শিল্পী সমিতিতে অরুণা বিশ্বাসকে ইভটিজিংয়ের অভিযোগ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৯: ১০
Thumbnail image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক ফাইটার আরমানের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। লিখিত অভিযোগ অরুণা বিশ্বাস জানান, গত ২ মার্চ সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত হলে তাকে শারীরিক বিষয়ে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করেন আরমান। যেটাকে তিনি ইভটিজিং বলে দাবি করেছেন।

অরুণার ভাষায়, ‘একজন সিনিয়র শিল্পী হিসেবে সেদিন আমি অসম্মানিত বোধ করেছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। সমিতির একজন দপ্তর ও প্রচার সম্পাদকের কাছে আমি এমন কুরুচিপূর্ণ আচরণ আশা করি না।

সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লেখা এই অভিযোগপত্রটি আজ শনিবার গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। বিষয়টি এর মধ্যে সুরাহার ইঙ্গিতও দিলেও এ বিষয়ে এখনো কোনও মন্তব্য করতে রাজি হননি সাইমন। কারণ, উক্ত অভিযোগপত্রে অভিযুক্তের তালিকায় সাইমন সাদিকের নামও রয়েছে। 

 এফডিসিতে অরুণা বিশ্বাসকে ইভটিজিংয়ের অভিযোগঅরুণার লিখেছেন, ‘সেদিন (২ মার্চ ) যখন আমি মিটিংয়ে প্রবেশ করি, তখন সাইমন সাদিক আমাকে অপমানজনক মন্তব্য করেন। যা একজন সিনিয়র শিল্পী হিসেবে জুনিয়র শিল্পীর কাছ থেকে কাম্য নয়। এমন যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে সমিতির সভায় উপস্থিত হওয়াই  অসম্ভব হয়ে পড়বে।’

এ বিষয়ে কোনও ব্যবস্থা না নিলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান অরুণা বিশ্বাস ।

উল্লেখ্য গত সপ্তাহে সংগঠনের বিরুদ্ধে কথা বলার জন্য জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেয় সমিতি। অন্যদিকে পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকায় কার্যনির্বাহী পরিষদ থেকে পদ হারান সুচরিতা ও রুবেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত