বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেক দিন ধরেই রুপালি পর্দার বাইরে চিত্রনায়িকা মাহিয়া মাহি। শেষবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বদিউল আলম খোকনের ‘অফিসার ইনচার্জ’ সিনেমায়। অবশেষে বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মাহি।
মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। রোববার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। অক্টোবর থেকেই শুরু করবেন শুটিং।
সোশ্যাল মিডিয়ায় চুক্তিপত্রের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক মুন্না খান। চুক্তিপত্রের সেই ছবিতে দেখা গেল ৯ লাখ টাকায় সিনেমাটিতে সাইন করছেন মাহি।
দীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘অনেক দিন পর শুটিংয়ে ফিরছি। কিছুটা নার্ভাসনেস কাজ করছে। আশা করছি সামলে নেব। নিজেকে প্রস্তুত করছি। আমার বিশ্বাস, পুরো ফিট হয়েই শুরু করতে পারব।’ ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’।
সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে মাহিকে। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড’ একটি গল্পভিত্তিক সিনেমা।
এতে গতানুগতিক নায়ক-নায়িকার কোনো বিষয় নেই। সবাই একেকটি গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করবেন। ইতিমধ্যে মাহির সঙ্গে চুক্তি হয়েছে। আগামী অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা আছে।’
ডার্ক ওয়ার্ল্ডে ডাকাতের চরিত্রে দেখা যাবে এ সিনেমার প্রযোজক মুন্না খানকে। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। এ ছাড়া মিশা সওদাগর, মৌসুমীরও অভিনয় করার কথা রয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। এ বছরের মার্চে পুত্রসন্তানের মা হন অভিনেত্রী। তাই লম্বা বিরতি নিয়ে শোবিজ থেকে দূরে আছেন। ব্যস্ত হয়েছেন রাজনৈতিক কর্মকাণ্ডে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে উপনির্বাচনে চেয়েছিলেন মনোনয়ন।
শেষ পর্যন্ত মনোনয়ন না পেলেও রাজনীতির মাঠেই আছেন এই নায়িকা। আগামী নির্বাচনেও চাইবেন আওয়ামী লীগের মনোনয়ন। এ কারণে নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মাহি।
অনেক দিন ধরেই রুপালি পর্দার বাইরে চিত্রনায়িকা মাহিয়া মাহি। শেষবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বদিউল আলম খোকনের ‘অফিসার ইনচার্জ’ সিনেমায়। অবশেষে বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মাহি।
মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। রোববার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। অক্টোবর থেকেই শুরু করবেন শুটিং।
সোশ্যাল মিডিয়ায় চুক্তিপত্রের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক মুন্না খান। চুক্তিপত্রের সেই ছবিতে দেখা গেল ৯ লাখ টাকায় সিনেমাটিতে সাইন করছেন মাহি।
দীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘অনেক দিন পর শুটিংয়ে ফিরছি। কিছুটা নার্ভাসনেস কাজ করছে। আশা করছি সামলে নেব। নিজেকে প্রস্তুত করছি। আমার বিশ্বাস, পুরো ফিট হয়েই শুরু করতে পারব।’ ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’।
সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে মাহিকে। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড’ একটি গল্পভিত্তিক সিনেমা।
এতে গতানুগতিক নায়ক-নায়িকার কোনো বিষয় নেই। সবাই একেকটি গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করবেন। ইতিমধ্যে মাহির সঙ্গে চুক্তি হয়েছে। আগামী অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা আছে।’
ডার্ক ওয়ার্ল্ডে ডাকাতের চরিত্রে দেখা যাবে এ সিনেমার প্রযোজক মুন্না খানকে। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। এ ছাড়া মিশা সওদাগর, মৌসুমীরও অভিনয় করার কথা রয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। এ বছরের মার্চে পুত্রসন্তানের মা হন অভিনেত্রী। তাই লম্বা বিরতি নিয়ে শোবিজ থেকে দূরে আছেন। ব্যস্ত হয়েছেন রাজনৈতিক কর্মকাণ্ডে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে উপনির্বাচনে চেয়েছিলেন মনোনয়ন।
শেষ পর্যন্ত মনোনয়ন না পেলেও রাজনীতির মাঠেই আছেন এই নায়িকা। আগামী নির্বাচনেও চাইবেন আওয়ামী লীগের মনোনয়ন। এ কারণে নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মাহি।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
৬ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১১ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১১ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১১ ঘণ্টা আগে