বিনোদন ডেস্ক
নানা ঘটনা-দুর্ঘটনায় বারবার পিছিয়েছে চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’-এর কাজ। মুক্তি পাবে আসছে এপ্রিল-ফুল অর্থাৎ আগামী মাসের ১ তারিখে। নতুন চলচ্চিত্র ও অন্যান্য খবর নিয়ে নুসরাত ফারিয়া মুখোমুখি হয়েছেন মীর রাকিব হাসানের।
যদি..কিন্তু.. তবুও..সিনেমাটির নামের মর্মার্থ কী?
শব্দগুলো যেমন দ্বিধার তৈরি করে, গল্পটা তেমন। যে চরিত্রের সূত্র ধরে গল্প আগায়, সেই আবির ছেলেটাও থাকে দ্বিধার মধ্যে। আবির চরিত্রটি করেছেন অপূর্ব ভাই আর আমি প্রীতির চরিত্রে। প্রীতি মেয়েটার জীবনে আছে এই দ্বিধাগ্রস্ত ছেলে আর তাঁর বাবা।
সিনেমাটির শুটিংও শুরু থেকে শেষ অবদি ছিল দ্বিধার মধ্যে। কবে হবে শুরু আর কবে শেষ!
২০২০ সালের শুরুর দিকে এ সিনেমার ঘোষণা দিয়েছিল জি-ফাইভ। ২৫ ফেব্রুয়ারি ২০২০, ক্যামেরা ওপেন করার কথা ছিল। এর জি–ফাইভের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও বাংলাদেশে প্রথম ভেঞ্চার। নতুন জুটি অপূর্ব- ফারিয়া। কত কি চমক! কিন্তু বারবার সংবাদে আসে শুটিং পেছানোর খবরে। ফেব্রুয়ারি থেকে পিছিয়ে তারিখ পরে ১০ মার্চ। দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ায় থেমে যায় শুটিং। রোগটির প্রাদুর্ভাব কমে এলে পরিচালক আবার প্রস্তুতি নেন। অক্টোবরে শুরুর কথা থাকলেও ডেট মিলছিল না। শিহাব শাহীন ‘মরীচিকা’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আমি ‘পাতালঘর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম। এরপর ৮ নভেম্বর ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা থাকলেও অপূর্ব ভাই করোনায় আক্রান্ত হন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লড়েছেন করোনার সঙ্গে। ৩ ডিসেম্বর শুটিং পুনরায় চালু হলে এবার একই ভাইরাসে ধরাশায়ী হই আমি, পরিচালকসহ শিহাব শাহীনসহ টিমের কয়েকজন। আমার উপসর্গ জটিল না হলেও পরিচালক ভীষণভাবে আক্রান্ত হন।
শুধু কি করোনার সঙ্গে লড়াই?
‘কাটে না’ শিরোনামের যে গানে কণ্ঠ দিয়েছি তাও টেকনিক্যাল ফল্টের কারণে দুইবার রেকর্ড করতে হয়েছে। নতুন করে শুটিং করার আগে আমার ‘বঙ্গবন্ধু’র ডেট পড়ে গেল। শেষের দিন আমার মনে আছে যে, সান (সূর্যের আলো) চলে যাচ্ছে, আমরা শুট করতে পারছি না। পরেরদিন সকাল সাড়ে ৭টায় আমার মুম্বাই রওনা দিতে হবে। আমি রাত সাড়ে ৩টা পর্যন্ত শুটিং করে মুভি শেষ করে দিয়ে গিয়েছি। সিনেমাটি সর্বশেষ বাধার মুখে পড়লো ফেসবুক বিড়ম্বনায়।
মজার কিছু ঘটেনি?
একটা সেমি কিসিং সিন আছে। মানে, নায়ক মধ্যরাতে আসে আমার কাছে। তারপর কিছু একটা…এই সিন শুট করা শুরু হয়েছে রাত আড়াইটার সময়। মিনিমাম ২০টা টেক দরকার হয়েছে। কারণ আমরা দৃশ্যটা করতে গিয়ে হাঁসছিলাম প্রচুর। ওই ফিলিংসটাই আসছিল না। শিহাব ভাই তো আমাদের বকা দিচ্ছিল, তারপরও আমরা হাসি বন্ধ করতে পারছিলাম না। ডাবিংয়ে যখন দেখেছি তখন দেখলাম বেশ ভালোই হয়েছে দৃশ্যটা।
পরিচালক শিহাব শাহীন। বিপরীতে অপূর্ব, মুক্তি পাবে জি ফাইভে। এ কারণেই রাজি?
আমি তো রীতিমতো লোভে পড়ে কাজটা করেছি। যখন প্রস্তাব দেওয়া হলো তখনই বলেছি, কাজটা আমার করতেই হবে। অপূর্ব ভাইয়ের যে লাভার বয় একটা ইমেজ আছে, সেটার জন্য এই গল্পে ওনার চেয়ে বেটার অভিনেতা আমাদের দেশে আর কেউ আছেন বলে মনে হয় না। তাছাড়া আমরা যখন স্কুল কলেজে পড়েছি বা কল্পনায় ছিল না আমি এই জগতে আসবো, তখন থেকেই দেখতাম অপূর্ব ভাই মেয়েদের ক্রাশ। তার সঙ্গে রোমান্টিক গল্পে অভিনয় করা… বুঝতেই পারছেন আমার জন্য কতটা বড় ব্যাপার।
সিনেমায় নাকি সবার প্রচুর দৌড়াতে হয়েছে। ভিন্ন ভিন্ন জায়গায় দৃশ্যধারণ হয়েছে?
বিশ্রাম ছিল, আলাদা করে গল্প বলা কিংবা আড্ডার সুযোগ মেলেনি। সিক্যুয়েন্সের বাইরে এক ঘণ্টা আমরা বসে আড্ডা দিতে পারিনি। আছে না একটু রেস্ট নিয়ে বসে সিনটার জন্য নিজেকে তৈরি করি সেটা পারিনি। সিনেমাটি পুরা জার্নির মধ্যে হয়েছে। আমরা ছুটে বেড়িয়েছি প্রত্যেকটা দিন। আমারতো বিয়ে বিয়ে বিয়ে। আমার তো এই বিয়ের মেক আপ, আবার বিয়ের পরের কী মেক আপ। আবার কিনা বিয়ে আগের কী মেকআপ। হাতের নেইলপলিশ থাকবে না। আবার কিনা চোখের সাজটা এখন এইটা হবে। হেয়ারটা এমন থাকবে। মেক আপ নিয়ে আমার প্রচুর খাটুনি গেছে।
পরিচালক শিহাব শাহিনের সঙ্গে কাজের অভিজ্ঞতা?
শিহাব ভাই আমাকে বাচ্চাদের মতো আদর করে কাজ করিয়েছেন। কাজটি করে আমার প্রাপ্তি: খুবই ভালো কিছু রিলেশন তৈরি করেছি। একসঙ্গে ব্যাটলটা ফেইস করেছি। আমাদের যদি বন্ডিংটা তৈরি না হতো তাহলে সম্ভব হতো না। মনে হচ্ছে অপূর্ব ভাই, শিহাব ভাইয়ের সঙ্গে আমাদের টিমটা একটা ব্যাটল জয় করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ মিলেছে। সেই অভিজ্ঞতা কেমন?
আমরা অনেকেই ছিলাম। ওভাবে আলাদা করে কোনো কথা হয়নি। সবার সঙ্গে উনি পরিচয় হয়েছেন। ইন্ডিয়ান হাইকমিশনার আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন যে উনি বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী। উনি বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রটা করছেন। তিনি কনগ্রাচুলেট করেছেন, আমি ধন্যবাদ জানিয়েছি। সাকিব আল হাসানের সঙ্গেও কথা বলেছেন। খুবই অল্প সময়ের একটা মুহূর্ত ছিল। বড়জোর ৩ মিনিটের। আমি আসলেই লাকি যে এত অল্প বয়সে কিছুদিনের ব্যবধানে দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে পেরেছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে।
সামনের দিনের সিডিউল?
আটদিনের সফরে আজ (৩০ মার্চ) মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছি। ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শেষ লটের শুটিং। কোরবানির ঈদে ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে। ৫ তারিখ দেশে ফিরে ছবিটির গানের শুটিংয়ে অংশ নেবো। কলকাতাতেও দুটি সিনেমার শুটিং বাকি। এপ্রিল এবং মে মাসে শুটিংয়ে ছুটি। ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে ব্রিটিশ স্কুল অব ল কলেজে তৃতীয় বর্ষে পড়াশোনা চলছে। মে মাসে পরীক্ষা শেষ। জুনের শুরু থেকে লন্ডনে শুরু ‘বিবাহ অভিযান ২’, তারপর রাজাচন্দের নতুন সিনেমা। কলকাতার দুই সিনেমার শুটিং শেষে বাংলাদেশে টানা ডেট দেওয়া।
নানা ঘটনা-দুর্ঘটনায় বারবার পিছিয়েছে চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’-এর কাজ। মুক্তি পাবে আসছে এপ্রিল-ফুল অর্থাৎ আগামী মাসের ১ তারিখে। নতুন চলচ্চিত্র ও অন্যান্য খবর নিয়ে নুসরাত ফারিয়া মুখোমুখি হয়েছেন মীর রাকিব হাসানের।
যদি..কিন্তু.. তবুও..সিনেমাটির নামের মর্মার্থ কী?
শব্দগুলো যেমন দ্বিধার তৈরি করে, গল্পটা তেমন। যে চরিত্রের সূত্র ধরে গল্প আগায়, সেই আবির ছেলেটাও থাকে দ্বিধার মধ্যে। আবির চরিত্রটি করেছেন অপূর্ব ভাই আর আমি প্রীতির চরিত্রে। প্রীতি মেয়েটার জীবনে আছে এই দ্বিধাগ্রস্ত ছেলে আর তাঁর বাবা।
সিনেমাটির শুটিংও শুরু থেকে শেষ অবদি ছিল দ্বিধার মধ্যে। কবে হবে শুরু আর কবে শেষ!
২০২০ সালের শুরুর দিকে এ সিনেমার ঘোষণা দিয়েছিল জি-ফাইভ। ২৫ ফেব্রুয়ারি ২০২০, ক্যামেরা ওপেন করার কথা ছিল। এর জি–ফাইভের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও বাংলাদেশে প্রথম ভেঞ্চার। নতুন জুটি অপূর্ব- ফারিয়া। কত কি চমক! কিন্তু বারবার সংবাদে আসে শুটিং পেছানোর খবরে। ফেব্রুয়ারি থেকে পিছিয়ে তারিখ পরে ১০ মার্চ। দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ায় থেমে যায় শুটিং। রোগটির প্রাদুর্ভাব কমে এলে পরিচালক আবার প্রস্তুতি নেন। অক্টোবরে শুরুর কথা থাকলেও ডেট মিলছিল না। শিহাব শাহীন ‘মরীচিকা’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আমি ‘পাতালঘর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম। এরপর ৮ নভেম্বর ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা থাকলেও অপূর্ব ভাই করোনায় আক্রান্ত হন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লড়েছেন করোনার সঙ্গে। ৩ ডিসেম্বর শুটিং পুনরায় চালু হলে এবার একই ভাইরাসে ধরাশায়ী হই আমি, পরিচালকসহ শিহাব শাহীনসহ টিমের কয়েকজন। আমার উপসর্গ জটিল না হলেও পরিচালক ভীষণভাবে আক্রান্ত হন।
শুধু কি করোনার সঙ্গে লড়াই?
‘কাটে না’ শিরোনামের যে গানে কণ্ঠ দিয়েছি তাও টেকনিক্যাল ফল্টের কারণে দুইবার রেকর্ড করতে হয়েছে। নতুন করে শুটিং করার আগে আমার ‘বঙ্গবন্ধু’র ডেট পড়ে গেল। শেষের দিন আমার মনে আছে যে, সান (সূর্যের আলো) চলে যাচ্ছে, আমরা শুট করতে পারছি না। পরেরদিন সকাল সাড়ে ৭টায় আমার মুম্বাই রওনা দিতে হবে। আমি রাত সাড়ে ৩টা পর্যন্ত শুটিং করে মুভি শেষ করে দিয়ে গিয়েছি। সিনেমাটি সর্বশেষ বাধার মুখে পড়লো ফেসবুক বিড়ম্বনায়।
মজার কিছু ঘটেনি?
একটা সেমি কিসিং সিন আছে। মানে, নায়ক মধ্যরাতে আসে আমার কাছে। তারপর কিছু একটা…এই সিন শুট করা শুরু হয়েছে রাত আড়াইটার সময়। মিনিমাম ২০টা টেক দরকার হয়েছে। কারণ আমরা দৃশ্যটা করতে গিয়ে হাঁসছিলাম প্রচুর। ওই ফিলিংসটাই আসছিল না। শিহাব ভাই তো আমাদের বকা দিচ্ছিল, তারপরও আমরা হাসি বন্ধ করতে পারছিলাম না। ডাবিংয়ে যখন দেখেছি তখন দেখলাম বেশ ভালোই হয়েছে দৃশ্যটা।
পরিচালক শিহাব শাহীন। বিপরীতে অপূর্ব, মুক্তি পাবে জি ফাইভে। এ কারণেই রাজি?
আমি তো রীতিমতো লোভে পড়ে কাজটা করেছি। যখন প্রস্তাব দেওয়া হলো তখনই বলেছি, কাজটা আমার করতেই হবে। অপূর্ব ভাইয়ের যে লাভার বয় একটা ইমেজ আছে, সেটার জন্য এই গল্পে ওনার চেয়ে বেটার অভিনেতা আমাদের দেশে আর কেউ আছেন বলে মনে হয় না। তাছাড়া আমরা যখন স্কুল কলেজে পড়েছি বা কল্পনায় ছিল না আমি এই জগতে আসবো, তখন থেকেই দেখতাম অপূর্ব ভাই মেয়েদের ক্রাশ। তার সঙ্গে রোমান্টিক গল্পে অভিনয় করা… বুঝতেই পারছেন আমার জন্য কতটা বড় ব্যাপার।
সিনেমায় নাকি সবার প্রচুর দৌড়াতে হয়েছে। ভিন্ন ভিন্ন জায়গায় দৃশ্যধারণ হয়েছে?
বিশ্রাম ছিল, আলাদা করে গল্প বলা কিংবা আড্ডার সুযোগ মেলেনি। সিক্যুয়েন্সের বাইরে এক ঘণ্টা আমরা বসে আড্ডা দিতে পারিনি। আছে না একটু রেস্ট নিয়ে বসে সিনটার জন্য নিজেকে তৈরি করি সেটা পারিনি। সিনেমাটি পুরা জার্নির মধ্যে হয়েছে। আমরা ছুটে বেড়িয়েছি প্রত্যেকটা দিন। আমারতো বিয়ে বিয়ে বিয়ে। আমার তো এই বিয়ের মেক আপ, আবার বিয়ের পরের কী মেক আপ। আবার কিনা বিয়ে আগের কী মেকআপ। হাতের নেইলপলিশ থাকবে না। আবার কিনা চোখের সাজটা এখন এইটা হবে। হেয়ারটা এমন থাকবে। মেক আপ নিয়ে আমার প্রচুর খাটুনি গেছে।
পরিচালক শিহাব শাহিনের সঙ্গে কাজের অভিজ্ঞতা?
শিহাব ভাই আমাকে বাচ্চাদের মতো আদর করে কাজ করিয়েছেন। কাজটি করে আমার প্রাপ্তি: খুবই ভালো কিছু রিলেশন তৈরি করেছি। একসঙ্গে ব্যাটলটা ফেইস করেছি। আমাদের যদি বন্ডিংটা তৈরি না হতো তাহলে সম্ভব হতো না। মনে হচ্ছে অপূর্ব ভাই, শিহাব ভাইয়ের সঙ্গে আমাদের টিমটা একটা ব্যাটল জয় করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ মিলেছে। সেই অভিজ্ঞতা কেমন?
আমরা অনেকেই ছিলাম। ওভাবে আলাদা করে কোনো কথা হয়নি। সবার সঙ্গে উনি পরিচয় হয়েছেন। ইন্ডিয়ান হাইকমিশনার আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন যে উনি বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী। উনি বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রটা করছেন। তিনি কনগ্রাচুলেট করেছেন, আমি ধন্যবাদ জানিয়েছি। সাকিব আল হাসানের সঙ্গেও কথা বলেছেন। খুবই অল্প সময়ের একটা মুহূর্ত ছিল। বড়জোর ৩ মিনিটের। আমি আসলেই লাকি যে এত অল্প বয়সে কিছুদিনের ব্যবধানে দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে পেরেছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে।
সামনের দিনের সিডিউল?
আটদিনের সফরে আজ (৩০ মার্চ) মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছি। ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শেষ লটের শুটিং। কোরবানির ঈদে ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে। ৫ তারিখ দেশে ফিরে ছবিটির গানের শুটিংয়ে অংশ নেবো। কলকাতাতেও দুটি সিনেমার শুটিং বাকি। এপ্রিল এবং মে মাসে শুটিংয়ে ছুটি। ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে ব্রিটিশ স্কুল অব ল কলেজে তৃতীয় বর্ষে পড়াশোনা চলছে। মে মাসে পরীক্ষা শেষ। জুনের শুরু থেকে লন্ডনে শুরু ‘বিবাহ অভিযান ২’, তারপর রাজাচন্দের নতুন সিনেমা। কলকাতার দুই সিনেমার শুটিং শেষে বাংলাদেশে টানা ডেট দেওয়া।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
৩ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
৫ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
৭ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
৯ ঘণ্টা আগে