বিনোদন ডেস্ক
দক্ষিণী ছবির জনপ্রিয় দুই তারকা নাগা চৈতন্য ও সাই পল্লবী। ‘লাভ স্টোরি’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তাঁরা। মুক্তি পেয়েই বক্স অফিস মাত করছে। করোনার দ্বিতীয় ওয়েব যাওয়ার পর প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছে এই ছবি। মহেশবাবু, প্রভাস, ধানুশ, এনটিআরের মতো তারকারা ছবিটি হলে দেখতে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন।
মুক্তির আগেই বাজিমাত করেছিল ‘লাভ স্টোরি’। বক্স অফিসে প্রি-বিজনেস হিসাবে ৩২.৮ কোটি রুপি আয় করেছে ছবিটি। হায়দরাবাদে ছবিটির এক কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
মধ্যবিত্ত পরিবারের একজন যুবককে চাকরি পেতে যে সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, তা নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। নাগা চৈতন্য ও সাই পল্লবী চাকরির জন্য অনেক সংগ্রাম করেন এবং তাঁরা ভালোবাসার বন্ধনে জড়ান। এই জুটির অভিনয় দেখে ভূয়সী প্রশংসা করেছেন সমালোচকেরা। এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেন, ‘ছবির ক্যারেক্টারগুলো এই সমাজ থেকেই উঠে এসেছে। এখানে নায়ক নয়, একজন অভিনয়শিল্পী হয়ে অভিনয় করেছি। ছবিতে একটা সাধারণ ছেলের সাধ ও সাধ্যটা বোঝানো হয়েছে।’
‘লাভ স্টোরি’ পরিচালনা করেছেন শেখর কামুলা। এই পরিচালকের সঙ্গে এর আগে ‘ফিদা’ ছবি করেছেন সাই পল্লবী। ব্লকবাস্টার সেই ছবির মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে সাইয়ের অভিষেক। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজিব কানাকালা, উত্তজ, দেবজানি, রাও রমেশ, পোসানি কৃষ্ণা মুরালি প্রমুখ।
দক্ষিণী ছবির জনপ্রিয় দুই তারকা নাগা চৈতন্য ও সাই পল্লবী। ‘লাভ স্টোরি’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তাঁরা। মুক্তি পেয়েই বক্স অফিস মাত করছে। করোনার দ্বিতীয় ওয়েব যাওয়ার পর প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছে এই ছবি। মহেশবাবু, প্রভাস, ধানুশ, এনটিআরের মতো তারকারা ছবিটি হলে দেখতে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন।
মুক্তির আগেই বাজিমাত করেছিল ‘লাভ স্টোরি’। বক্স অফিসে প্রি-বিজনেস হিসাবে ৩২.৮ কোটি রুপি আয় করেছে ছবিটি। হায়দরাবাদে ছবিটির এক কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
মধ্যবিত্ত পরিবারের একজন যুবককে চাকরি পেতে যে সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, তা নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। নাগা চৈতন্য ও সাই পল্লবী চাকরির জন্য অনেক সংগ্রাম করেন এবং তাঁরা ভালোবাসার বন্ধনে জড়ান। এই জুটির অভিনয় দেখে ভূয়সী প্রশংসা করেছেন সমালোচকেরা। এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেন, ‘ছবির ক্যারেক্টারগুলো এই সমাজ থেকেই উঠে এসেছে। এখানে নায়ক নয়, একজন অভিনয়শিল্পী হয়ে অভিনয় করেছি। ছবিতে একটা সাধারণ ছেলের সাধ ও সাধ্যটা বোঝানো হয়েছে।’
‘লাভ স্টোরি’ পরিচালনা করেছেন শেখর কামুলা। এই পরিচালকের সঙ্গে এর আগে ‘ফিদা’ ছবি করেছেন সাই পল্লবী। ব্লকবাস্টার সেই ছবির মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে সাইয়ের অভিষেক। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজিব কানাকালা, উত্তজ, দেবজানি, রাও রমেশ, পোসানি কৃষ্ণা মুরালি প্রমুখ।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১৬ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে