বিনোদন ডেস্ক
এক রেস্তোরাঁর মালিককে চড় মারার অভিযোগ উঠেছে টালিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে কলকাতার নিউ টাউনে এ ঘটনাটি ঘটে। যদিও মারধরের বিষয়টি নিজে থেকেই স্বীকার করেছেন সোহম।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ বাংলা জানিয়েছে, গতকাল নিউ টাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেখানের একটি রেস্তোরাঁর সামনে শুটিংয়ের অনেক গাড়ি পার্ক করা ছিল। এ সময় রেস্তোরাঁর মালিক সেখান থেকে একটি গাড়ি সরিয়ে নিতে বলেন। কিন্তু সোহমের নিরাপত্তারক্ষীরা তখন উত্তর দেন, ‘বিধায়কের শুটিং চলছে, তাই এখান থেকে কোনো গাড়ি সরবে না।’
এমন উত্তরে তখন কড়া ভাষায় গাড়ি সরাতে বলেন ওই রেস্তোরাঁর মালিক। বলেন, ‘বিধায়ক যে–ই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে। আমার অতিথি আসবে।’ আর নিয়েই শুরু হয় বাগ্বিতণ্ডা। হইচই শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন সোহম। একপর্যায়ে হাতাহাতি, এরপর ঘটে চড়–কাণ্ড। অভিযোগ উঠেছে, ওই রেস্তোরাঁর মালিককে চড়-ঘুষি-লাথি মেরেছেন অভিনেতা। দেওয়া হয়েছে রেস্তোরাঁ বন্ধ করার হুমকিও।
তবে সোহম জানিয়েছেন, হোটেলের মালিক দাম্ভিক আচরণ শুরু করেন। সোহমের কথায়, ‘দিনের শেষে আমিও মানুষ। তাঁর প্রতিফলন হয়েছে। আমি যেটুকু দেখলাম, ওরা আমার স্টাফদের সঙ্গে মারামারি করছে, ধাক্কাধাক্কি করছে। অন-ডিউটি পুলিশ অফিসারদের মেরেছে। এমন পরিস্থিতে আমি নিচে এসে জিজ্ঞেস করি, কী হয়েছে। সে বলে কে এমএলএ আমার জানার দরকার নেই! আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছে।’
এদিকে মালিকের দাবি, তিনি শুধু রেস্তোরাঁর সামনে থেকে গাড়ি সরাতে বলেছিলেন। আর এ কারণেই তাঁর ওপর চড়াও হন সোহম ও তাঁর নিরাপত্তারক্ষীরা। বেধড়ক মারধরের পাশাপাশি ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই মালিক।
এক রেস্তোরাঁর মালিককে চড় মারার অভিযোগ উঠেছে টালিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে কলকাতার নিউ টাউনে এ ঘটনাটি ঘটে। যদিও মারধরের বিষয়টি নিজে থেকেই স্বীকার করেছেন সোহম।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ বাংলা জানিয়েছে, গতকাল নিউ টাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেখানের একটি রেস্তোরাঁর সামনে শুটিংয়ের অনেক গাড়ি পার্ক করা ছিল। এ সময় রেস্তোরাঁর মালিক সেখান থেকে একটি গাড়ি সরিয়ে নিতে বলেন। কিন্তু সোহমের নিরাপত্তারক্ষীরা তখন উত্তর দেন, ‘বিধায়কের শুটিং চলছে, তাই এখান থেকে কোনো গাড়ি সরবে না।’
এমন উত্তরে তখন কড়া ভাষায় গাড়ি সরাতে বলেন ওই রেস্তোরাঁর মালিক। বলেন, ‘বিধায়ক যে–ই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে। আমার অতিথি আসবে।’ আর নিয়েই শুরু হয় বাগ্বিতণ্ডা। হইচই শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন সোহম। একপর্যায়ে হাতাহাতি, এরপর ঘটে চড়–কাণ্ড। অভিযোগ উঠেছে, ওই রেস্তোরাঁর মালিককে চড়-ঘুষি-লাথি মেরেছেন অভিনেতা। দেওয়া হয়েছে রেস্তোরাঁ বন্ধ করার হুমকিও।
তবে সোহম জানিয়েছেন, হোটেলের মালিক দাম্ভিক আচরণ শুরু করেন। সোহমের কথায়, ‘দিনের শেষে আমিও মানুষ। তাঁর প্রতিফলন হয়েছে। আমি যেটুকু দেখলাম, ওরা আমার স্টাফদের সঙ্গে মারামারি করছে, ধাক্কাধাক্কি করছে। অন-ডিউটি পুলিশ অফিসারদের মেরেছে। এমন পরিস্থিতে আমি নিচে এসে জিজ্ঞেস করি, কী হয়েছে। সে বলে কে এমএলএ আমার জানার দরকার নেই! আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করেছে।’
এদিকে মালিকের দাবি, তিনি শুধু রেস্তোরাঁর সামনে থেকে গাড়ি সরাতে বলেছিলেন। আর এ কারণেই তাঁর ওপর চড়াও হন সোহম ও তাঁর নিরাপত্তারক্ষীরা। বেধড়ক মারধরের পাশাপাশি ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই মালিক।
শাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
২ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৩ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। গত শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টারে বুবলীকে পাওয়া গেল ভিন্নরূপে।
৩ ঘণ্টা আগেলাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
৫ ঘণ্টা আগে