বহুদিন পরে আফজাল-ফারুকী

বিনোদন প্রতিবেদক
আপডেট : ১৩ জুন ২০২১, ১০: ৫৭
Thumbnail image

ঢাকা : অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের সঙ্গে আরেক আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হৃদ্যতা গভীর, বহুদিনের। ফারুকীর গুরুত্বপূর্ণ সময়ে ছায়ার মতো পাশে ছিলেন তিনি, অনেকটা অভিভাবকের মতো। ফারুকী ক্যারিয়ারের শুরুর দিকে আফজাল হোসেনের সঙ্গে কাজ করেছেন। তবে কাজটাই বড় কথা নয়, আফজাল হোসেন তাঁকে নিয়মিত সাহস জোগাতেন। ফারুকীর মতে, আমার সব পাগলামিকে তিনি সায় দিতেন। বলতেন, ক্রিয়েটিভদের একটু পাগলা হতে হয়। তাদের নিয়ম ভাঙতে হয়। সুশৃঙ্খলভাবে তো সমাজের অনেকেই চলতে পারে, সাহস করে কয়জনই–বা নিয়ম ভাঙতে পারে?

বহুদিন পর প্রিয় মানুষ আফজালের সঙ্গে কাজ করছেন ফারুকী। জি ফাইভের জন্য ওয়েব ফিল্ম নির্মাণ করছেন। নীরবে পুরো ওয়েব ফিল্মটির শুটিং শেষ করে মুক্তির জন্যও প্রস্তুত করেছেন। এবার নির্মাতার বিষয়টি নিয়ে খোলাসা করার সময় এসেছে। সম্প্রতি ওয়েব কনটেন্ট শুটিংয়ের পেছনের কিছু দৃশ্য শেয়ার করেছেন। ফারুকী বললেন, ‘ফাইনালি সময় আসছে বিড়ালটা ব্যাগের বাহির করার! এই কয় মাস আমরা সবাই মিলে একটা ঘোরের ভেতরে ছিলাম। এবার সবাইকে জানাব।’ সেই সঙ্গে আগামীকাল ১৪ জুন বিকেল ৪টায় ফারুকী লাইভে তাঁর সঙ্গে থাকার আহ্বানও করেছেন সবাইকে। সেখানেই তাঁর প্রথম ওয়েব সিরিজ নিয়ে বিস্তারিত জানাবেন।

জানা গেছে, ফারুকীর ওয়েব সিরিজের সম্ভাব্য নাম ‘নতুন প্রেমের তরী’। একঝাঁক তারকা অভিনয় করেছেন। তাঁদের মধ্যে মামুনুর রশীদ, আফজাল হোসেন, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, ফারিন, মারিয়া নূর, শরাফ আহমেদ জীবন প্রমুখ রয়েছেন। কয়েকটি সূত্র আরও দুটি নাম বলছে এই ওয়েব কনটেন্টের। কেউ বলছেন ‘সাইরেন’, কেউ বলছেন ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’। ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’–এ প্রচারিত হবে ওয়েব সিরিজটি। প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। ফিল্মটিতে আফজাল হোসেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। তাঁর সঙ্গে সম্পর্কটা কেমন তা বোঝাতে ফারুকী বলেন, ‘আমি যে আজকে ছবি বানাতে পারছি, যখন যে গল্প বলতে চাই বলতে পারছি, এটা তো আর এক দিনে ঘটে নাই। বহু মানুষ ক্যারিয়ারের শুরু থেকে আমার পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন। লাখ লাখ দর্শক সমর্থনের ডালা নিয়ে দাঁড়িয়ে আমার যাত্রাপথ সুগম করেছে। এঁদের সমর্থনেই আমি আজকে ছবি বানাতে পারছি। এই জন্য আমি সব সময়ই বলি, আমি এসব মানুষের ভালোবাসার যোগফল। আফজাল ভাই আমার সেই মানুষদের একজন।’

ফজাল হোসেনকে নিয়ে ফারুকী বলেন, ‘সবার কাছে তিনি বাংলাদেশের অবিসংবাদিত নায়ক। আর আমার কাছে তিনি একই সাথে সোনালী ব্যাংক, ফাইভস্টার রেস্টুরেন্ট, প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর মনোচিকিৎসক এবং আমার পাগলামিতে ভরা স্বপ্নের সমর্থক। যখন আমার কাজ কোথাও বিক্রি হয় না, তখন উনি আমার আন–অর্থোডক্স স্বপ্নগুলোকে ‘‘এই সব কি আইডিয়া ভাবো’’ না বলে বলতেন, ‘‘তুমি এগিয়ে যাও, আমি আছি!'' তারপর সেই থাকাকে যে কতভাবে এক্সপ্লয়েট করেছি এই জীবনে!’

ফারুকী বলেন, ‘বহুদিন পরে কাজ হলেও নানা সময়েই আমি তাঁর কাছে যাই পরামর্শ নিতে। নির্ভেজাল আড্ডা হয় আমাদের। আর সেই আড্ডায় সমৃদ্ধ হই আমি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত