Ajker Patrika

পাঞ্জাবি অভিনেতা রণদীপ সিংয়ের মৃত্যু

বিনোদন ডেস্ক
পাঞ্জাবি অভিনেতা রণদীপ সিংয়ের মৃত্যু

ভারতের পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা রণদীপ সিং ভাঙ্গুর মারা গেছেন। ৩২ বছর বয়সী অভিনেতার অকালপ্রয়াণের খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। অভিনেতার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন রণদীপের পরিবার, সহকর্মী ও ভক্তরা।

রণদীপ ভাঙ্গুরের মৃত্যুর খবর প্রথম ফেসবুকে পোস্ট করেন তাঁর সহ-অভিনেতা করমজিৎ আনমোল। রণদীপের মৃত্যুর খবর শেয়ার করে করমজিৎ লেখেন, ‘ঈশ্বর তাঁর পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।’ যদিও ঠিক কী কারণ, কীভাবে রণদীপ ভাঙ্গুরের মৃত্যু হল তা এখনও জানা যায়নি।

রণদীপ ভাঙ্গুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির অসংখ্য তারকা শোক প্রকাশ করেছেন। অভিনেতা করমজিৎ আনমোল, মালকিত রাউনি এবং গুরপ্রীত কৌর ভাঙ্গুর সকলেই নিজস্ব সোশ্যাল মিডিয়ায় রণদীপের আত্মার শান্তি কামনা করেছেন।

পলিউডের ফেসবুক পোস্টে এই দুঃসংবাদটি শেয়ার করে বলা হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে আপনাদের জানাচ্ছি, তরুণ অভিনেতা রণদীপ সিং ভাঙ্গুরেরে আকস্মিক ও অকাল মৃত্যু হয়েছে। যিনি এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত