিনেমার ঘোষণা দিয়েছিল জি-ফাইভ। ২৫ ফেব্রুয়ারি ২০২০, ক্যামেরা ওপেন করার কথা ছিল। এর জি–ফাইভের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও বাংলাদেশে প্রথম ভেঞ্চার। নতুন জুটি অপূর্ব- ফারিয়া। কত কি চমক! কিন্তু বারবার সংবাদে আসে শুটিং পেছানোর খবরে। ফেব্রুয়ারি থেকে পিছিয়ে তারিখ পরে ১০ মার্চ। দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ায় থেমে যায় শুটিং। রোগটির প্রাদুর্ভাব কমে এলে পরিচালক আবার প্রস্তুতি নেন। অক্টোবরে শুরুর কথা থাকলেও ডেট মিলছিল না। শিহাব শাহীন ‘মরীচিকা’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আমি ‘পাতালঘর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম। এরপর ৮ নভেম্বর ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা থাকলেও অপূর্ব ভাই করোনায় আক্রান্ত হন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লড়েছেন করোনার সঙ্গে। ৩ ডিসেম্বর শুটিং পুনরায় চালু হলে এবার একই ভাইরাসে ধরাশায়ী হই আমি, পরিচালকসহ শিহাব শাহীনসহ টিমের কয়েকজন। আমার উপসর্গ জটিল না হলেও পরিচালক ভীষণভাবে আক্রান্ত হন।
শুধু কি করোনার সঙ্গে লড়াই?
‘কাটে না’ শিরোনামের যে গানে কণ্ঠ দিয়েছি তাও টেকনিক্যাল ফল্টের কারণে দুইবার রেকর্ড করতে হয়েছে। নতুন করে শুটিং করার আগে আমার ‘বঙ্গবন্ধু’র ডেট পড়ে গেল। শেষের দিন আমার মনে আছে যে, সান (সূর্যের আলো) চলে যাচ্ছে, আমরা শুট করতে পারছি না। পরেরদিন সকাল সাড়ে ৭টায় আমার মুম্বাই রওনা দিতে হবে। আমি রাত সাড়ে ৩টা পর্যন্ত শুটিং করে মুভি শেষ করে দিয়ে গিয়েছি। সিনেমাটি সর্বশেষ বাধার মুখে পড়লো ফেসবুক বিড়ম্বনায়।
মজার কিছু ঘটেনি?
একটা সেমি কিসিং সিন আছে। মানে, নায়ক মধ্যরাতে আসে আমার কাছে। তারপর কিছু একটা…এই সিন শুট করা শুরু হয়েছে রাত আড়াইটার সময়। মিনিমাম ২০টা টেক দরকার হয়েছে। কারণ আমরা দৃশ্যটা করতে গিয়ে হাঁসছিলাম প্রচুর। ওই ফিলিংসটাই আসছিল না। শিহাব ভাই তো আমাদের বকা দিচ্ছিল, তারপরও আমরা হাসি বন্ধ করতে পারছিলাম না। ডাবিংয়ে যখন দেখেছি তখন দেখলাম বেশ ভালোই হয়েছে দৃশ্যটা।
পরিচালক শিহাব শাহীন। বিপরীতে অপূর্ব, মুক্তি পাবে জি ফাইভে। এ কারণেই রাজি?
আমি তো রীতিমতো লোভে পড়ে কাজটা করেছি। যখন প্রস্তাব দেওয়া হলো তখনই বলেছি, কাজটা আমার করতেই হবে। অপূর্ব ভাইয়ের যে লাভার বয় একটা ইমেজ আছে, সেটার জন্য এই গল্পে ওনার চেয়ে বেটার অভিনেতা আমাদের দেশে আর কেউ আছেন বলে মনে হয় না। তাছাড়া আমরা যখন স্কুল কলেজে পড়েছি বা কল্পনায় ছিল না আমি এই জগতে আসবো, তখন থেকেই দেখতাম অপূর্ব ভাই মেয়েদের ক্রাশ। তার সঙ্গে রোমান্টিক গল্পে অভিনয় করা… বুঝতেই পারছেন আমার জন্য কতটা বড় ব্যাপার।
সিনেমায় নাকি সবার প্রচুর দৌড়াতে হয়েছে। ভিন্ন ভিন্ন জায়গায় দৃশ্যধারণ হয়েছে?
বিশ্রাম ছিল, আলাদা করে গল্প বলা কিংবা আড্ডার সুযোগ মেলেনি। সিক্যুয়েন্সের বাইরে এক ঘণ্টা আমরা বসে আড্ডা দিতে পারিনি। আছে না একটু রেস্ট নিয়ে বসে সিনটার জন্য নিজেকে তৈরি করি সেটা পারিনি। সিনেমাটি পুরা জার্নির মধ্যে হয়েছে। আমরা ছুটে বেড়িয়েছি প্রত্যেকটা দিন। আমারতো বিয়ে বিয়ে বিয়ে। আমার তো এই বিয়ের মেক আপ, আবার বিয়ের পরের কী মেক আপ। আবার কিনা বিয়ে আগের কী মেকআপ। হাতের নেইলপলিশ থাকবে না। আবার কিনা চোখের সাজটা এখন এইটা হবে। হেয়ারটা এমন থাকবে। মেক আপ নিয়ে আমার প্রচুর খাটুনি গেছে।

পরিচালক শিহাব শাহিনের সঙ্গে কাজের অভিজ্ঞতা?
শিহাব ভাই আমাকে বাচ্চাদের মতো আদর করে কাজ করিয়েছেন। কাজটি করে আমার প্রাপ্তি: খুবই ভালো কিছু রিলেশন তৈরি করেছি। একসঙ্গে ব্যাটলটা ফেইস করেছি। আমাদের যদি বন্ডিংটা তৈরি না হতো তাহলে সম্ভব হতো না। মনে হচ্ছে অপূর্ব ভাই, শিহাব ভাইয়ের সঙ্গে আমাদের টিমটা একটা ব্যাটল জয় করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ মিলেছে। সেই অভিজ্ঞতা কেমন?
আমরা অনেকেই ছিলাম। ওভাবে আলাদা করে কোনো কথা হয়নি। সবার সঙ্গে উনি পরিচয় হয়েছেন। ইন্ডিয়ান হাইকমিশনার আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন যে উনি বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী। উনি বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রটা করছেন। তিনি কনগ্রাচুলেট করেছেন, আমি ধন্যবাদ জানিয়েছি। সাকিব আল হাসানের সঙ্গেও কথা বলেছেন। খুবই অল্প সময়ের একটা মুহূর্ত ছিল। বড়জোর ৩ মিনিটের। আমি আসলেই লাকি যে এত অল্প বয়সে কিছুদিনের ব্যবধানে দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে পেরেছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে।
সামনের দিনের সিডিউল?
আটদিনের সফরে আজ (৩০ মার্চ) মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছি। ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শেষ লটের শুটিং। কোরবানির ঈদে ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে। ৫ তারিখ দেশে ফিরে ছবিটির গানের শুটিংয়ে অংশ নেবো। কলকাতাতেও দুটি সিনেমার শুটিং বাকি। এপ্রিল এবং মে মাসে শুটিংয়ে ছুটি। ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে ব্রিটিশ স্কুল অব ল কলেজে তৃতীয় বর্ষে পড়াশোনা চলছে। মে মাসে পরীক্ষা শেষ। জুনের শুরু থেকে লন্ডনে শুরু ‘বিবাহ অভিযান ২’, তারপর রাজাচন্দের নতুন সিনেমা। কলকাতার দুই সিনেমার শুটিং শেষে বাংলাদেশে টানা ডেট দেওয়া।

শত পর্বের মাইলফলক স্পর্শ করেছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। গত বছর নভেম্বরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছিল ধারাবাহিকটির। কে এম সোহাগ রানা পরিচালিত এ নাটকে নিপা চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তাবাসসুম ছোঁয়া।
২ ঘণ্টা আগে
গত রোজার ঈদে শাকিব খানকে নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে নির্মিত হয় ‘বরবাদ’। বেশ আলোচিত হয় শাহরিন আক্তার সুমি প্রযোজিত সিনেমাটি। আগামী বছরের ঈদের জন্য আরেকটি সিনেমা প্রযোজনা করছেন সুমি। তাঁর নতুন সিনেমা ‘রাক্ষস’-এর নায়ক সিয়াম আহমেদ।
২ ঘণ্টা আগে
১৯ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হওয়ার কথা ছিল নাট্যতীর্থ আয়োজিত ‘নবীন প্রবীণ নাট্যমেলা’ শীর্ষক আট দিনব্যাপী নাট্যোৎসব। তবে শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার কারণে শুরু হয়নি নবীন প্রবীণ নাট্যমেলা। অবশেষে আজ থেকে শুরু হচ্ছে এই নাট্যোৎসব।
২ ঘণ্টা আগে
আশির দশকের শেষ দিকে এবং নব্বইয়ের দশকের শুরুর দিকে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। ওই সময় প্রতিবছর ১০টির বেশি সিনেমা মুক্তি পেত তাঁর। তবে সাফল্যের তুঙ্গে থাকা অবস্থায়ই বড় একটি সিদ্ধান্ত নেন মাধুরী। তারকাখ্যাতি পাশ কাটিয়ে ব্যক্তিজীবনকে বেশি গুরুত্ব দেন।
২ ঘণ্টা আগে
শত পর্বের মাইলফলক স্পর্শ করেছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। গত বছর নভেম্বরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছিল ধারাবাহিকটির। কে এম সোহাগ রানা পরিচালিত এ নাটকে নিপা চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তাবাসসুম ছোঁয়া। তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
শিহাব আহমেদ

ধারাবাহিকটি যে এত লম্বা সময় ধরে চলবে, শুরুতে সেটা আঁচ করতে পেরেছিলেন?
শুরুতে ৮ পর্বের লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছিল। কিন্তু প্রচারের শুরুতেই আমরা দর্শকের ব্যাপক সাড়া পাই। তখন নির্মাতা সিদ্ধান্ত নিলেন, দর্শক যেহেতু এত ভালোবাসা দিচ্ছে, আমাদের উচিত এটা চালিয়ে যাওয়া।
এক বছরের বেশি সময় ধরে শুটিং করছেন, এই জার্নির অভিজ্ঞতা কেমন ছিল?
অনেক কিছু শিখেছি। দেনা পাওনা আমার জীবনে স্মরণীয় হয়ে থেকে যাবে। আগে কয়েকটা কাজ করলেও আমার অভিনয়ের হাতেখড়িটা এই নাটকের সেটেই হয়েছে। অভিনয়ে যতটা উন্নতি করেছি, তার কৃতিত্ব দেনা পাওনা নাটকের টিমের। সহশিল্পী, নির্মাতা থেকে শুরু করে ইউনিটের সবাই খুব সাপোর্ট করেছে। এ ছাড়া দর্শকের ভালোবাসা তো পেয়েছি। নিপা চরিত্রে পরিচিতি পেয়েছি, এখন মানুষ আমাকে চিনতে পারছে। সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটা খুব সুন্দর।
এই চরিত্র আপনার ব্যক্তিজীবনে কোনো প্রভাব ফেলেছে কি না?
বাস্তবজীবনেও আমি অনেকটা নিপার মতো হয়ে গেছি। এখন আমি মানুষকে বোঝার চেষ্টা করি। নরম করে কথা বলি, যেমনটা নিপা করে।
অনেকে বলে, এ নাটকে খায়রুল চরিত্রে অভিনয় করা অ্যালেন শুভ্রর সঙ্গে আপনি সম্পর্কে আছেন। আসলেই কি তাই?
দেনা পাওনা নাটকে আমাদের জুটির ওপর সবাই ক্রাশ খেয়েছে। ফেসবুকে রীতিমতো হুমকি দিয়ে আমাকে মন্তব্য করা হয়, নিপা, তুমি যদি খায়রুলকে বিয়ে না করো, তাহলে তোমাকে দেখে নেব। স্ক্রিনের মতো বাস্তবেও নাকি আমাদের খুব সুন্দর লাগে। দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক। বিষয়টা আমি খুব উপভোগ করি।
এ রকম হওয়ার কোনো সম্ভাবনা আছে?
অ্যালেন শুভ্র একজন জেন্টেলম্যান, নাইস পারসন। অ্যালেন ভাই সত্যিই খায়রুলের মতোই। তাঁর মধ্যে শিশুসুলভ ব্যাপার আছে। পর্দায় দেখে দর্শক যেমন তাঁর মায়ায় পড়ে, তেমনি অভিনয় করতে গিয়ে আমারও তাঁর প্রতি মায়া কাজ করে। মায়াটা হয়তো দুজনের মধ্যেই কাজ করে। এই কারণেই হয়তো পর্দায় এত ভালো লাগে। আমাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক আছে। কিন্তু এখন পর্যন্ত এমন কিছু হয়নি, যেমনটা মানুষ ভাবছে।
কনটেন্ট ক্রিয়েশন থেকে অভিনয়ে আসা। আপনার এই জার্নিটা নিয়ে জানতে চাই...
ক্যামেরার সঙ্গে আমার অনেক আগে থেকে খাতির ছিল। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি শিখতে চেয়েছিলাম। কিছুদিন গিটার শিখেছি। এরপর কনটেন্ট ক্রিয়েশন শুরুর পর বিভিন্ন শুটের প্রস্তাব আসে। শখের বশে করছিলাম। প্রথম অভিনয় ওটিটিতে। ইমরাউল রাফাতের ‘ওপেন কিচেন’ সিরিজে। সেখানে একটি ছোট চরিত্র করি। সেটা করতে গিয়েই মনে হয়, এ মাধ্যমেই নিয়মিত কাজ করব। আমি মনে করি, একজন প্রপার অভিনেত্রী হতে গেলে বেসিক লার্নিং দরকার। সে জন্য কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে চর্চা করে যেতে হবে। সেটাই করার চেষ্টা করছি। আমার জার্নিটা মাত্র শুরু, আশা করছি অনেক দূর যাবে।
অভিনয়কে কি পেশা হিসেবে নেওয়া যায়?
পেশা হিসেবেই নিয়েছি। হ্যাঁ, একটু ঝুঁকি তো থাকেই। আমার মনে হয়, শুধু অভিনয়ের ওপর নির্ভর না করে থাকলে ভালো। শুধু অভিনয় করব তা নয়, পাশাপাশি অনেক কিছু আছে। আমি কিন্তু কনটেন্ট ক্রিয়েশন আর অভিনয় দুটোই করছি। এমন কাজ করতে চাই, যেটাতে আমার অনীহা লাগবে না। যে কাজের প্রতি প্রেম থাকবে, সেটাই করতে চাই। আমার প্রেমটা অভিনয়ের সঙ্গে।
ধারাবাহিকটি যে এত লম্বা সময় ধরে চলবে, শুরুতে সেটা আঁচ করতে পেরেছিলেন?
শুরুতে ৮ পর্বের লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছিল। কিন্তু প্রচারের শুরুতেই আমরা দর্শকের ব্যাপক সাড়া পাই। তখন নির্মাতা সিদ্ধান্ত নিলেন, দর্শক যেহেতু এত ভালোবাসা দিচ্ছে, আমাদের উচিত এটা চালিয়ে যাওয়া।
এক বছরের বেশি সময় ধরে শুটিং করছেন, এই জার্নির অভিজ্ঞতা কেমন ছিল?
অনেক কিছু শিখেছি। দেনা পাওনা আমার জীবনে স্মরণীয় হয়ে থেকে যাবে। আগে কয়েকটা কাজ করলেও আমার অভিনয়ের হাতেখড়িটা এই নাটকের সেটেই হয়েছে। অভিনয়ে যতটা উন্নতি করেছি, তার কৃতিত্ব দেনা পাওনা নাটকের টিমের। সহশিল্পী, নির্মাতা থেকে শুরু করে ইউনিটের সবাই খুব সাপোর্ট করেছে। এ ছাড়া দর্শকের ভালোবাসা তো পেয়েছি। নিপা চরিত্রে পরিচিতি পেয়েছি, এখন মানুষ আমাকে চিনতে পারছে। সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটা খুব সুন্দর।
এই চরিত্র আপনার ব্যক্তিজীবনে কোনো প্রভাব ফেলেছে কি না?
বাস্তবজীবনেও আমি অনেকটা নিপার মতো হয়ে গেছি। এখন আমি মানুষকে বোঝার চেষ্টা করি। নরম করে কথা বলি, যেমনটা নিপা করে।
অনেকে বলে, এ নাটকে খায়রুল চরিত্রে অভিনয় করা অ্যালেন শুভ্রর সঙ্গে আপনি সম্পর্কে আছেন। আসলেই কি তাই?
দেনা পাওনা নাটকে আমাদের জুটির ওপর সবাই ক্রাশ খেয়েছে। ফেসবুকে রীতিমতো হুমকি দিয়ে আমাকে মন্তব্য করা হয়, নিপা, তুমি যদি খায়রুলকে বিয়ে না করো, তাহলে তোমাকে দেখে নেব। স্ক্রিনের মতো বাস্তবেও নাকি আমাদের খুব সুন্দর লাগে। দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক। বিষয়টা আমি খুব উপভোগ করি।
এ রকম হওয়ার কোনো সম্ভাবনা আছে?
অ্যালেন শুভ্র একজন জেন্টেলম্যান, নাইস পারসন। অ্যালেন ভাই সত্যিই খায়রুলের মতোই। তাঁর মধ্যে শিশুসুলভ ব্যাপার আছে। পর্দায় দেখে দর্শক যেমন তাঁর মায়ায় পড়ে, তেমনি অভিনয় করতে গিয়ে আমারও তাঁর প্রতি মায়া কাজ করে। মায়াটা হয়তো দুজনের মধ্যেই কাজ করে। এই কারণেই হয়তো পর্দায় এত ভালো লাগে। আমাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক আছে। কিন্তু এখন পর্যন্ত এমন কিছু হয়নি, যেমনটা মানুষ ভাবছে।
কনটেন্ট ক্রিয়েশন থেকে অভিনয়ে আসা। আপনার এই জার্নিটা নিয়ে জানতে চাই...
ক্যামেরার সঙ্গে আমার অনেক আগে থেকে খাতির ছিল। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি শিখতে চেয়েছিলাম। কিছুদিন গিটার শিখেছি। এরপর কনটেন্ট ক্রিয়েশন শুরুর পর বিভিন্ন শুটের প্রস্তাব আসে। শখের বশে করছিলাম। প্রথম অভিনয় ওটিটিতে। ইমরাউল রাফাতের ‘ওপেন কিচেন’ সিরিজে। সেখানে একটি ছোট চরিত্র করি। সেটা করতে গিয়েই মনে হয়, এ মাধ্যমেই নিয়মিত কাজ করব। আমি মনে করি, একজন প্রপার অভিনেত্রী হতে গেলে বেসিক লার্নিং দরকার। সে জন্য কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে চর্চা করে যেতে হবে। সেটাই করার চেষ্টা করছি। আমার জার্নিটা মাত্র শুরু, আশা করছি অনেক দূর যাবে।
অভিনয়কে কি পেশা হিসেবে নেওয়া যায়?
পেশা হিসেবেই নিয়েছি। হ্যাঁ, একটু ঝুঁকি তো থাকেই। আমার মনে হয়, শুধু অভিনয়ের ওপর নির্ভর না করে থাকলে ভালো। শুধু অভিনয় করব তা নয়, পাশাপাশি অনেক কিছু আছে। আমি কিন্তু কনটেন্ট ক্রিয়েশন আর অভিনয় দুটোই করছি। এমন কাজ করতে চাই, যেটাতে আমার অনীহা লাগবে না। যে কাজের প্রতি প্রেম থাকবে, সেটাই করতে চাই। আমার প্রেমটা অভিনয়ের সঙ্গে।

নানা ঘটনা-দুর্ঘটনায় বারবার পিছিয়েছে চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’-এর কাজ। মুক্তি পাবে আসছে এপ্রিল-ফুল অর্থাৎ আগামী মাসের ১ তারিখে। নতুন চলচ্চিত্র ও অন্যান্য খবর নিয়ে নুসরাত ফারিয়া মুখোমুখি হয়েছেন মীর রাকিব হাসানের।
০১ এপ্রিল ২০২১
গত রোজার ঈদে শাকিব খানকে নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে নির্মিত হয় ‘বরবাদ’। বেশ আলোচিত হয় শাহরিন আক্তার সুমি প্রযোজিত সিনেমাটি। আগামী বছরের ঈদের জন্য আরেকটি সিনেমা প্রযোজনা করছেন সুমি। তাঁর নতুন সিনেমা ‘রাক্ষস’-এর নায়ক সিয়াম আহমেদ।
২ ঘণ্টা আগে
১৯ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হওয়ার কথা ছিল নাট্যতীর্থ আয়োজিত ‘নবীন প্রবীণ নাট্যমেলা’ শীর্ষক আট দিনব্যাপী নাট্যোৎসব। তবে শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার কারণে শুরু হয়নি নবীন প্রবীণ নাট্যমেলা। অবশেষে আজ থেকে শুরু হচ্ছে এই নাট্যোৎসব।
২ ঘণ্টা আগে
আশির দশকের শেষ দিকে এবং নব্বইয়ের দশকের শুরুর দিকে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। ওই সময় প্রতিবছর ১০টির বেশি সিনেমা মুক্তি পেত তাঁর। তবে সাফল্যের তুঙ্গে থাকা অবস্থায়ই বড় একটি সিদ্ধান্ত নেন মাধুরী। তারকাখ্যাতি পাশ কাটিয়ে ব্যক্তিজীবনকে বেশি গুরুত্ব দেন।
২ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

গত রোজার ঈদে শাকিব খানকে নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে নির্মিত হয় ‘বরবাদ’। বেশ আলোচিত হয় শাহরিন আক্তার সুমি প্রযোজিত সিনেমাটি। আগামী বছরের ঈদের জন্য আরেকটি সিনেমা প্রযোজনা করছেন সুমি। তাঁর নতুন সিনেমা ‘রাক্ষস’-এর নায়ক সিয়াম আহমেদ। সম্প্রতি সিনেমার সংবাদ সম্মেলনে প্রযোজক সুমি মন্তব্য করেন, শাকিব খান থাকলেই সিনেমা ব্লকবাস্টার হবে এটা ভেবে তিনি বরবাদ বানাননি। এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শাকিবভক্তদের রোষানলে পড়েছেন এই প্রযোজক।
বরবাদ সাফল্যের পর সুমি জানিয়েছিলেন, তাঁর পরবর্তী সিনেমায়ও থাকবেন শাকিব খান। শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই দ্বিতীয় সিনেমা শুরু করলেন তিনি। রাক্ষসের সংবাদ সম্মেলনে সুমির কাছে জানতে চাওয়া হয়েছিল, এবার তাঁর সিনেমায় শাকিব খান নেই কেন? জবাবের একপর্যায়ে সুমি বলেন, ‘শাকিব খান থাকলে বরবাদ ব্লকবাস্টার হবে আর না থাকলে হবে না, এটা ভেবে আমি সিনেমা করিনি। তাঁর সব সিনেমাই যে ব্লকবাস্টার ছিল, এমনটা কিন্তু না।’
সুমির এমন কথা ভালোভাবে নেয়নি শাকিব খানের ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলাধোনা করছেন সুমিকে। সমালোচনার জবাবে সংবাদমাধ্যমে সুমি জানান, শাকিব খানকে নিচু করে তিনি কোনো কথা বলেননি।
শাহরিন আক্তার সুমি বলেন, ‘আমি বলেছিলাম, বরবাদে শাকিব খানকে এ জন্য নিইনি যে আমার সিনেমা হিট হতে হবে। বরবাদের গল্পে তাঁকে ছাড়া অন্য কেউ হলে সেটা মানাত না। এ কারণেই তাঁকে নেওয়া, সিনেমা হিট করানোর জন্য না। আর রাক্ষসের গল্পে সিয়ামকে মানাবে বলেই তাঁকে নেওয়া হয়েছে। হয়তো আমি বিষয়টি ঠিকমতো বোঝাতে পারিনি। এটা আমার ব্যর্থতা। আমি শাকিব ভাইকে নিচু করে কোনো কথা বলিনি।’

গত রোজার ঈদে শাকিব খানকে নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে নির্মিত হয় ‘বরবাদ’। বেশ আলোচিত হয় শাহরিন আক্তার সুমি প্রযোজিত সিনেমাটি। আগামী বছরের ঈদের জন্য আরেকটি সিনেমা প্রযোজনা করছেন সুমি। তাঁর নতুন সিনেমা ‘রাক্ষস’-এর নায়ক সিয়াম আহমেদ। সম্প্রতি সিনেমার সংবাদ সম্মেলনে প্রযোজক সুমি মন্তব্য করেন, শাকিব খান থাকলেই সিনেমা ব্লকবাস্টার হবে এটা ভেবে তিনি বরবাদ বানাননি। এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় শাকিবভক্তদের রোষানলে পড়েছেন এই প্রযোজক।
বরবাদ সাফল্যের পর সুমি জানিয়েছিলেন, তাঁর পরবর্তী সিনেমায়ও থাকবেন শাকিব খান। শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই দ্বিতীয় সিনেমা শুরু করলেন তিনি। রাক্ষসের সংবাদ সম্মেলনে সুমির কাছে জানতে চাওয়া হয়েছিল, এবার তাঁর সিনেমায় শাকিব খান নেই কেন? জবাবের একপর্যায়ে সুমি বলেন, ‘শাকিব খান থাকলে বরবাদ ব্লকবাস্টার হবে আর না থাকলে হবে না, এটা ভেবে আমি সিনেমা করিনি। তাঁর সব সিনেমাই যে ব্লকবাস্টার ছিল, এমনটা কিন্তু না।’
সুমির এমন কথা ভালোভাবে নেয়নি শাকিব খানের ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলাধোনা করছেন সুমিকে। সমালোচনার জবাবে সংবাদমাধ্যমে সুমি জানান, শাকিব খানকে নিচু করে তিনি কোনো কথা বলেননি।
শাহরিন আক্তার সুমি বলেন, ‘আমি বলেছিলাম, বরবাদে শাকিব খানকে এ জন্য নিইনি যে আমার সিনেমা হিট হতে হবে। বরবাদের গল্পে তাঁকে ছাড়া অন্য কেউ হলে সেটা মানাত না। এ কারণেই তাঁকে নেওয়া, সিনেমা হিট করানোর জন্য না। আর রাক্ষসের গল্পে সিয়ামকে মানাবে বলেই তাঁকে নেওয়া হয়েছে। হয়তো আমি বিষয়টি ঠিকমতো বোঝাতে পারিনি। এটা আমার ব্যর্থতা। আমি শাকিব ভাইকে নিচু করে কোনো কথা বলিনি।’

নানা ঘটনা-দুর্ঘটনায় বারবার পিছিয়েছে চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’-এর কাজ। মুক্তি পাবে আসছে এপ্রিল-ফুল অর্থাৎ আগামী মাসের ১ তারিখে। নতুন চলচ্চিত্র ও অন্যান্য খবর নিয়ে নুসরাত ফারিয়া মুখোমুখি হয়েছেন মীর রাকিব হাসানের।
০১ এপ্রিল ২০২১
শত পর্বের মাইলফলক স্পর্শ করেছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। গত বছর নভেম্বরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছিল ধারাবাহিকটির। কে এম সোহাগ রানা পরিচালিত এ নাটকে নিপা চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তাবাসসুম ছোঁয়া।
২ ঘণ্টা আগে
১৯ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হওয়ার কথা ছিল নাট্যতীর্থ আয়োজিত ‘নবীন প্রবীণ নাট্যমেলা’ শীর্ষক আট দিনব্যাপী নাট্যোৎসব। তবে শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার কারণে শুরু হয়নি নবীন প্রবীণ নাট্যমেলা। অবশেষে আজ থেকে শুরু হচ্ছে এই নাট্যোৎসব।
২ ঘণ্টা আগে
আশির দশকের শেষ দিকে এবং নব্বইয়ের দশকের শুরুর দিকে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। ওই সময় প্রতিবছর ১০টির বেশি সিনেমা মুক্তি পেত তাঁর। তবে সাফল্যের তুঙ্গে থাকা অবস্থায়ই বড় একটি সিদ্ধান্ত নেন মাধুরী। তারকাখ্যাতি পাশ কাটিয়ে ব্যক্তিজীবনকে বেশি গুরুত্ব দেন।
২ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

১৯ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হওয়ার কথা ছিল নাট্যতীর্থ আয়োজিত ‘নবীন প্রবীণ নাট্যমেলা’ শীর্ষক আট দিনব্যাপী নাট্যোৎসব। তবে শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার কারণে শুরু হয়নি নবীন প্রবীণ নাট্যমেলা। অবশেষে আজ থেকে শুরু হচ্ছে এই নাট্যোৎসব।
‘রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণবশত’ ১৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিতের ঘোষণা দেয় শিল্পকলা একাডেমি। এমন ঘোষণা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। অনেকেই মনে করেন, দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শিল্পকলা একাডেমি। তবে সব শঙ্কা দূর করে গতকাল শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে জানানো হয়, ২১ ডিসেম্বর থেকে আবার শুরু হবে অনুষ্ঠান ও প্রদর্শনী।
শিল্পকলা একাডেমির ঘোষণা অনুযায়ী, ১৯ ও ২০ ডিসেম্বর বন্ধ ছিল সব আয়োজন। যে কারণে স্থগিত করা হয় নবীন প্রবীণ নাট্যমেলা। তবে বেশি দিন অপেক্ষায় থাকতে হলো না নাট্যপ্রেমীদের। শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী চালুর সিদ্ধান্তের পরই নাট্যতীর্থ থেকে জানানো হয়েছে, আজ ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যতীর্থ দলের প্রধান ও নাট্যমেলার আহ্বায়ক তপন হাফিজ।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হবে আট দলের আটটি নাটক। প্রতিদিন সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকগুলো। উৎসবে ছয়জন নাট্যব্যক্তিত্বকে দেওয়া হবে নাট্যবন্ধু সম্মাননা। এ ছাড়া অনুষ্ঠিত হবে সেমিনার।
উৎসবের প্রথম দিন প্রদর্শিত হবে তীরন্দাজ রেপার্টরির প্রযোজনা দীপক সুমন নির্দেশিত ‘কণ্ঠনালীতে সূর্য’। দ্বিতীয় দিন মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের ‘রাঢ়াঙ’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ। এ ছাড়া এ উৎসবে দেখা যাবে বাতিঘরের ‘প্যারাবোলা’, নাট্যতীর্থের ‘জুলিয়াস সিজার’, ঢাকা থিয়েটার মঞ্চের ‘ঘরজামাই’, পদাতিক নাট্য সংসদের (টিএসসি) ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ এবং থিয়েটার নাট্যদলের ‘মেরাজ ফকিরের মা’।

১৯ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হওয়ার কথা ছিল নাট্যতীর্থ আয়োজিত ‘নবীন প্রবীণ নাট্যমেলা’ শীর্ষক আট দিনব্যাপী নাট্যোৎসব। তবে শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার কারণে শুরু হয়নি নবীন প্রবীণ নাট্যমেলা। অবশেষে আজ থেকে শুরু হচ্ছে এই নাট্যোৎসব।
‘রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণবশত’ ১৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিতের ঘোষণা দেয় শিল্পকলা একাডেমি। এমন ঘোষণা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। অনেকেই মনে করেন, দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শিল্পকলা একাডেমি। তবে সব শঙ্কা দূর করে গতকাল শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে জানানো হয়, ২১ ডিসেম্বর থেকে আবার শুরু হবে অনুষ্ঠান ও প্রদর্শনী।
শিল্পকলা একাডেমির ঘোষণা অনুযায়ী, ১৯ ও ২০ ডিসেম্বর বন্ধ ছিল সব আয়োজন। যে কারণে স্থগিত করা হয় নবীন প্রবীণ নাট্যমেলা। তবে বেশি দিন অপেক্ষায় থাকতে হলো না নাট্যপ্রেমীদের। শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী চালুর সিদ্ধান্তের পরই নাট্যতীর্থ থেকে জানানো হয়েছে, আজ ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যতীর্থ দলের প্রধান ও নাট্যমেলার আহ্বায়ক তপন হাফিজ।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হবে আট দলের আটটি নাটক। প্রতিদিন সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকগুলো। উৎসবে ছয়জন নাট্যব্যক্তিত্বকে দেওয়া হবে নাট্যবন্ধু সম্মাননা। এ ছাড়া অনুষ্ঠিত হবে সেমিনার।
উৎসবের প্রথম দিন প্রদর্শিত হবে তীরন্দাজ রেপার্টরির প্রযোজনা দীপক সুমন নির্দেশিত ‘কণ্ঠনালীতে সূর্য’। দ্বিতীয় দিন মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের ‘রাঢ়াঙ’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ। এ ছাড়া এ উৎসবে দেখা যাবে বাতিঘরের ‘প্যারাবোলা’, নাট্যতীর্থের ‘জুলিয়াস সিজার’, ঢাকা থিয়েটার মঞ্চের ‘ঘরজামাই’, পদাতিক নাট্য সংসদের (টিএসসি) ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ এবং থিয়েটার নাট্যদলের ‘মেরাজ ফকিরের মা’।

নানা ঘটনা-দুর্ঘটনায় বারবার পিছিয়েছে চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’-এর কাজ। মুক্তি পাবে আসছে এপ্রিল-ফুল অর্থাৎ আগামী মাসের ১ তারিখে। নতুন চলচ্চিত্র ও অন্যান্য খবর নিয়ে নুসরাত ফারিয়া মুখোমুখি হয়েছেন মীর রাকিব হাসানের।
০১ এপ্রিল ২০২১
শত পর্বের মাইলফলক স্পর্শ করেছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। গত বছর নভেম্বরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছিল ধারাবাহিকটির। কে এম সোহাগ রানা পরিচালিত এ নাটকে নিপা চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তাবাসসুম ছোঁয়া।
২ ঘণ্টা আগে
গত রোজার ঈদে শাকিব খানকে নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে নির্মিত হয় ‘বরবাদ’। বেশ আলোচিত হয় শাহরিন আক্তার সুমি প্রযোজিত সিনেমাটি। আগামী বছরের ঈদের জন্য আরেকটি সিনেমা প্রযোজনা করছেন সুমি। তাঁর নতুন সিনেমা ‘রাক্ষস’-এর নায়ক সিয়াম আহমেদ।
২ ঘণ্টা আগে
আশির দশকের শেষ দিকে এবং নব্বইয়ের দশকের শুরুর দিকে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। ওই সময় প্রতিবছর ১০টির বেশি সিনেমা মুক্তি পেত তাঁর। তবে সাফল্যের তুঙ্গে থাকা অবস্থায়ই বড় একটি সিদ্ধান্ত নেন মাধুরী। তারকাখ্যাতি পাশ কাটিয়ে ব্যক্তিজীবনকে বেশি গুরুত্ব দেন।
২ ঘণ্টা আগেবিনোদন ডেস্ক

আশির দশকের শেষ দিকে এবং নব্বইয়ের দশকের শুরুর দিকে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। ওই সময় প্রতিবছর ১০টির বেশি সিনেমা মুক্তি পেত তাঁর। তবে সাফল্যের তুঙ্গে থাকা অবস্থায়ই বড় একটি সিদ্ধান্ত নেন মাধুরী। তারকাখ্যাতি পাশ কাটিয়ে ব্যক্তিজীবনকে বেশি গুরুত্ব দেন। ১৯৯৯ সালে ডা. শ্রীরাম নেনেকে বিয়ে করে চলে যান যুক্তরাষ্ট্রে। ফেলে যান সফল ক্যারিয়ার। তবে এই সিদ্ধান্ত নেওয়া নাকি মোটেই কঠিন ছিল না মাধুরীর জন্য।
সম্প্রতি মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সময় নিয়ে মুখ খুলেছেন মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারের সাফল্য নয়, পরিবার-সন্তান-সংসারই নাকি ছিল তাঁর স্বপ্ন। অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় ভাবতাম, আমার বিয়ে হবে, একটি সংসার হবে, সন্তান হবে। যখন সেটা ঘটল, মনে হয়েছিল, এত দিনে স্বপ্ন সত্যি হলো। বিয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবিনি। বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে যাই।’
প্রায় এক যুগ মাধুরী কাটিয়েছেন কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে। সেখানে প্রকৃতির নির্জনতায় সহজ-সাধারণ পারিবারিক জীবনেই নিজের সবটুকু মনোযোগ ঢেলে দিয়েছিলেন অভিনেত্রী। যুক্তরাষ্ট্রে আগে থেকে তাঁর ভাইবোনেরা থাকতেন। তাঁদের সঙ্গেও মাধুরীর নিয়মিত দেখা হতো। তাই সময়টা মন্দ কাটত না। অভিনেত্রী বলেন, ‘জীবনের প্রায়োরিটি আসলে কী, সেটা আগে থেকে জানতাম। সেখানে নিজের কাজ নিজেকে করতে হতো। তাতেও কোনো কষ্ট লাগত না। আফসোস হতো না।’
ক্যারিয়ারের জাঁকজমকের চেয়ে বরং পারিবারিক জীবন, সন্তান-সংসার—এসবই মাধুরীর ভালো লাগত বেশি। অভিনেত্রী বলেন, ‘বাচ্চাদের নিয়ে নিজের মতো থাকতাম। তাদের পার্কে নিয়ে যেতাম। ওদের সঙ্গে খেলতাম, মজা করতাম। কেউ আমাকে চিনত না। সময়টা ভীষণ উপভোগ করেছি।’
পাঁচ বছর শোবিজ থেকে দূরে ছিলেন মাধুরী। ২০০৭ সালে ‘আজা নাচলে’ দিয়ে আবার বড় পর্দায় ফেরেন। সিনেমাটি বক্স অফিসে অত সাড়া না পেলেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর আবারও বিরতি। ২০১৩ সালে ‘বোম্বে টকিজ’ ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার গানে পারফর্ম করে সাড়া ফেলেন। আবারও মাধুরীকে নিয়ে চর্চা শুরু হয় বলিউডে।
এরপর সিনেমায় সেই অর্থে আর নিয়মিত হননি মাধুরী দীক্ষিত। অল্পস্বল্প কাজ করেছেন। রিয়েলিটি শোতে বিচারক হয়েছেন। ওয়েব কনটেন্টেও দেখা দিয়েছেন। সম্প্রতি জিওহটস্টারের ‘মিসেস দেশপান্ডে’ সিরিজ দিয়ে আবারও আলোচনায় তিনি। ১৯ ডিসেম্বর মুক্তি পাওয়া সিরিজটি তৈরি হয়েছে ফরাসি থ্রিলার ‘লা ম্যান্টে’র অনুপ্রেরণায়। এতে মাধুরী অভিনয় করেছেন একজন সিরিয়াল কিলারের চরিত্রে।
মাধুরী সব সময় চেয়েছেন ক্যারিয়ার আর পরিবার—দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখতে। শোবিজের তারকাখ্যাতি তাঁর পারিবারিক জীবনকে যেন প্রভাবিত করতে না পারে। হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘যখন আমি বাড়িতে ঢুকি, তারকাখ্যাতিকে বাইরে রেখে যাই। সেখানে আমি একেবারেই সাধারণ—একজন স্ত্রী, একজন মা। আর দশটা মানুষের মতোই।’

আশির দশকের শেষ দিকে এবং নব্বইয়ের দশকের শুরুর দিকে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। ওই সময় প্রতিবছর ১০টির বেশি সিনেমা মুক্তি পেত তাঁর। তবে সাফল্যের তুঙ্গে থাকা অবস্থায়ই বড় একটি সিদ্ধান্ত নেন মাধুরী। তারকাখ্যাতি পাশ কাটিয়ে ব্যক্তিজীবনকে বেশি গুরুত্ব দেন। ১৯৯৯ সালে ডা. শ্রীরাম নেনেকে বিয়ে করে চলে যান যুক্তরাষ্ট্রে। ফেলে যান সফল ক্যারিয়ার। তবে এই সিদ্ধান্ত নেওয়া নাকি মোটেই কঠিন ছিল না মাধুরীর জন্য।
সম্প্রতি মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সময় নিয়ে মুখ খুলেছেন মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারের সাফল্য নয়, পরিবার-সন্তান-সংসারই নাকি ছিল তাঁর স্বপ্ন। অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় ভাবতাম, আমার বিয়ে হবে, একটি সংসার হবে, সন্তান হবে। যখন সেটা ঘটল, মনে হয়েছিল, এত দিনে স্বপ্ন সত্যি হলো। বিয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবিনি। বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে যাই।’
প্রায় এক যুগ মাধুরী কাটিয়েছেন কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে। সেখানে প্রকৃতির নির্জনতায় সহজ-সাধারণ পারিবারিক জীবনেই নিজের সবটুকু মনোযোগ ঢেলে দিয়েছিলেন অভিনেত্রী। যুক্তরাষ্ট্রে আগে থেকে তাঁর ভাইবোনেরা থাকতেন। তাঁদের সঙ্গেও মাধুরীর নিয়মিত দেখা হতো। তাই সময়টা মন্দ কাটত না। অভিনেত্রী বলেন, ‘জীবনের প্রায়োরিটি আসলে কী, সেটা আগে থেকে জানতাম। সেখানে নিজের কাজ নিজেকে করতে হতো। তাতেও কোনো কষ্ট লাগত না। আফসোস হতো না।’
ক্যারিয়ারের জাঁকজমকের চেয়ে বরং পারিবারিক জীবন, সন্তান-সংসার—এসবই মাধুরীর ভালো লাগত বেশি। অভিনেত্রী বলেন, ‘বাচ্চাদের নিয়ে নিজের মতো থাকতাম। তাদের পার্কে নিয়ে যেতাম। ওদের সঙ্গে খেলতাম, মজা করতাম। কেউ আমাকে চিনত না। সময়টা ভীষণ উপভোগ করেছি।’
পাঁচ বছর শোবিজ থেকে দূরে ছিলেন মাধুরী। ২০০৭ সালে ‘আজা নাচলে’ দিয়ে আবার বড় পর্দায় ফেরেন। সিনেমাটি বক্স অফিসে অত সাড়া না পেলেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর আবারও বিরতি। ২০১৩ সালে ‘বোম্বে টকিজ’ ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার গানে পারফর্ম করে সাড়া ফেলেন। আবারও মাধুরীকে নিয়ে চর্চা শুরু হয় বলিউডে।
এরপর সিনেমায় সেই অর্থে আর নিয়মিত হননি মাধুরী দীক্ষিত। অল্পস্বল্প কাজ করেছেন। রিয়েলিটি শোতে বিচারক হয়েছেন। ওয়েব কনটেন্টেও দেখা দিয়েছেন। সম্প্রতি জিওহটস্টারের ‘মিসেস দেশপান্ডে’ সিরিজ দিয়ে আবারও আলোচনায় তিনি। ১৯ ডিসেম্বর মুক্তি পাওয়া সিরিজটি তৈরি হয়েছে ফরাসি থ্রিলার ‘লা ম্যান্টে’র অনুপ্রেরণায়। এতে মাধুরী অভিনয় করেছেন একজন সিরিয়াল কিলারের চরিত্রে।
মাধুরী সব সময় চেয়েছেন ক্যারিয়ার আর পরিবার—দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখতে। শোবিজের তারকাখ্যাতি তাঁর পারিবারিক জীবনকে যেন প্রভাবিত করতে না পারে। হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘যখন আমি বাড়িতে ঢুকি, তারকাখ্যাতিকে বাইরে রেখে যাই। সেখানে আমি একেবারেই সাধারণ—একজন স্ত্রী, একজন মা। আর দশটা মানুষের মতোই।’

নানা ঘটনা-দুর্ঘটনায় বারবার পিছিয়েছে চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’-এর কাজ। মুক্তি পাবে আসছে এপ্রিল-ফুল অর্থাৎ আগামী মাসের ১ তারিখে। নতুন চলচ্চিত্র ও অন্যান্য খবর নিয়ে নুসরাত ফারিয়া মুখোমুখি হয়েছেন মীর রাকিব হাসানের।
০১ এপ্রিল ২০২১
শত পর্বের মাইলফলক স্পর্শ করেছে ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। গত বছর নভেম্বরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছিল ধারাবাহিকটির। কে এম সোহাগ রানা পরিচালিত এ নাটকে নিপা চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তাবাসসুম ছোঁয়া।
২ ঘণ্টা আগে
গত রোজার ঈদে শাকিব খানকে নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে নির্মিত হয় ‘বরবাদ’। বেশ আলোচিত হয় শাহরিন আক্তার সুমি প্রযোজিত সিনেমাটি। আগামী বছরের ঈদের জন্য আরেকটি সিনেমা প্রযোজনা করছেন সুমি। তাঁর নতুন সিনেমা ‘রাক্ষস’-এর নায়ক সিয়াম আহমেদ।
২ ঘণ্টা আগে
১৯ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হওয়ার কথা ছিল নাট্যতীর্থ আয়োজিত ‘নবীন প্রবীণ নাট্যমেলা’ শীর্ষক আট দিনব্যাপী নাট্যোৎসব। তবে শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার কারণে শুরু হয়নি নবীন প্রবীণ নাট্যমেলা। অবশেষে আজ থেকে শুরু হচ্ছে এই নাট্যোৎসব।
২ ঘণ্টা আগে