পুষ্পার রেকর্ড, ফাহাদের পারিশ্রমিক চমকে দেওয়ার মতো

বিনোদন ডেস্ক
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৩
Thumbnail image

দক্ষিণী আইকন তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরপরই রেকর্ড করে ফেলেছে। মুক্তির তৃতীয় দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে এ সিনেমা। আয়ের হিসাবে হলিউডের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’কে বক্স অফিসে টক্কর দিচ্ছে দক্ষিণী সিনেমাটি।

একই সঙ্গে তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দিতে মুক্তি পেয়েেছে পুষ্পা: দ্য রাইজ।

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইট করেছেনে, ‘মাত্র দুই দিনেই সারা বিশ্বে পুষ্পা ১০০ কোটি রুপির ব্যবসা করেছে।’ এর মধ্যে যুক্তরাষ্ট্রে আয় করেছে ১৩ লাখ ডলার।

এ ছবির খল চরিত্রে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ফাহাদ ফাসিল। পুষ্পা সিনেমায় তাঁর পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে!

ফাহাদ মূলত মালয়ালম এবং তামিল চলচ্চিত্রে কাজ করেন। এরই মধ্যে ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং তিনটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি।

তাঁর বাবা চলচ্চিত্র নির্মাতা ফাজিল। বলিউডের কাঁপুনি ধরিয়ে দেওয়া তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি পুষ্পা: দ্য রাইজ-এ আল্লু অর্জুন এবং কন্নড় অভিনেত্রী রাশ্মিকা মান্দানার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফাহাদ। 

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ফাহাদ ফাসিল এই ছবিটি থেকে সাড়ে ৩ কোটি রুপি আয় করেছেন। ফাহাদের এই পারিশ্রমিকের খবরে সবাই চমকে গেছে।

ফাহাদ ফাসিলের চরিত্রটি খল। ছবির খলনায়ক ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ। ভানওয়ার সিং একজন আইপিএস অফিসার। 

এসএস রাজামৌলির বাহুবলী এবং প্রশান্ত নীলের কেজিএফ-এর মতো পুষ্পাও দুই পর্বের চলচ্চিত্র। দ্বিতীয় অংশটি ২০২২ সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। এটির নাম 'পুষ্পা: দ্য রুল'।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত