বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ১৯৭৯ সালের ২৮ মার্চ, অর্থাৎ আজকের এই দিনে গোপালগঞ্জে তাঁর জন্ম। ১৯৯৯ সালে শাকিব খান ঢালিউডে পা রেখেছিলেন সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসার মাধ্যমে। এরপর একটানা শাসন করছেন বাংলাদেশের চিত্রজগৎ। দাপটের সঙ্গে ২৪ বছর পার করলেন তিনি।
ক্যারিয়ারের প্রতিটি বছরই কোনো না কোনো সুপারহিট ছবি দিয়ে অবস্থান পোক্ত করেছেন শাকিব। তাঁর কিছু সিনেমা ব্যবসায় নজির গড়েছে, কিছু ছবি দর্শকের মন জয় করেছে, আর কিছু সিনেমায় তিনি পেয়েছেন সমালোচকদের প্রশংসা।
এই নায়কের জন্মদিন উপলক্ষে ফিরে দেখা যাক তাঁর অভিনীত ৫টি অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা—
আমার স্বপ্ন তুমি (২০০৫)
হাসিবুল ইসলাম পরিচালিত সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি সিনেমা। ‘আমার স্বপ্ন তুমি’ গ্রামের এক অবুঝ তরুণীর গল্প। যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন মাস্তান স্বভাবের নায়ক। কিন্তু এর মধ্যেই শহর থেকে এসে ধনীর দুলাল ফেরদৌস নায়িকাকে বিয়ে করে নিয়ে যায়। পিছু ধাওয়া করে বঞ্চিত প্রেমিক। এভাবেই ত্রিভূজ প্রেমের গল্পটি এগোতে থাকে। সিনেমাটিতে অভিনয় করেছেন–শাবনূর, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদসহ আরও অনেকে।
২০০৫ সালের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রের মধ্যে এটি অন্যতম। সিনেমার বেশ কয়েকটি গান এখনো জনপ্রিয়। এর মধ্যে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ‘আমার স্বপ্ন তুমি’, সাবিনা ইয়াসমিন ও মনির খানের কণ্ঠে ‘ও খুশি ও খুশি’, সাবিনা ইয়াসমিন ও অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে ‘দিবসে তোমাকে চাই’ ব্যাপক জনপ্রিয়তা পায়।
কোটি টাকার কাবিন (২০০৬)
এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’–এর মাধ্যমে শাকিব খানের ক্যারিয়ার ঘুরে যায়। ২০০৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ব্যাপক সাফল্য ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে মজবুত আসন গড়ে দেয়। সিনেমাটির মাধ্যমে শাকিবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন অপু বিশ্বাস। দুই পরিবারের বিরোধ থাকার পরেও, শাকিব–অপু প্রেম করে বসেন। তাঁদের এই প্রেমের মাধ্যমে দুই পরিবারের শত্রুতা বন্ধুত্বে রূপ নেয়। দুই পরিবারের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক ও ফারুক।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন—ডিপজল, সুচরিতা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর ও আফজাল শরীফ প্রমুখ। অমি বনি কথাচিত্রের প্রযোজনায় সিনেমাটির সংগীত আয়োজন করেছিলেন প্রয়াত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।
প্রিয়া আমার প্রিয়া (২০০৮)
২০০৮ সালে দেশব্যাপী মুক্তি পায় বদিউল আলম খোকন পরিচালিত সাড়া জাগানো সিনেমা ‘প্রিয়া আমার প্রিয়া’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন—শাকিব খান, সাহারা, মিশা সওদাগর, প্রবীর মিত্র, আফজাল শরীফ প্রমুখ। শাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এটি। মাসের পর মাস প্রেক্ষাগৃহ থেকে নামেনি ‘প্রিয়া আমার প্রিয়া’। সিনেমাটির সাফল্যে শাকিবের পারিশ্রমিক দেড় লাখ থেকে এক লাফে হয়ে যায় ২৫ লাখ টাকা!
ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)
জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটির মাধ্যমেই প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। ত্রিভূজ প্রেমের গল্পটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস ও রুমানা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—প্রবীর মিত্র, কাজী হায়াৎ, আলী রাজ, মিশা সওদাগর প্রমুখ।
ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি, এসআই টুটুল, শাম্মী আখতার, কনক চাঁপা ও রাশেদ।
সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০–এ মোট সাতটি বিভাগে পুরস্কার জিতে। দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হন শাকিব খান, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেন অভিনেত্রী রুমানা। এ ছাড়া শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ পুরুষ ও নারী কণ্ঠশিল্পী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি। বাচসাস পুরস্কারে ৫টি বিভাগে এবং মেরিল-প্রথম আলো পুরস্কারে ১টি বিভাগে পুরস্কার পায় শাকিব খানে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’।
খোদার পরে মা (২০১২)
শাহিন সুমন পরিচালিত সিনেমাতেও শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন সাহারা। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—ববিতা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর ও কাজী হায়াৎ প্রমুখ।
সিনেমাটি ২০১২ সালে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পায়। সিনেমাটি ২০১২ সালের সবচেয়ে ব্যবসাসফল ছিল। সিনেমাটির মাধ্যমে শাকিব খান ছাড়াও শ্রেষ্ঠ গীতিকার ক্যাটাগরিতে মিল্টন খন্দকার ও শ্রেষ্ঠ পুরুষ সংগীত শিল্পী ক্যাটাগরিতে পলাশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ১৯৭৯ সালের ২৮ মার্চ, অর্থাৎ আজকের এই দিনে গোপালগঞ্জে তাঁর জন্ম। ১৯৯৯ সালে শাকিব খান ঢালিউডে পা রেখেছিলেন সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসার মাধ্যমে। এরপর একটানা শাসন করছেন বাংলাদেশের চিত্রজগৎ। দাপটের সঙ্গে ২৪ বছর পার করলেন তিনি।
ক্যারিয়ারের প্রতিটি বছরই কোনো না কোনো সুপারহিট ছবি দিয়ে অবস্থান পোক্ত করেছেন শাকিব। তাঁর কিছু সিনেমা ব্যবসায় নজির গড়েছে, কিছু ছবি দর্শকের মন জয় করেছে, আর কিছু সিনেমায় তিনি পেয়েছেন সমালোচকদের প্রশংসা।
এই নায়কের জন্মদিন উপলক্ষে ফিরে দেখা যাক তাঁর অভিনীত ৫টি অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা—
আমার স্বপ্ন তুমি (২০০৫)
হাসিবুল ইসলাম পরিচালিত সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি সিনেমা। ‘আমার স্বপ্ন তুমি’ গ্রামের এক অবুঝ তরুণীর গল্প। যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন মাস্তান স্বভাবের নায়ক। কিন্তু এর মধ্যেই শহর থেকে এসে ধনীর দুলাল ফেরদৌস নায়িকাকে বিয়ে করে নিয়ে যায়। পিছু ধাওয়া করে বঞ্চিত প্রেমিক। এভাবেই ত্রিভূজ প্রেমের গল্পটি এগোতে থাকে। সিনেমাটিতে অভিনয় করেছেন–শাবনূর, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদসহ আরও অনেকে।
২০০৫ সালের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রের মধ্যে এটি অন্যতম। সিনেমার বেশ কয়েকটি গান এখনো জনপ্রিয়। এর মধ্যে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ‘আমার স্বপ্ন তুমি’, সাবিনা ইয়াসমিন ও মনির খানের কণ্ঠে ‘ও খুশি ও খুশি’, সাবিনা ইয়াসমিন ও অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে ‘দিবসে তোমাকে চাই’ ব্যাপক জনপ্রিয়তা পায়।
কোটি টাকার কাবিন (২০০৬)
এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’–এর মাধ্যমে শাকিব খানের ক্যারিয়ার ঘুরে যায়। ২০০৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ব্যাপক সাফল্য ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে মজবুত আসন গড়ে দেয়। সিনেমাটির মাধ্যমে শাকিবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন অপু বিশ্বাস। দুই পরিবারের বিরোধ থাকার পরেও, শাকিব–অপু প্রেম করে বসেন। তাঁদের এই প্রেমের মাধ্যমে দুই পরিবারের শত্রুতা বন্ধুত্বে রূপ নেয়। দুই পরিবারের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক ও ফারুক।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন—ডিপজল, সুচরিতা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর ও আফজাল শরীফ প্রমুখ। অমি বনি কথাচিত্রের প্রযোজনায় সিনেমাটির সংগীত আয়োজন করেছিলেন প্রয়াত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।
প্রিয়া আমার প্রিয়া (২০০৮)
২০০৮ সালে দেশব্যাপী মুক্তি পায় বদিউল আলম খোকন পরিচালিত সাড়া জাগানো সিনেমা ‘প্রিয়া আমার প্রিয়া’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন—শাকিব খান, সাহারা, মিশা সওদাগর, প্রবীর মিত্র, আফজাল শরীফ প্রমুখ। শাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এটি। মাসের পর মাস প্রেক্ষাগৃহ থেকে নামেনি ‘প্রিয়া আমার প্রিয়া’। সিনেমাটির সাফল্যে শাকিবের পারিশ্রমিক দেড় লাখ থেকে এক লাফে হয়ে যায় ২৫ লাখ টাকা!
ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)
জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটির মাধ্যমেই প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। ত্রিভূজ প্রেমের গল্পটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস ও রুমানা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—প্রবীর মিত্র, কাজী হায়াৎ, আলী রাজ, মিশা সওদাগর প্রমুখ।
ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি, এসআই টুটুল, শাম্মী আখতার, কনক চাঁপা ও রাশেদ।
সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০–এ মোট সাতটি বিভাগে পুরস্কার জিতে। দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হন শাকিব খান, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেন অভিনেত্রী রুমানা। এ ছাড়া শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ পুরুষ ও নারী কণ্ঠশিল্পী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি। বাচসাস পুরস্কারে ৫টি বিভাগে এবং মেরিল-প্রথম আলো পুরস্কারে ১টি বিভাগে পুরস্কার পায় শাকিব খানে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’।
খোদার পরে মা (২০১২)
শাহিন সুমন পরিচালিত সিনেমাতেও শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন সাহারা। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—ববিতা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর ও কাজী হায়াৎ প্রমুখ।
সিনেমাটি ২০১২ সালে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পায়। সিনেমাটি ২০১২ সালের সবচেয়ে ব্যবসাসফল ছিল। সিনেমাটির মাধ্যমে শাকিব খান ছাড়াও শ্রেষ্ঠ গীতিকার ক্যাটাগরিতে মিল্টন খন্দকার ও শ্রেষ্ঠ পুরুষ সংগীত শিল্পী ক্যাটাগরিতে পলাশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে